জার্মানি সহ ইউরোপে একের পর এক সাম্প্রতিক হামলার জন্য অনেকে পরোক্ষভাবে আঙ্গেলা ম্যার্কেল-এর উদার শরণার্থী নীতিকে দায়ী করছে৷ এক সংবাদ সম্মেলনে জার্মান চ্যান্সেলর সেই অভিযোগ উড়িয়ে দিলেন৷
বিজ্ঞাপন
‘‘ভিয়ার শাফেন ডাস'' অর্থাৎ ‘‘আমরা অবশ্যই পারবো'' – শরণার্থীদের ঢল নামার সময়েই ম্যার্কেল এ কথা বলেছিলেন৷ বৃহস্পতিবার বার্লিনে এক সংবাদ সম্মেলনেও তিনি তার পুনরাবৃত্তি করলেন৷ অর্থাৎ নিজের বিশ্বাস, সংকল্পে তিনি অত্যন্ত অনড়৷
তবে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় সম্পর্কে তিনি উদাসীন নন৷ চরম ইসলামপন্থি সন্ত্রাসের কড়া নিন্দা করে তিনি নিরাপত্তা জোরদার করতে ৯ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন৷
আইএস-এর বিরুদ্ধে সংগ্রাম বা যুদ্ধের কথাও বলেছেন৷ তবে তাঁর মতে, রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব হলো, ভয়-ভীতি দেখানোর বদলে জটিল চ্যালেঞ্জের মোকাবিলা করতে দৃঢ় হাতে একাধিক পদক্ষেপ নেওয়া৷ ডয়চে ভেলের কাই-আলেক্সান্ডার শলৎস মনে করেন, মানুষকে আশ্বস্ত করতে নেতা হিসেবে ম্যার্কেল-এর আরও আবেগ প্রকাশ করা উচিত৷
আন্তর্জাতিক আঙিনায় ম্যার্কেল-এর এই নীতি সম্পর্কে নানারকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে৷ ইউরোপ সহ বিশ্বের অনেক প্রান্তে ‘পপুলিস্ট' বা জনমোহিনী নেতারা তাঁর উদার, মানবিক নীতির কড়া সমালোচনা করলেও বর্তমান ঘটনাপ্রবাহের আলোকে তাঁর অবস্থানের প্রতি সমর্থনের সুরও বিরল নয়৷ বিশেষ ঐতিহাসিক প্রেক্ষাপটের আলোকে জার্মানির মানুষের প্রতিক্রিয়াও প্রশংসা কুড়াচ্ছে৷
ম্যার্কেল-এর উদার শরণার্থী নীতির পরিণাম হিসেবে জার্মানির সাম্প্রতিক হিংসাত্মক ঘটনাগুলিকে যারা তুলে ধরছে, তথ্যের ভিত্তিতে তা খণ্ডন করেছে ব্রিটেনের ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট' পত্রিকা৷
মিউনিখ হামলার কিছু ছবি
শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ জার্মানির মিউনিখের অলিম্পিয়া শপিং সেন্টারে হামলা চালায় সন্দেহভাজন সন্ত্রাসীরা৷ শুরু করে গুলিবর্ষণ৷ ছবিঘরে থাকছে হামলার বিশেষ কিছু ছবি৷
ছবি: Reuters/dedinac/M. Müller
ঘটনার শুরু
বিপণিবিতানের ম্যাকডোনাল্ড’স-এ ৬টার দিকে প্রথম গুলিবর্ষণ হয় বলে জানা গেছে৷
ছবি: picture-alliance/AP Photo/S. Widmann
হেলিকপ্টার টহল
অলিম্পিয়া শপিং সেন্টারে সম্ভবত এখনো অনেক কর্মী আটকা পড়ে আছে৷ তবে পুলিশ জানিয়েছে, যে মিউনিখের আকাশে একটি মহড়ার আওতায় অনেক হেলিকপ্টার উড়তে দেখা গেছে।
ছবি: picture-alliance/dpa/M. Balk
সবাইকে ঘরে থাকার ডাক
ঘটনার পরপরই মিউনিখ কর্তৃপক্ষ শহরবাসীকে ঘর থেকে বের না হওয়ার ডাক দিয়েছেন৷
ছবি: picture-alliance/AP Photo
আহত ও নিহত
স্থানীয় পুলিশের বরাত দিয়ে জার্মানির অনেক গণমাধ্যম জানিয়েছে, অনেকে নিহত ও আহত হয়েছে৷
ছবি: picture-alliance/dpa/S. Hoppe
ঘটনাস্থলের আশপাশের রাস্তা বন্ধ
অলিম্পিয়া শপিং সেন্টারের আশপাশ ঘিরে রেখেছে পুলিশ৷ আশপাশের সব সড়ক বন্ধ করে দেয়া হয়েছে৷ এই এলাকায় যাতে জনসাধারণ না আসে সেজন্য বার বার অনুরোধ করা হচ্ছে৷
ছবি: picture-alliance/dpa/A. Gebert
বন্ধ রেল ও বাস সার্ভিস
ঘটনার পর মিউনিখে ট্রেন, ট্রাম ও বাসের একাধিক লাইন বন্ধ করে দিয়েছে পরিবহন কর্তৃপক্ষ৷ এতে ট্রেন স্টেশনে আটকা পড়েছে অনেক মানুষ৷
ছবি: picture-alliance/dpa/M. Balk
লাইভ ফুটেজ না দেখানোর অনুরোধ
পুলিশের অভিযানের কোন লাইভ ভিডিও ফুটেজ না দেখাতে গণমাধ্যমে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ৷
ছবি: picture-alliance/dpa/M. Balk
আততায়ী তিন জন
পুলিশ জানিয়েছে, অস্ত্রধারী তিনজনকে গুলি চালাতে দেখা গেছে৷
ছবি: picture-alliance/dpa/A. Gebert
নিখোঁজদের জন্য বিশেষ ব্যবস্থা
মিউনিখ প্রশাসনের পক্ষ থেকে জরুরি নোটিস জারি করা হয়েছে৷ কারো স্বজনের খোঁজ পাওয়া না গেলে +৪৯৮০০৭৭৬৬৩৫০ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে৷
ছবি: picture-alliance/dpa/A. Gebert
ব্রিটেনের সতর্কতা
হামলার পর যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জার্মানিতে অবস্থানরত নাগরিকদের মিউনিখের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে৷