1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জয়পুর সাহিত্যসভায় সালমন রুশদির যোগদান নিয়ে বিতর্ক

১৮ জানুয়ারি ২০১২

আগামী ২০শে জানুয়ারি রাজস্থানের জয়পুরে এশিয়ার বৃহত্তম সাহিত্য সম্মেলনে সাটানিক ভার্সেস-এর বিতর্কিত লেখক সালমান রুশদির যোগদান মৌলবাদীদের প্রতিবাদে অনিশ্চিত হয়ে পড়েছে৷ কেন্দ্রীয় ও রাজ্য সরকার আইন শৃঙ্খলার দোহাই দিচ্ছেন৷

Salman Rushdie
আবার মৌলবাদীদের রোষের মুখে সালমন রুশদিছবি: AP

ভারতীয় বংশোদ্ভূত বুকার পুরস্কার বিজেতা বিতর্কিত লেখক সালমন রুশদি আগামী শুক্রবার জয়পুরে সাহিত্য উৎসব ২০১২তে যোগদানের জন্য ভারতে আসতে চাইলে মৌলবাদী মুসলিম সংগঠন তার তীব্র প্রতিবাদ জানায় এবং সরকারের কাছে স্মারকলিপি দেয়৷ তাঁকে ভিসা না দেবার দাবি জানায় কেন্দ্রীয় সরকারের কাছে৷ যদিও জন্মসূত্রে ভারতীয় নাগরিক হিসেবে তাঁর পিআইও কার্ড থাকায় ভারতে আসতে তাঁর ভিসা লাগেনা৷

পাল্টা প্রতিবাদ জানায় পিপলস ইউনিয়ন অফ সিভিল লিবার্টিজ ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের রাজস্থান শাখা৷ তাদের মতে সরকারের ধরি মাছ না ছুঁই পানি মনোভাব সুবিধাবাদেরই নামান্তর৷

এই প্রসঙ্গে লেখক ও বুদ্ধিজীবী হিরন্ময় কার্লেকার অভিমত ব্যক্ত করে ডয়চে ভেলে বললেন, বাক স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা সকলের৷ সেটা রুদ্ধ করার চেষ্টা অগ্রহণীয়৷ রুশদিকে এই অন্যায় দাবির বলি হতে হয়েছে, ভারত সরকার তাঁর নিরাপত্তা দিতে পারবেনা এটা স্বীকার করা চরম লজ্জার বিষয়৷এর ফলে দেশে মৌলবাদ মাথা চাড়া দিচ্ছে৷ দ্বিতীয়ত, সংখ্যালঘুদের আগ্রাসন যত জোরালো হবে সংখ্যাগরিষ্ঠদের প্রতিক্রিয়াও হবে তত তীব্র৷ ফলে বিঘ্নিত হবে সাম্প্রদায়িক সম্প্রীতি, বলেন কার্লেকার ৷

২০শে জানুয়ারি রাজস্থানের জয়পুরে এশিয়ার বৃহত্তম সাহিত্য সম্মেলনে যোগ দেওয়ার কথা রুশদিরছবি: DW/Cristian Stefanescu

যে-কোন শিল্পী সাহিত্যিক তা তিনি হিন্দু হোন বা মুসলিম বা খৃস্টান, তাঁর সৃষ্টির স্বাধীনতা থাকা উচিত৷ যেমন, এম.এফ হোসেনের শিল্পকলার ওপর হিন্দু মৌলবাদীদের যে আক্রমণ হয়েছিল, কোনো শুভবুদ্ধিসম্পন্ন মানুষ তা মেনে নেয়নি৷ কাজেই হোসেনের ছবির ওপর আক্রমণ যেমন নিন্দনীয়, তেমনি রুশদিকে আসতে না দেয়াটাও সমান নিন্দনীয় মনে করেন হিরন্ময় কার্লেকার৷

উত্তরপ্রদেশ ও অন্যান্য রাজ্যে বিধানসভা ভোটের মুখে রুশদি এলে আইন শৃঙ্খলার সমস্যা হবে, সামাজিক অস্থিরতা বাড়বে, সর্বোপরি মুসলিম ভোটে প্রভাব পড়বে এমনটা মনে করে রাজস্থানের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইন ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী সালমন খুরশিদের সঙ্গে এই নিয়ে আলোচনা করেন৷

পাঁচ দিন ব্যাপী এই সাহিত্য উৎসবে যোগ দিচ্ছেন দেশবিদেশের নাম করা লেখক, সাহিত্যিক, প্রকাশক ও সাহিত্যপ্রেমীরা৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ