1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অলিম্পিক

৬ আগস্ট ২০১২

লন্ডন অলিম্পিকে ১০০ মিটার দৌড়ে নিজের শ্রেষ্ঠত্ব বজায় রাখলেন ইউসেইন বোল্ট৷ ৯.৬৩ সেকেন্ড সময় নিয়ে নিজ চতুর্থ স্বর্ণ পদক জিতলেন এই জ্যামাইকান তারকা৷ টেনিসে যুক্তরাজ্যকে দীর্ঘ প্রতীক্ষিত স্বর্ণ পদক এনে দিলেন অ্যান্ডি মারে৷

Jamaica's Usain Bolt celebrates after winning the men's 100m final during the London 2012 Olympic Games at the Olympic Stadium August 5, 2012. REUTERS/David Gray (BRITAIN - Tags: OLYMPICS SPORT ATHLETICS)
ছবি: Reuters

রবিবার আবারও বোল্ট প্রমাণ করলেন যে, তিনিই বিশ্বের দ্রুততম মানব৷ কার্ল লুইস-এর পর বোল্ট দ্বিতীয় তারকা যিনি পরপর দুই অলিম্পিক আসরে নিজের দ্রুততার প্রমাণ দিলেন৷ তবে এবার বোল্ট আগে গড়া নিজের বিশ্ব রেকর্ড থেকে ০ দশমিক ৫ সেকেন্ড বেশি সময় নিয়েছেন৷ যুক্তরাজ্যের শাসন থেকে নিজ দেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তির একদিন আগে বোল্ট-এর এই সাফল্য যেন তাঁর দেশের জন্য স্বাধীনতার উপহার৷

আর তাঁর চেয়ে ০ দশমিক ১৩ সেকেন্ড পেছনে দৌড় শেষ করে রৌপ্য পদক জিতেছেন একই দেশের ইয়োহান ব্লেক৷ ফলে বোল্ট আর ব্লেক-এর এমন জোড়া সাফল্যে আনন্দে বন্যায় ভাসছে তাঁদের ক্যারিবীয় মাতৃভূমি৷

বোল্ট এবং ব্লেক-এর পরেই স্থান করে নিয়েছেন ২০০৪ সালের দ্রুততম মানব খেতাবধারী মার্কিন দৌড়বিদ জাস্টিন গ্যাটলিন৷ লন্ডন অলিম্পিকে তিনি জিতলেন ব্রোঞ্জ পদক৷ এ বছর তৃতীয় পর্যায়ে দৌড় শেষ করলেও মাদক সেবনের অপরাধে চার বছর শাস্তি ভোগ করার পর আবারো তিনি সেরা হওয়ার পথে এগোচ্ছেন বলেই মনে হচ্ছে৷

ফাইনালে ফেডেরারকে হারানোর পর মারের উল্লাসছবি: Reuters

এদিকে, পুরুষদের একক টেনিসে রজার ফেডেরার-কে নাস্তানাবুদ করলেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে৷ ১৯০৮ সালের পর এটিই অলিম্পিক আসরের একক টেনিসে যুক্তরাজ্যের প্রথম স্বর্ণ পদক জয়ের ঘটনা৷ ৬-২, ৬-১ এবং ৬-৪ সেটে মারে-র চমৎকার জয়ে উদ্বেলিত ব্রিটিশরা৷

২৫ বছর বয়সি মারে-র এই জয় প্রমাণ করে দিল যে, বিশ্বের সেরা টেনিস তারকাদের বিরুদ্ধে এমন বড়মাপের আসরেও ঝলসে উঠতে পারেন তিনি৷ কারণ গত চারটি গ্র্যান্ড স্ল্যাম-এর ফাইনালে হারতে হয়েছে মারে-কে৷ ফলে ফেডেরার, রাফায়েল নাদাল এবং নোভাক জকোভিচ-এর সারিতে মারে-র দাঁড়ানোর ক্ষমতা নিয়ে বেশ সন্দেহ দেখা দেয়৷ এছাড়া মাত্র এক মাস আগেই উইম্বলডন টেনিসের ফাইনালে ফেডেরার-এর কাছে হেরে হৃদয় ভেঙে গিয়েছিল ব্রিটিশদের৷ ফলে এটি সেই পরাজয়ের একটি ভালো প্রতিউত্তর হয়েছে৷

এএইচ / ডিজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ