1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অলিম্পিক

৬ আগস্ট ২০১২

লন্ডন অলিম্পিকে ১০০ মিটার দৌড়ে নিজের শ্রেষ্ঠত্ব বজায় রাখলেন ইউসেইন বোল্ট৷ ৯.৬৩ সেকেন্ড সময় নিয়ে নিজ চতুর্থ স্বর্ণ পদক জিতলেন এই জ্যামাইকান তারকা৷ টেনিসে যুক্তরাজ্যকে দীর্ঘ প্রতীক্ষিত স্বর্ণ পদক এনে দিলেন অ্যান্ডি মারে৷

Jamaica's Usain Bolt celebrates after winning the men's 100m final during the London 2012 Olympic Games at the Olympic Stadium August 5, 2012. REUTERS/David Gray (BRITAIN - Tags: OLYMPICS SPORT ATHLETICS)
ছবি: Reuters

রবিবার আবারও বোল্ট প্রমাণ করলেন যে, তিনিই বিশ্বের দ্রুততম মানব৷ কার্ল লুইস-এর পর বোল্ট দ্বিতীয় তারকা যিনি পরপর দুই অলিম্পিক আসরে নিজের দ্রুততার প্রমাণ দিলেন৷ তবে এবার বোল্ট আগে গড়া নিজের বিশ্ব রেকর্ড থেকে ০ দশমিক ৫ সেকেন্ড বেশি সময় নিয়েছেন৷ যুক্তরাজ্যের শাসন থেকে নিজ দেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তির একদিন আগে বোল্ট-এর এই সাফল্য যেন তাঁর দেশের জন্য স্বাধীনতার উপহার৷

আর তাঁর চেয়ে ০ দশমিক ১৩ সেকেন্ড পেছনে দৌড় শেষ করে রৌপ্য পদক জিতেছেন একই দেশের ইয়োহান ব্লেক৷ ফলে বোল্ট আর ব্লেক-এর এমন জোড়া সাফল্যে আনন্দে বন্যায় ভাসছে তাঁদের ক্যারিবীয় মাতৃভূমি৷

বোল্ট এবং ব্লেক-এর পরেই স্থান করে নিয়েছেন ২০০৪ সালের দ্রুততম মানব খেতাবধারী মার্কিন দৌড়বিদ জাস্টিন গ্যাটলিন৷ লন্ডন অলিম্পিকে তিনি জিতলেন ব্রোঞ্জ পদক৷ এ বছর তৃতীয় পর্যায়ে দৌড় শেষ করলেও মাদক সেবনের অপরাধে চার বছর শাস্তি ভোগ করার পর আবারো তিনি সেরা হওয়ার পথে এগোচ্ছেন বলেই মনে হচ্ছে৷

ফাইনালে ফেডেরারকে হারানোর পর মারের উল্লাসছবি: Reuters

এদিকে, পুরুষদের একক টেনিসে রজার ফেডেরার-কে নাস্তানাবুদ করলেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে৷ ১৯০৮ সালের পর এটিই অলিম্পিক আসরের একক টেনিসে যুক্তরাজ্যের প্রথম স্বর্ণ পদক জয়ের ঘটনা৷ ৬-২, ৬-১ এবং ৬-৪ সেটে মারে-র চমৎকার জয়ে উদ্বেলিত ব্রিটিশরা৷

২৫ বছর বয়সি মারে-র এই জয় প্রমাণ করে দিল যে, বিশ্বের সেরা টেনিস তারকাদের বিরুদ্ধে এমন বড়মাপের আসরেও ঝলসে উঠতে পারেন তিনি৷ কারণ গত চারটি গ্র্যান্ড স্ল্যাম-এর ফাইনালে হারতে হয়েছে মারে-কে৷ ফলে ফেডেরার, রাফায়েল নাদাল এবং নোভাক জকোভিচ-এর সারিতে মারে-র দাঁড়ানোর ক্ষমতা নিয়ে বেশ সন্দেহ দেখা দেয়৷ এছাড়া মাত্র এক মাস আগেই উইম্বলডন টেনিসের ফাইনালে ফেডেরার-এর কাছে হেরে হৃদয় ভেঙে গিয়েছিল ব্রিটিশদের৷ ফলে এটি সেই পরাজয়ের একটি ভালো প্রতিউত্তর হয়েছে৷

এএইচ / ডিজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ