1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঝুঁকির মধ্যেই রয়েছে বাংলাদেশ

২৭ জুন ২০১১

ভূমিকম্প বা প্রাকৃতিক বিপর্যয়ের একের পর এক নিদর্শন দেখছে নতুন এই শতাব্দ৷ তার মধ্যে এ বছরেই এসেছে জাপানের সুনামি বিপর্যয়৷ কোথায় কেমন অবস্থা এই প্রাকৃতিক রোষের৷ নতুন রিপোর্ট জানাল বহু তথ্য৷ বাংলাদেশ রয়েছে ঝুঁকির মধ্যেই৷

"The Haors Region in North-east Bangladesh is subject to flooding every year. Flood waters subemerges crop fields and other areas, causing severe loss of livelihoods in poor communities" Bildzulieferer: Anke Rasper
বাংলাদেশ রয়েছে ঝুঁকির মধ্যেইছবি: Sophie Tarr

একাধিক জার্মান ত্রাণ সহায়তাদানকারী সংগঠন এবং জাতিসংঘের সঙ্গে বন বিশ্ববিদ্যালয়ের গবেষণাদলের যৌথ উদ্যোগে সম্প্রতি প্রকাশিত হল ‘ওয়ার্ল্ড রিস্ক রিপোর্ট'৷ বা বিশ্ব জুড়ে প্রাকৃতিক বিপর্যয় আসার পরিস্থিতি কোথায় কেমন তারই একটা পূর্বাভাষ৷ রিপোর্ট বলছে, ভূমিকম্প এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের তালিকায় রয়েছে ১৭৩ টি দেশ৷ তার মধ্যে অবশ্য ঝুঁকির কম বেশি মাত্রাও রয়েছে৷

আসলে এই নতুন শতকের শুরুর থেকেই একের পর এক প্রকৃতিক দুর্যোগে পড়েছে বিশ্বের বিভিন্ন এলাকা৷ সুনামি বা সমুদ্রতলের ভূকম্পন, প্রলয়ংকর ঝড় বা ২০১০ সালের গোড়ায় হাইতির ভয়াবহ ভূমিকম্প এবং তারপর অতি সম্প্রতি জাপানের চরম দুর্যোগ৷ তাই বলে এই যে বিপর্যয়ের সম্ভাবনা বা আতঙ্ক, সেটা সব দেশের ক্ষেত্রে সমান নয় কখনোই৷ ওয়ার্ল্ড রিস্ক রিপোর্ট যেমনটি বলছে, তা হল সবচেয়ে বেশি প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়ার আশঙ্কা রয়েছে প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর৷ আর সবচেয়ে কম প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কার মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার৷ জার্মানিও রয়েছে এই তালিকায়, তাদের অবস্থান ১৫০ নম্বরে৷ যার অর্থ, এই দেশে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বড়মাপের ক্ষতির আশঙ্কা তুলনামূলক ভাবে অনেকটাই কম৷

তবে সবচেয়ে বেশি আশঙ্কার মধ্যে যে সমস্ত দেশগুলি বা মহাদেশ বিরাজ করছে তার তালিকাও দিয়ে রেখেছে এই রিপোর্ট৷ গবেষণার ফলে বোঝা গেছে সবচেয়ে বে‌শিমাত্রায় সমস্যার মুখোমুখি হতে পারে উন্নতিশীল দেশগুলি৷ যে তালিকায় রয়েছে ল্যাটিন অ্যামেরিকা আর এশিয়ার মত মহাদেশ৷ আর গবেষণা যেসব দেশগুলির ক্ষেত্রে আগাম সতর্কবাণী শুনিয়েছে, তারা হল ফিলিপাইনস, বাংলাদেশ, গুয়াতেমালা, কম্বোডিয়া আর এল সালভাদোর৷

এছাড়া আফ্রিকা মহাদেশও রয়েছে বিপদজনক ঝুঁকির তালিকায়৷ রিপোর্টের বক্তব্য, সচরাচর গরীব দেশগুলির পক্ষে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার মত পরিকাঠামো তৈরি করা সম্ভবপর হয়না অধিকাংশ ক্ষেত্রেই৷ ফলে যা হওয়ার তাই হয়৷ বিপর্যয় এলে বেড়ে যায় মৃত্যুহার এবং ক্ষতির সম্ভাবনা৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ