ইউক্রেনের দাবি, তারা ঝাপোরিজ্ঝিয়াতে রুশ সেনার কাছ থেকে রোবোটাইন দখল করে নিয়েছে এবং আরো এগিয়েছে।
বিজ্ঞাপন
ইউক্রেনের সামরিক মুখপাত্র জানিয়েছেন, দক্ষিণ ঝাপোরিজ্ঝিয়াতে তারা রাশিয়ার প্রতিরোধ ভেঙে এগোতে সক্ষম হয়েছেন। তারা এবার মোভোপ্রোকোপিভকা দখল করতে চাইছে।
ইউক্রেনের এই দাবি স্বাধীনভাবে যাচাই করে দেখা সম্ভব হয়নি। তবে সমর বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইউক্রেন আবার রোবোটাইন দখল করতে পেরেছে।
এর আগে ইউক্রেনের সেনা টোকমাক শহর দখল করে আরো এগিয়ে মেলিটিপোলও দখল করেছিল। ইউক্রেন চাইছে, ক্রাইমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগ ছিন্ন করে দিতে।
মস্কোর কাছে আবার ড্রোন ঝ্বংস
রাশিয়া জানিয়েছে, শনিবার রাতে মস্কো ও অন্যান্য জায়গায় ড্রোন হামলার চেষ্টা হয়েছিল। কিন্তু সেই সব ড্রোনগুলি ধ্বংস করা হয়েছে।
কিয়েভের রাস্তায় রাশিয়ান ট্যাংক
ইউক্রেনের স্বাধীনতা দিবসে রাজধানী কিয়েভের রাস্তায় রাশিয়ান ট্যাংকের প্রদর্শনী৷ বিস্তারিত ছবিঘরে...
ছবি: Gleb Garanich/Reuters
রাস্তায় রাশিয়ান ট্যাংক
ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী কিয়েভের খ্রেশচাটিক অঞ্চলে আয়োজিত হয় এক প্রদর্শনীর৷ সেখানে দেখানো হয় সারি সারি যুদ্ধে বিধ্বস্ত রাশিয়ান ট্যাংক৷
ছবি: Gleb Garanich/Reuters
কাছ থেকে দেখা ও সেলফি
ইউক্রেনের সামরিক বাহিনী কতটা আঘাত হানতে পেরেছে রাশিয়ান বাহিনীর ওপর, তারই এক ঝলক দেখা যাচ্ছে এই ট্যাংকগুলির গায়ে৷ কিয়েভের স্থানীয় বাসিন্দারা একদম কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন নষ্ট হওয়া ট্যাংক, তোলা যাচ্ছে সেলফিও৷
ছবি: Gleb Garanich/Reuters
স্বাভাবিকতার পাশেই...
রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে নানাভাবে দেখা গেছে ইউক্রেনের জনতার দৃঢ়তাকে৷ ছবিতে দেখা যাচ্ছে কিয়েভের একটি ক্যাফের দৃশ্য, যেখানে নিশ্চিন্তে কফি খাচ্ছেন কিছু মানুষ৷ তার অদূরেই দাঁড়িয়ে আছে আধাভাঙা রাশিয়ান ট্যাংক৷ মনে করিয়ে দিচ্ছে যে যুদ্ধ এখনই শেষ নয়৷
ছবি: Gleb Garanich/Reuters
রয়েছে শিশুরাও
কিয়েভের এই প্রদর্শনী দেখতে এসেছেন অনেকে৷ বিভিন্ন ধরনের ট্যাংক, তাও যুদ্ধে রাশিয়ার কাছ থেকে ছিনিয়ে নেওয়া ট্যাংক, দেখার জন্য এসেছে ক্ষুদেরাও৷ ছবিতে দেখা যাচ্ছে এক শিশুকে৷
ছবি: Gleb Garanich/Reuters
কৌতূহল নিয়ে দেখা
ট্যাংকের মাথা থেকে ওটা কী বেরিয়ে আছে? এই জায়গায় রং চটে গেছে কেন? এমনই অনেক প্রশ্ন হয়তো খেলছিল এই দুই ক্ষুদে দর্শকের মাথায়৷ একমনে খুঁটিয়ে দেখছে তারা ট্যাংককে৷
ছবি: Gleb Garanich/Reuters
বাবার কাঁধে, দেশের পাশে
যেহেতু দিনটি ছিল ইউক্রেনের স্বাধীনতা দিবস, স্বাভাবিকভাবেই তাই শহরের চারদিকে দেশের পতাকার সংখ্যা চোখে পড়ার মতো৷ বাবার কাঁধে চেপে প্রদর্শনী দেখতে আসা এই ছোট ইউক্রেনিয়ানেরও মাথায়-গায়ে দেশের পতাকার রং, হাতে ধরা পতাকা৷
ছবি: Gleb Garanich/Reuters
বাদ নেই নববধূও
প্রদর্শনীর মাঝ দিয়েই হেঁটে যাচ্ছে এক সদ্য বিবাহিত দম্পতি৷ সারবাঁধা ট্যাংকগুলির পাশ দিয়ে হেঁটে যাওয়া এই দম্পতিকে দেখলে মনেই হবে না, যে যুদ্ধ চলছে সেই দেশে৷
ছবি: Gleb Garanich/Reuters
7 ছবি1 | 7
সংবাদসংস্থা তাস জানিয়েছে, মস্কোর বিমানবন্দরগুলি কিছুক্ষণ বন্ধ রাখা হয়েছিল। ইউক্রেন সীমান্তেও বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল।
মস্কোর মেয়র জানিয়েছেন, ক্রেমলিন থেকে ৫০ কিলোমিটার দূরে ড্রোনগুলি ছিল। সেগুলিকে ধ্বংস করা হয়েছে।
ইউক্রেনের সীমান্তের গ্রাম কুপিনোতেও ড্রোন ধ্বংস করা হয়েছে বলে রাশিয়া দাবি করেছে।
প্রিগোঝিনই মৃত
বিমান দুর্ঘটনা নিয়ে রাশিয়ার তদন্ত রিপোর্ট সামনে এল। সেখানে বলা হয়েছে, বিমান দুর্ঘটনায় প্রিগোঝিন মারা গেছেন।
তদন্তকারী দল জানিয়েছে, মৃত দশজনের ডিএনএ পরীক্ষা হয়েছে। তার থেকেই বোঝা গেছে, মৃতদের মধ্যে বেসামরিক বাহিনী ভাগনার-এর প্রধান প্রিগোঝিনও ছিলেন।
এছাড়া ভাগনার বাহিনীর অন্যতম প্রতিষ্ঠাতা দিমিত্রি উতকিনও বিমান দুর্ঘটনায় মারা গেছেন বলে জানানো হয়েছে।