1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রলারে করে মালয়েশিয়া

শেখ আজিজুর রহমান/জেডএইচ২৪ নভেম্বর ২০১২

কক্সবাজার থেকে ট্রলারে করে সাগর পাড়ি দিয়ে স্বপ্নের মালয়েশিয়ায় যেতে আগ্রহী অনেক বাংলাদেশি বেকার যুবক৷ এমনটা করতে গিয়ে মারা পড়ছেন তাঁরা৷ নব্বই দশকের মাঝামাঝি মালয়েশিয়া যাবার এই রুটটা বের করে রোহিঙ্গারা৷

Members of Bangladesh Navy are seen with people rescued from a sunken boat in Bay of Bengal in Teknaf November 7, 2012. A boat carrying about 110 Bangladeshis and Rohingya Muslims from neighbouring Myanmar sank in the Bay of Bengal on Wednesday as they were heading to Malaysia and about half of them were missing, a Bangladeshi border force officer said. REUTERS/Stringer (BANGLADESH - Tags: TRANSPORT DISASTER SOCIETY IMMIGRATION)
ছবি: Reuters

আকাশ পথে মালয়েশিয়া বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে যেতে টাকা লাগে প্রায় আড়াই লাখ৷ সেখানে ট্রলারে করে মালয়েশিয়া যাবার একটি টিকিটের মূল্য সর্বনিম্ন ১৫ হাজার টাকা৷ পরবর্তীতে মালয়েশিয়ায় গিয়ে চাকরি পাবার পর কিস্তিতে দিতে হয় আরও এক লাখ থেকে এক লাখ ত্রিশ হাজার টাকা৷ অর্থাৎ সব মিলিয়ে খরচ প্রায় দেড় লাখ, যা আকাশ পথের চেয়ে প্রায় এক লাখ কম৷ তাই অনেক বাংলাদেশি বেকার যুবক এই পথটা বেছে নিচ্ছেন স্বপ্নের মালয়েশিয়ায় যাবার জন্য৷ যদিও পথটা বেশ বিপদ সংকুল৷ অক্টোবরের ২৭ থেকে এ মাসের ৭ তারিখ পর্যন্ত দুটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে৷ যাতে মারা গেছেন অনেকে৷

সাগর পাড়ি দিয়ে এভাবে মালয়েশিয়া যাবার বুদ্ধিটা বের করেছে রোহিঙ্গারা৷ সেটা নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ের কথা৷ সে সময় টেকনাফ থেকে ট্রলারে করে থাইল্যান্ড পৌঁছে, সেখান থেকে সড়কপথে মালয়েশিয়া যেত রোহিঙ্গারা৷ কিন্তু ২০১০ সালে থাইল্যান্ড সরকার কড়াকড়ি আরোপ করায় এখন টেকনাফ থেকে সরাসরি মালয়েশিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে৷ ডিডাব্লিউকে এ তথ্য জানান কক্সবাজারে রোহিঙ্গা সম্প্রদায়ের নেতা সলিমুল্লাহ৷

তিনি বলেন, এভাবে মালয়েশিয়া যাওয়ার পর বেশ কয়েকজন রোহিঙ্গা সেখানে একটি আন্তর্জাতিক পাচারকারী চক্র গড়ে তোলে৷ এর মাধ্যমে তারা টাকার বিনিময়ে রোহিঙ্গাদের মালয়েশিয়ায় নিয়ে যায়৷ এখন শুধু আর রোহিঙ্গারা নন, বাংলাদেশিরাও যাচ্ছেন এভাবে৷

কক্সবাজারের সাংবাদিক আব্দুল্লাহ নয়ন ডিডাব্লিউকে বলেন, পাচারকারী চক্র কম টাকার বিনিময়ে মালয়েশিয়া নিয়ে যাবার লোভ দেখিয়ে সারা বাংলাদেশ থেকে লোক জোগাড় করছে৷ ফলে আগে শুধু কক্সবাজারের মানুষরা ট্রলারে করে মালয়েশিয়া গেলেও এখন চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, খুলনা সহ অন্যান্য জেলার যুবকেরাও আগ্রহী হচ্ছেন৷

সাধারণত অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে সাগর শান্ত থাকায় এ সময়টায় ট্রলার চালিয়ে থাকে পাচারকারী চক্র৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ