1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চটপটে মেয়ের ঝটপট বিয়ে

২২ ফেব্রুয়ারি ২০১৫

বর ছোট্ট একটা তথ্য গোপন করেছিলেন৷ বিয়ের আসরেই তা জানাজানি হয়ে যায়৷ ক্ষুব্ধ কণে সঙ্গে সঙ্গেই বেছে নেন নতুন পাত্র৷ বিয়ে শেষ হতেই শুরু হয় মারামারি৷ শেষ পর্যন্ত অবশ্য ঘটনা বেশি দূর এগোয়নি৷

Bengalische Frau Sindoor
ছবি: N.Seelam/AFP/GettyImages

উত্তর ভারতের রামপুরের ঘটনা৷ পাত্রের নাম যুগল কিশোর, বয়স ২৫৷ ২৩ বছর বয়সি ইন্দিরার সঙ্গে তাঁর বিয়ে শুধু পাকা হয়নি, মালাবদলও হয়েছিল৷ কিন্তু মালাবদলের সময়েই বাঁধে বিপত্তি৷ হঠাৎ অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যান যুগল৷ জানা যায়, যুগল মৃগীরোগী৷ মৃগী রোগের কারণেই এভাবে জ্ঞান হারিয়েছেন তিনি৷

যুগলের এই অসুখের কথা জেনে ক্ষোভে ফেটে পড়েন ইন্দিরা৷ আগে কেন বিষয়টি জানানো হয়নি – এই প্রশ্ন তুলে সঙ্গে সঙ্গেই এ বিয়ে না করার সিদ্ধান্ত জানিয়ে দেন তিনি৷ সেখানেই থেমে থাকেননি ইন্দিরা৷ তৎক্ষণাত জানিয়ে দেন, বিয়ের আসরে উপস্থিত যুগলের এক আত্মীয় রাজি থাকলে তাঁকে তিনি বিয়ে করবেন৷ সেই তরুণকে ডেকে এনে আবার শুরু হলো মালাবদল৷ তারপর সাত পাঁক ঘোরা৷

এভাবে সব আনুষ্ঠানিকতা শেষ করে দেয়ার সময়টায় যুগল ছিলেন ডাক্তারের কাছে৷ চিকিৎসা নিয়ে ফিরে দেখেন, ইন্দিরা আর তাঁর নেই, তিনি তখন অন্যের স্ত্রী৷ ঘটনার কড়া প্রতিবাদ জানান যুগল৷ তাঁর পক্ষের লোকদের সঙ্গে কণে পক্ষের লোকদের বেঁধে যায় মারামারি৷ পুলিশ এসে দু'জনকে গ্রেপ্তার করে পরিস্থিতি কিছুটা শান্ত হয়৷

আসরে উপস্থিত বয়োজ্যেষ্ঠদের হস্তক্ষেপের কারণে ঘটনাটি আর বেশি দূর গড়ায়নি৷ অভিযোগ প্রত্যাহার করে নেয়ায় গ্রেপ্তার দু'জনকে ছেড়ে দিয়েছে পুলিশ৷ যুগলকে ছেড়ে তাঁর এক আত্মীয়ের সঙ্গেই সংসার জীবন শুরু করেছেন ইন্দিরা৷

এসিবি/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ