1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জ্যাজ সংগীত

মারুফ আহমদ২০ ডিসেম্বর ২০১২

বিংশ শতাব্দী তো বটেই, ডেভ ব্রুবেক-এর প্রাণবন্ত সংগীত আজও মুগ্ধ করে জ্যাজ সংগীত জগতের শিল্পী ও অনুরাগীদের৷ ৫ই ডিসেম্বর, ৯২তম জন্ম বার্ষিকীর একদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে চির বিদায় নিলেন এই সংগীত মহারথী৷

ছবি: picture alliance/landov

গীতিকার, সুরকার, বাদক ও গায়ক হিসেবে পঞ্চাশ ও ষাটের দশকে ‘দ্য ডেভ ব্রুবেক কোয়ার্টেট' গোষ্ঠী নিয়ে তিনি জয় করেছিলেন বিশ্ব সংগীতের দরবারে এক বিশেষ স্থান৷ ১৯৫৯ সালে এই গোষ্ঠীর ‘টেক ফাইভ' সংগীতটি জ্যাজ সংগীতের ইতিহাসে এক মাইল ফলক হয়ে আছে৷

৪০ দশকের শেষার্ধ থেকেই ডেভ ব্রুবেক ব্যতিক্রমধর্মী অসাধারণ পিয়ানো পরিবেশনার মধ্য দিয়ে জ্যাজ সংগীত জগতে কুড়িয়েছিলেন বিপুল জনপ্রিয়তা৷ তাৎক্ষণিক সংগীত সংযোজনা এবং সেই সাথে তাঁর স্বতঃস্ফূর্ততা মুগ্ধ করেছিল অসংখ্য জ্যাজ অনুরাগীদের৷

Week 51/12 LS 4 Music - Dave Brubeck - MP3-Mono

This browser does not support the audio element.

ডেভ ব্রুবেক-এর জন্ম ৬ই ডিসেম্বর ১৯২০ সালে অ্যামেরিকার সান ফ্রান্সিসকো শহরে৷ মা ছিলেন পিয়ানো বাদক৷ তাই মায়ের কাছে খুব ছোটবেলা থেকেই পিয়ানোতে তাঁর হাতেখড়ি৷ ১৯৪২ সালে সেনাবাহিনীতে যোগ দিতে হয় তাঁকে৷ সেখানে একটি অনুষ্ঠানে পিয়ানো পরিবেশনার পর থেকে সেনাবাহিনীতে বাদক হিসেবে সুপরিচিত হয়ে ওঠেন তিনি৷ সেনাবাহিনী থেকে ফিরে এসে সান ফ্রান্সিসকো'র মিলস কলেজে সংগীত শিক্ষা শেষ করার পর, একটি রেকর্ড কোম্পানির সঙ্গে কাজ শুরু করেন ডেভ৷ বেশ কিছু একক অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে খ্যাতি অর্জন করেন৷ এরপর ১৯৫১ সালে তিনি গঠন করেন নিজ ‘দ্য ডেভ ব্রুবেক কোয়ার্টেট' গোষ্ঠী৷  

জ্যাজ সংগীতের বিভিন্ন ধারায় অসাধারণ প্রভাব বিস্তার করতে পেরেছিলেন ডেভ ব্রুবেক৷ পাশ্চাত্যের ধ্রুপদী থেকে শুরু করে প্রাচ্যের লোক সংগীতের প্রভাব মিশেছে তাঁর সংগীতে৷ তাঁর সংগীত স্পষ্ট স্বকীয়তায় স্বতন্ত্র৷ ছ'টি বিশ্ববিদ্যালয় সংগীতে বিশেষ অবদানের জন্য তাঁকে সম্মানসূচক ডক্টর উপাধি প্রদান করে৷ এছাড়াও গ্র্যামি সহ আরো বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন জ্যাজ সংগীতের প্রতীক পুরুষ ডেভ ব্রুবেক৷ 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ