1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জ্যামাইকায় বিমান ছিনতাই নাটকের সমাপ্তি

২০ এপ্রিল ২০০৯

প্রায় ১২ ঘন্টা পর জ্যামাইকার মন্টেগো বে তে বিমান হাইজ্যাক নাটকের সমাপ্তি ঘটেছে৷ পুলিশ হাইজ্যাক হওয়া চার্টার বিমানটিতে অভিযান চালায় এবং বন্দুকধারীকে গ্রেফতার করে৷ তবে এসময় কোন গোলাগুলির ঘটনা ঘটেনি বলে জানা গেছে৷

হাইজ্যাক হওয়া একটি বিমান (ফাইল ফটো)ছবি: AP

বার্তা সংস্থাগুলোর খবর, অভিযান সম্পর্কে জ্যামাইকার তথ্য মন্ত্রী ড্যারিল ভাজ বলেন, এর চেয়ে ভালোভাবে এ ঘটনার সমাপ্তি হতে পারতো না৷ কোন হতাহতের ঘটনা ঘটেনি৷ প্রত্যেকেই সুস্থ রয়েছে৷ জিম্মি হওয়া ছয় জন ক্রুসদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জ্যামাইকান তথ্য মন্ত্রী৷

গ্রেফতার হওয়া হাইজ্যাকার তরুণের বয়স মাত্র ২০৷ কর্মকর্তারা বলছেন মানসিক ভাবে সে সুস্থ নয়৷ রোববার রাত দশটার সময় সকলের নজর এড়িয়ে সে উঠে পড়ে চার্টার করা ক্যানজেট বোয়িং ৭৩৭ বিমানটিতে৷ এসময় হাতে থাকা আগ্নেয়াস্ত্র থেকে সে গুলি ছোঁড়ে৷ কিউবার উদ্দেশ্যে যাত্রার অপেক্ষায় থাকা এ বিমানটিতে আটজন ক্রু সহ মোট ১৮২ জন আরোহী ছিলো বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি৷ বিমানটি হাইজ্যাক করার পর দুইজন ক্রু সহ যাত্রীদের সকলকে মুক্ত করে দেয় তরুণ হাইজ্যাকার৷ তবে বাকি ছয়জনকে সে আটক করে রাখে৷

তবে এ ঘটনাকে আন্তর্জাতিক সন্ত্রাস বলে মানতে নারাজ জ্যামাইকার তথ্যমন্ত্রী ড্যারিল ভাজ৷ তিনি বলেন, হাইজ্যাকারের একটি মাত্র দাবি ছিলো তাকে কিউবাতে নিয়ে যেতে হবে৷ সম্ভবত মানসিক ভাবে সে বিপর্যস্ত৷ এদিকে জিম্মি হওয়া ক্রু সদস্যদের উদ্ধার করতে পুলিশ অভিযান চালালেও সে বিষয়ে বিস্তারিত কোন কিছু জানানো হয়নি৷

প্রতিবেদক: ফাহমিদা সুলতানা, সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারুক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ