1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইউক্রেন

ঝাপোরিজ্ঝিয়া পরমাণু কেন্দ্র দখলের ডিক্রি পুটিনের

৬ অক্টোবর ২০২২

গণভোটের মাধ্যমে ঝাপোরিজ্ঝিয়া অঞ্চল রাশিয়ার অন্তর্ভুক্ত হয়েছে বলে আগেই জানিয়েছিলেন পুটিন। এবার পরমাণু কেন্দ্রটি দখলের ডিক্রি জারি করলেন।

ঝাপোরিজ্ঝিয়া
ছবি: Sergei Malgavko/TASS/picture alliance

ঝাপোরিজ্ঝিয়া, খেরসন, দনেৎস্ক এবং লুহানস্কে গণভোটের আয়োজন করেছিল রাশিয়া। পরে ডিক্রি জারি করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন জানিয়েছিলেন, ওই প্রতিটি এলাকাই এখন রাশিয়ার অন্তর্ভুক্ত। যদিও ইউক্রেন-সহ পশ্চিমা দেশগুলি তা মানতে রাজি হয়নি। এবার ওই ঝাপোরিজ্ঝিয়ার পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি নিজেদের দখলে নেয়ার ডিক্রি জারি করেছেন পুটিন।

ঝাপোরিজ্ঝিয়া ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎকেন্দ্র। বস্তুত, বেশ কিছুদিন আগেই ওই বিদ্যুৎকেন্দ্রের দখল নিয়েছিল রাশিয়ার সেনা। অভিযোগ, ওই পরমাণু কেন্দ্রের ভিতর থেকে তারা আক্রমণ চালাচ্ছিল। কিন্তু পরমাণু কেন্দ্রটি পরিচালনা করছিলেন ইউক্রেনের কর্মকর্তারা। এবার তাদের হাত থেকে বিদ্যুৎকেন্দ্রটি নিজেদের হাতে নিয়ে নিতে চাইছে রাশিয়া। যদিও ইউক্রেন জানিয়ে দিয়েছে তা কোনোভাবেই সম্ভব নয়। রাশিয়ার দাবি, ওই বিদ্যুৎকেন্দ্রের পরিচালক এখন তাদের হাতে বন্দি।

ইউক্রেন জানিয়েছে, রাশিয়ার এই পদক্ষেপ তারা কোনোভাবেই মেনে নেবে না। কিছুদিন আগেই আন্তর্জাতিক পরমাণু সংস্থার কর্মকর্তারা ওই কেন্দ্রটি পর্যবেক্ষণ করে গেছিলেন। তারাও জানিয়েছে, কেন্দ্রটি কোনোভাবেই রাশিয়ার হাতে যেতে পারে না। অন্যদিকে রাশিয়ার বক্তব্য, এলাকাটি যখন তাদের হাতে চলে এসেছে, তখন পরমাণু বিদ্যুৎকেন্দ্রটিও তাদের হাতে আসা উচিত।

ঝাপোরিজ্ঝিয়াপরমাণু কেন্দ্র রাশিয়ার হাতে চলে গেলে তা বিপর্যয় ডেকে আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। ইউক্রেনের পক্ষেও এটা বড় ক্ষতি বলে মনে করেন তারা। ইউক্রেন অবশ্য জানিয়েছে, বুধবারও রাশিয়ার দখল করা বেশ কিছু অঞ্চল তারা পুনর্দখল করেছে। সহজে রাশিয়াকে জমি তারা ছাড়বে না বলে ফের জানিয়ে দিয়েছে ইউক্রেনের প্রশাসন।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ