1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্থিতিশীল জার্মানির অর্থনীতি

৩০ আগস্ট ২০১৪

ইউরোপের একটা বড় অংশ যখন অর্থনৈতিক দুর্বলতা ও বেকারত্বের সমস্যায় জর্জরিত, কর্মসংস্থানের ক্ষেত্রে জার্মানি স্থিতিশীলতার এক উজ্জ্বল দ্বীপ হিসেবে শোভা পাচ্ছে৷ তবে ইউরোপের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি একেবারে ঝুঁকিমুক্ত নয়৷

Symbolbild Bewerbungsgespräch
ছবি: Fotolia/Africa Studio

গত আগস্ট মাসেও জার্মানিতে বেকারত্বের হার ছিল মাত্র ৬.৭ শতাংশ৷ শুধু পরিসংখ্যানের বিচারে এই ফলাফল স্পেনের মতো দেশের কাছে ঈর্ষার কারণ হতে পারে৷ কিন্তু একইসঙ্গে জার্মানির কর্মসংস্থান দপ্তর জানিয়েছে, শতকরা হিসেব কম থাকলেও সংখ্যার হিসেবে বেকারদের সংখ্যা বাড়ছে৷ যেমন এই মুহূর্তে ২০ লাখ থেকে সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ২৯ লক্ষ ১ হাজারে৷

চলতি বছর জার্মানি তথা ইউরো এলাকা সার্বিকভাবে আবার কিছুটা সংকটের মুখে পড়েছে৷ অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কমতির দিকে৷ রপ্তানির মাত্রা কমেছে, প্রত্যাশা অনুযায়ী বিনিয়োগ আসছে না৷ সেই সঙ্গে অভ্যন্তরীণ চাহিদাও বাড়ছে না৷ মানুষ ভেবেচিন্তে খরচ করছেন৷ বিশেষ করে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন সংকটের ফলে জার্মান অর্থনীতিও চাপের মুখে পড়েছে৷

তথ্য-পরিসংখ্যানের খুঁটিনাটি পর্যালোচনা করেও অর্থনীতি বিশেষজ্ঞরা জার্মান অর্থনীতির সার্বিক চিত্র সম্পর্কে বেশ আশাবাদী৷ অর্থনীতিবিদ ক্রিস্টিয়ান শুলৎস মনে করেন, বাহ্যিক প্রবণতা উপেক্ষা করে এতকাল জার্মানিতে কর্মসংস্থানের হার স্থিতিশীল থেকেছে৷ তবে সাধারণ মানুষের ব্যয়ের প্রবণতা কমে চলা দুশ্চিন্তার কারণ বলে তিনি মনে করেন৷ আরেক বিশেষজ্ঞ – পস্টবাংক-এর অর্থনীতিবিদ হাইনরিশ বায়ার বলেন, বর্তমান দুর্বলতা কাটিয়ে প্রবৃদ্ধির হার আবার কিছুটা বাড়লে শ্রমবাজারও স্থিতিশীল থাকবে৷

অন্যান্য বিশেষজ্ঞরা মনে করেন, আন্তর্জাতিক সংকটের কালো ছায়া আরও বেশিদিন বজায় থাকলেই জার্মানির পক্ষে পরিস্থিতি সামলানো কঠিন হয়ে উঠতে পারে৷ এই অবস্থায় চলতি বছরের শেষে বেকারত্বের হার বাড়ার আশঙ্কাও রয়েছে৷ একমাত্র অভ্যন্তরীণ বাজারে চাহিদা বাড়লেই অর্থনীতি সেই ধাক্কা সামলাতে পারবে৷

এসবি / জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ