1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঝিনাইদহ ও নীলফামারীর সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষকসহ চারজন নিহত

২৬ জানুয়ারি ২০২২

ঝিনাইদহে বুধবার ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন এক কলেজশিক্ষক৷ একইদিনে নীলফামারীতে একটি লেভেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে অটোরিকশার তিন আরোহীর৷

প্রতীকী ছবিছবি: Munir Uz Zaman/AFP/GettyImages

বুধবার সকালে নীলফামারী সদরের দারোয়ানী এলাকার দুর্ঘটনায় তিনজন মারা গেছেন এবং পাঁচজন আহত হয়েছেন বলে সদর থানার ওসি আবদুর রউফ জানিয়েছেন৷

খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস লেভেল ক্রসিংয়ে পৌঁছানোর আগে আগে উত্তরা ইপিজেডের শ্রমিকদের বহনকারী একটি অটোরিকশা রেললাইনে উঠে পড়লে ট্রেনের ধাক্কায় বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে৷ নীলফামারী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিয়ারাজ উদ্দিন বলেন, ট্রেনের সঙ্গে সংঘর্ষে ৩৫ বয়সি শেফালী বেগম নামের এক নারী শ্রমিক ঘটনাস্থলেই মারা যান৷ এলাকাবাসীর সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আরও সাতজনকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে ৩৫ বছর বয়সি রোমানা ও সাহেরা নামের দুই নারীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন৷ পরে আহত বাকি ৫ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়৷

বুধবার দুপুরে ঝিনাইদহ উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর পশু হাটের পাশের দুর্ঘটনায় মারা যান ৫০ বছর বয়সি শিক্ষক মহিদুল ইসলাম৷ তিনি গান্না আলহাজ্ব মশিউর রহমান ডিগ্রি কলেজের সমাজকল্যাণ বিভাগের শিক্ষক এবং কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রামের বাসিন্দা ছিলেন৷ দুপুরে কলেজ থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মহিদুল ইসলামকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান স্থানীয় ব্যবসায়ী সোলাইমান হোসেন৷

চাপা দেওয়া ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন  বলে জানান সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ