1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঝিনুক মরে কীসে?

৩০ মে ২০১৮

ফ্রান্সের মতো দেশে ঝিনুকের চাষ করা হয়৷ নানা ধরনের ভাইরাস ও জীবাণু ছাড়া পরিবেশ দূষণের ফলেও নাজুক প্রাণীগুলির অস্তিত্বের সংকট দেখা দিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের বিজ্ঞানী ও স্থানীয় ঝিনুকচাষিরা মিলে যার সমাধান করার চেষ্টা করছেন৷

ছবি: picture alliance/dpa/WILDLIFE

ঝিনুক, মানুষের খাবার মতো ঝিনুক৷ দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ঝিনুকচাষিরা তাঁদের জীবিকার ব্যাপারে শঙ্কিত৷

ঝিনুকচাষি জেরাল ভিও জানালেন, ‘‘ঝিনুকচাষের গোটা পর্বটা চলে তিন-চার বছর ধরে৷ প্রথম বছরে ঝিনুকগুলো খুব কাঁচা থাকায় তাদের ৮০ থেকে ৯০ শতাংশ মারা যায়৷ দ্বিতীয় বছরে ১০ থেকে ১৫ শতাংশ ঝিনুক প্রাণ হারায় – তৃতীয় বছরে আবার ৩০ থেকে ৪০ শতাংশ৷ ফসল তোলার সময় আমরা প্রতি দশটি ঝিনুকের মধ্যে একটিকে বিক্রি করতে পারি৷’’

ঝিনুক কীসে মরে, তা নির্ধারণ করার চেষ্টা করছেন একটি ইউরোপীয় গবেষণা প্রকল্পের বিজ্ঞানীরা৷

এই সব পরীক্ষাগারে বিজ্ঞানীরা একটি ভাইরাস, তিনটি ব্যাকটেরিয়া ও একটি প্যারাসাইট নিয়ে কাজ করছেন৷ তারা বোঝার চেষ্টা করেছেন, ঝিনুকদের উপর এই সব জীবাণুর কী প্রভাব পড়ে৷ তারা বলেন যে, ঝিনুকের মতো নাজুক প্রাণীদের সুরক্ষিত করা আদৌ সহজ কাজ নয়৷

ঝিনুকের অকালমৃত্যু রুখতে...

03:56

This browser does not support the video element.

ঝিনুক প্রকল্পের সমন্বয়কারী ত্রিস্তঁ রেনো বললেন, ‘‘শক্ত খোলসওয়ালা কম্বোজীয় প্রাণী বা মেরুদণ্ডবিহীন প্রাণীর ক্ষেত্রে টিকা দেওয়া সম্ভব নয়৷ টিকার মাধ্যমে মানুষ অথবা গৃহপালিত জীবের শরীরে যে ‘অ্যান্টিবডি’-গুলি সঞ্জীবিত হয়, কম্বোজদের দেহে তা অনুপস্থিত৷’’

কিছু কিছু সম্ভাব্য সমাধান পরীক্ষা করে দেখা হচ্ছে৷ সবচেয়ে আশাজনক সমাধান সম্ভবত বাছাই ও সংকর প্রজাতি সৃষ্টি বলে গবেষকদের ধারণা৷ রেনো বললেন, ‘‘ঝিনুকদের মধ্যে কিছু কিছু ঝিনুক বেশি শক্তপোক্ত হতে পারে, ভাইরাল ইনফেকশন থেকে নিজেদের আরো ভালোভাবে রক্ষা করতে পারে৷ কাজেই আমরা হয়তো ভবিষ্যতে এই কড়া ধাতের ঝিনুকগুলিকে মিলিয়ে রোগ প্রতিরোধের ক্ষমতা সম্পন্ন ঝিনুকের চাষ করতে পারব৷’’

পরিবেশ থেকে বিপদ

গরুমোষ মাঠেঘাটে চরে খায়৷ এমন একটি মুক্ত পরিবেশে ঝিনুকের চাষ করা হয়, যেখানে সাগরের পানির তাপমাত্রা, লবণাক্ততা বা অম্লতা থেকে শুরু করে দূষণের মতো বিভিন্ন পরিবেশগত উপাদানের খেয়াল রাখতে হয়৷ ঝিনুকচাষি জঁ-পোল লোপেস বললেন, ‘‘ভাইরাস লাগতে পারে, আবার পরিবেশ দূষণও রয়েছে৷ নাইট্রেট, কীটনাশক অথবা জৈব সার, শেষমেষ সব কিছু সাগরে গিয়ে পড়ে৷ এছাড়া ময়লা পানি পরিশোধনের কারখানাগুলিও সবসময় নির্দিষ্ট মান মেনে চলে না৷’’

ঝিনুক খামারে অপচয় বন্ধের উদ্যোগ

04:27

This browser does not support the video element.

রেনো যোগ করলেন, ‘‘ঝিনুকরা মুক্ত প্রকৃতিতে বড় হয়৷ এখানে যেমন আমরা দেখছি, বারোটি কীটনাশক মিলে কীভাবে আরো শক্তিশালী একটি বিষ সৃষ্টি করে, যার আক্রমণ ঝিনুকদের পক্ষে আরো মারাত্মক হয়ে ওঠে৷’’

ঝিনুকচাষি জেরাল ভিও বললেন, ‘‘আমাদের মতো ঝিনুকচাষিদের কল্যাণে পরিবেশ, পানি ও পলিমাটির মান নিয়ে আরো বেশি গবেষণা হওয়া উচিৎ৷ গোটা পরিবেশ প্রণালীটা কীভাবে আরো ভালোভাবে চালানো যায়, আমাদের সেটা জানা দরকার৷’’

বাস্তব যতোই নির্মম হোক না কেন, বিজ্ঞানী বা ঝিনুকচাষি, কেউই হাল ছাড়তে রাজি নন৷

জেরাল ভিও-র বক্তব্য: ‘‘আমার যখন বিশ বছর বয়স, তখন আমি দেখি, একের পর এক ঝিনুকচাষি কীভাবে ব্যবসা ছেড়ে দিচ্ছেন৷ আমি যদি আশাবাদী না হতাম, তবে ৬৩ বছর বয়সে আমি এই ব্যবসায় থাকতাম না৷ আমি ঝিনুকচাষের জন্য লড়াই চালিয়ে যাব৷ আমার ছেলেমেয়েরা আজও এই ব্যবসায়ে কাজ করছে – একদিন আমার নাতি-নাতনীরা এই পারিবারিক ঝিনুকচাষের ব্যবসায়ে কাজ করতে পারবে বলে আমার একান্ত কামনা৷’’

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ