1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জয় দিয়ে শুরু করল জার্মানি

১৩ জুন ২০১৬

ইউক্রেনের বিপক্ষে জয় দিয়ে ইউরো-২০১৬ শুরু করেছে জার্মানি৷ বিশ্বকাপের সঙ্গে ইউরোপ সেরার শিরোপাও যোগ করার লক্ষ্যের দিকে যাত্রায় এ জয় নিশ্চয়ই ভালো সূচনা৷ জার্মানির সূচনা ভালো হলেও ইউরোর শুরুটাকে কলঙ্কিত করেছে মারামারি৷

Frankreich Fußball-EM Deutschland vs. Ukraine in Lille
ছবি: picture-alliance/augenklick/GES/M. Giliar

নিজেদের প্রথম ম্যাচে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়েছে জার্মানি৷ ১৯ মিনিটে দলের হয়ে প্রথম গোল মুস্তাফি৷ তারপর বেশ জমে উঠেছিল ম্যাচ৷ খেলায় সমতা ফেরানোর অনেকগুলো সুযোগ তৈরি করেছিল ইউক্রেন৷ কিন্তু জার্মান গোলরক্ষক মানুয়েল নয়ারের দৃঢ়তায় সারা ম্যাচে তারা একবারও গোলের দেখা পায়নি৷ উল্টো অতিরিক্ত সময়ে বাস্তিয়ান শোয়াইনস্টাইগার ব্যবধান দ্বিগুণ করায় বিশ্ব চ্যাম্পিয়নদের জয় নিশ্চিত হয়ে যায়৷

ম্যাচের অন্তিম মুহূর্তেই মাঠে নেমে বাজিমাত করেন শোয়াইনস্টাইগার৷ ফলে গোলটি এখন তুমুল আলোচনায়৷ মাত্র তিন মিনিট খেলে, তিনবার বল স্পর্শ করে, দু'টি মাত্র পাস দিয়ে মহামূল্যবান গোলটি করায় তাঁর প্রশংসা করছেন অনেকেই৷

ইউরো-২০১৬ এখনো কোনো ভালো বা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের জন্য খুব বেশি আলোচনায় আসেনি৷ আলোচনা বেশি হচ্ছে বরং সমর্থকদের মারামারি নিয়ে৷ বিশেষ করে রাশিয়া-ইংল্যান্ড ম্যাচের আগে-পরে দু'দেশের সমর্থকদের সংঘর্ষ আয়োজকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে৷ নিজেদের সমর্থকদের নিয়ন্ত্রণ না করলে রাশিয়া এবং ইংল্যান্ডকে টুর্নামেন্ট থেকে বহিষ্কারের হুমকিও দিয়েছে ইউরো-২০১৬-র আয়োজক কমিটি৷

শুধু রাশিয়া আর ইংল্যান্ডকে সতর্ক করলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে এমনটি ধরে নেয়া কি ঠিক? তা সম্ভব নয় বলেই সমর্থকদের উচ্ছৃঙ্খল এবং আক্রমণাত্মক আচরণের রেশ যাতে ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে গ্যালারিতে অ্যালকোহল নিষিদ্ধ করেছে উয়েফা৷

এসিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ