1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘জয় শ্রী রাম' বনাম ‘আল্লাহু আকবর'

২১ জুন ২০১৯

ভারতের লোকসভা নির্বাচন শেষে মঙ্গলবার ছিল শপথগ্রহণের পালা৷ কিন্তু শপথগ্রহণ করতে আসা এক সাংসদ তুললেন ‘আল্লাহু আকবর‘ ধ্বনি৷

Indien Neu Delhi AIMIM Moslem Politker Asaduddin Owaisi
ছবি: Imago/Hindustan Times/S. Mehta

নির্বাচনের পর গত ১৭ মে শুরু হয়েছে ভারতের লোকসভার অধিবেশন৷ সাংসদদের শপথগ্রহণ দিয়ে শুরু হওয়া এই অধিবেশনের কাজ গড়ায় পরের দিন, অর্থাৎ ১৮ মে পর্যন্ত৷

এই শপথগ্রহণের কাজ চলতে দুই দিন সময় লাগলেও বিনোদনের কোনো কমতি ছিল না৷ এক একজন সাংসদ শপথগ্রহণ মঞ্চের দিকে যেতে যেতে তুলতে থাকেন তাদের পছন্দের স্লোগান৷

ভারতীয় জনতা পার্টির বেশির ভাগ সাংসদদের মুখে ওঠে ‘জয় শ্রী রাম' ধ্বনি৷ অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের কাকলি ঘোষ দস্তিদার তোলেন ‘জয় মা কালী' স্লোগান৷

কিন্তু হায়দ্রাবাদের সাংসদ, অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন দলের নেতা, আসাদউদ্দিন ওয়েসি'র শপথগ্রহণের সময় তোলা স্লোগান বর্তমানে সোশাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করছে৷

উর্দুতে নিজের শপথবাক্য উচ্চারণের পর ওয়েসি আওয়াজ তোলেন, ‘‘জয় ভীম, জয় মিম, তাকবির আল্লাহু আকবর, জয় হিন্দ''৷ এক বাক্যে একসাথে দলিত আন্দোলনের স্লোগান ‘জয় ভীম' থেকে ‘আল্লাহু আকবর' হয়ে ভারতের জাতীয়তাবাদীদের প্রিয় ধ্বনি ‘জয় হিন্দ' একসাথে উচ্চারণ করেন তিনি৷

তাঁর এই ব্যতিক্রমী স্লোগানের ভিডিওটি টুইটারে শেয়ার করে তাঁর দলের অফিশিয়াল পেজ৷ সেখানে ভিডিওটি দেখা হয়েছে আড়াই লক্ষেরও বেশি বার৷ ফেসবুক, ইউটিউবের একাধিক পোস্ট মিলিয়ে এই ভিডিওটি দেখো হয়েছে প্রায় পাঁচ লক্ষ বার৷ শেয়ার করা হয়েছে অন্তত দশ হাজার বার৷

যে ‘আল্লাহু আকবর' ধ্বনিকে তথাকথিতভাবে মেলানো হয় ইসলামি সন্ত্রাসবাদীদের সাথে, সেই ধ্বনিকে ওয়েসি ভারতের প্রেক্ষাপটে পেশ করেছেন বিবিধ বিশ্বাসের মিলনের অর্থে৷

সামাজিক গণমাধ্যমে তাঁর এই স্লোগান সৃষ্টি করছে পক্ষ-বিপক্ষ নানা রকমের মতামত৷

এসএস/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ