এই মুহূর্তে ভারতীয় সিনেমা জগতে অন্যতম নাম অনুষ্কা শর্মা। তিনি কেবল অভিনেত্রী নন, ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন বিরাট কোহলির স্ত্রীও। সেই অনুষ্কাকেই কিছুদিনের মধ্যে প্যাড-গ্লাভস পরে মাঠে নামতে দেখা যাবে। অনুষ্কা হিসেবে নয়, ঝুলন গোস্বামী হিসেবে।
ঝুলন গোস্বামী প্রখ্যাত ক্রিকেটার। ২০০২ সাল থেকে ভারতীয় নারী ক্রিকেটের গুরুত্বপূর্ণ পেসার এবং ব্যাটসম্যান। পশ্চিমবঙ্গের মেয়ে ঝুলন ভারতীয় ক্রিকেট দলকে দীর্ঘদিন নেতৃত্বও দিয়েছেন। এখনো পর্যন্ত ২৮৯টি একদিনের ম্যাচ খেলেছেন। টেস্ট খেলেছেন ১১টি। টি টোয়েন্টি ৬৮টি। তাঁর ঝুলিতে আছে ৩৩৩টি উইকেট, ১৭৯৫ রান।
‘নমস্তে’ থেকে শুরু করে বিয়ের বিশাল আয়োজন এবং পবিত্র প্রাণী হিসেবে গরুর অবস্থান, ভারতের সংস্কৃতির এমন কিছু মজার তথ্য ও এর পেছনের কারণ নিয়ে ডয়চে ভেলের এই ছবিঘর৷
ছবি: Tumpa Mondal/picture-alliance/Photoshotইন্ডিয়া নামটি এসেছে মূলত ইন্দাস বা সিন্ধু নদী থেকে৷ অন্তত পাঁচ হাজার বছর আগে সিন্ধু উপত্যকায় এ সভ্যতা গড়ে ওঠে৷ উপত্যকার স্থানীয় বাসিন্দাদের বলা হতো সিন্ধু৷ পারস্য সাম্রাজ্যের যোদ্ধারা সিন্ধু আক্রমণ করতে এসে ‘সিন্ধু’ শব্দকে পালটে দেয়৷ তখন থেকে পরিচয় পেয়েছে ‘হিন্দু’ শব্দটি৷ এরপর থেকে ভারতের আরেক নাম হয়েছে হিন্দুস্তান, অর্থাৎ হিন্দুদের আবাসস্থল৷
ছবি: Getty Images/AFP/A. Hassanচারটি ধর্মের জন্মস্থান ভারত৷ এদের মধ্যে সবচেয়ে বেশি অনুসারী সনাতন ধর্ম ও বৌদ্ধ ধর্মের৷ দেশটির ৮৪ শতাংশ মানুষ নিজেদের হিন্দু বলে পরিচয় দেন৷ বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম যেসব দেশে বাস করেন, তার একটি ভারত৷ দীর্ঘদিন ধরে ইহুদি ও খ্রিস্টধর্মের মানুষও বসবাস করে আসছেন দেশটিতে৷ তবে ভারতে উগ্র হিন্দুত্ববাদের আগ্রাসনে এখন ধর্মীয় সংখ্যালঘুরা অতীতের যে-কোনো সময়ের চেয়ে বেশি হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন৷
ছবি: Imago/Indiapictureধর্মীয় দিক থেকে নারীকে দেবীর মর্যাদায় আসীন করেন হিন্দুরা৷ কিন্তু বাস্তবে দেশটিতে নারীরা এখন ব্যাপক হারে নির্যাতনের শিকার৷ নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর একটি মনে করা হয় ভারতকে৷ সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে প্রতি ২০ মিনিটে একজন নারী ধর্ষণের শিকার হন৷ যৌতুক ও ভ্রুণহত্যাও বন্ধ করা সম্ভব হচ্ছে না৷
ছবি: Save The Children Indiaভারতের সনাতন ধর্মাবলম্বীদের কাছে গরু পবিত্র প্রাণী৷ ধর্মীয় রীতি অনুযায়ী গরু নিজে দেবতা না হলেও কৃষ্ণ বা শিবের মতো অনেক দেবতার বাহন হিসেবে গরুর সম্মানও অনেক৷ দেশটির অর্থনীতিতেও গরু বড় ধরনের ভূমিকা রাখে৷
ছবি: Sumit Saraswat/Pacific Press/picture-allianceভারতকে অনেকেই নিরামিষভোজী জাতি বলে মনে করেন৷ সরকারি জরিপে দেখা গেছে ভারতীয়দের এক-তৃতীয়াংশই মাংস খান না৷ তবে অনেক বিশেষজ্ঞ মনে করেন, সাংস্কৃতিক ও রাজনৈতিক ‘চাপে’ অনেকে মাংস, বিশেষ করে গরুর মাংস’ খাওয়ার কথা প্রকাশ করতে চান না৷ ফলে প্রকৃত নিরামিষভোজীর সংখ্যা অনেক কম হওয়ার সম্ভাবনা রয়েছে৷
ছবি: NurPhoto/Creative Touch Imaging/picture-allianceধর্ম পালনের অংশ হিসেবে ‘উপবাস’ হিন্দু ধর্মের একটি অবিচ্ছেদ্য অঙ্গ৷ তবে উপবাস মানে এই নয় যে সবসময় কিছুই না খেয়ে থাকতে হবে৷ কোনো কোনো ক্ষেত্রে বিশেষ কিছু খাবার খাওয়া যায়৷ ধর্মীয় বিশ্বাসের কারণে মহাত্মা গান্ধীও উপবাসের এক দৃঢ় সমর্থক ছিলেন৷
ছবি: Debarchan Chatterjee/NurPhoto/picture-allianceহিন্দু ধর্মাবলম্বীদের অভিবাদন জানানোর মাধ্যম হিসেবে ‘নমস্তে’ এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে৷ বাংলায় এই অভিবাদনকে ‘নমস্কার’ বলা হয়৷ বিদায় নেয়ার সময়ও একইভাবে হাতজোড় করে ‘নমস্তে’ বলাটা সংস্কৃতির সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত৷
ছবি: Nishant Aneja/Pexelsজ্যোতির্বিদ্যা, বলিউড এবং ক্রিকেট, বিশেষজ্ঞরা মনে করেন এই তিনটিকেই ভারতের হৃৎস্পন্দন বলা চলে৷ দেশটির ইন্টারনেটেও সবচেয়ে বেশি সার্চ করা হয় এই তিন বিষয় সংক্রান্ত সংবাদ৷
ছবি: Getty Images/AFP/W. Westপাশ্চাত্য সংস্কৃতির মতো বছরের যে-কোনো দিনে চাইলেই আপনি বিয়ে করতে পারবেন না৷ শুভ দিন বেছে নিতে বাবা-মায়েরা জ্যোতিষী এবং পুরোহিতদের পরামর্শ নেন৷ হিন্দু পরিবারগুলোতে পাত্র-পাত্রীর কুষ্ঠিও মেলানো হয়৷ ঐতিহ্যবাহী হিন্দু বিয়ে কয়েক ঘণ্টা স্থায়ী হতে পারে৷ মূল বিয়ের আগে-পরেও নানা ধরনের অনুষ্ঠান হয়৷
ছবি: Orhan Cicek/Anadolu Agency/picture-allianceটিপ, চুড়ি ও সিঁদুর হিন্দু বিবাহিত নারীদের প্রতীক৷ অনেক হিন্দু বিশ্বাস করেন, নারীর বৈবাহিক পরিচয়ের বাইরে শরীরের ওপরও এসবের প্রভাব রয়েছে৷
ছবি: Tumpa Mondal/picture-alliance/Photoshot সেই ঝুলনকে নিয়েই এবার তৈরি হচ্ছে বায়োপিক। এখনো স্ক্রিপ্ট লেখার কাজ চলছে। তারপর ঠিক হবে কোন পরিচালক তা বানাবেন। তবে ইতিমধ্যেই ঝুলনের চরিত্রে অভিনেতা ঠিক হয়ে গেছে। অনুষ্কা শর্মা মহড়াও শুরু করে দিয়েছেন। বস্তুত, গত বছরই অনুষ্কাকে ভারতীয় জার্সি গায়ে ঝুলনের সঙ্গে মাঠে দেখা গেছিল। তখনই বিষয়টি নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। কিন্তু ঝুলন এবং অনুষ্কা কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি। এতদিনে তা প্রকাশ্যে এলো।
বলিউডের একটি সূত্রের দাবি, আগামী বছরের মধ্যেই ছবির কাজ সম্পূর্ণ হবে। স্ক্রিপ্ট একেবারে শেষের দিকে। স্ক্রিপ্ট শেষ হলেই শ্যুটিং শুরু হবে। কোনো বিখ্যাত পরিচালক এর শ্যুটিং করবেন। তবে পরিচালকের নাম এখনো সামনে আসেনি।
ঝুলনকে নিয়ে ছবি তৈরি হলে, এই প্রথম কোনো বাঙালি ক্রিকেটারকে নিয়ে বায়োপিক তৈরি হবে। আরেক ভারতীয় নারী ক্রিকেটার মিতালী রাজকে নিয়েও একটি ছবি তৈরি হচ্ছে। সেখানে অভিনয় করছেন তাপসি পান্নু। এর আগে শচিন টেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনীদের নিয়ে বায়োপিক হয়েছে। কিন্তু নারী ক্রিকেটারদের নিয়ে হয়নি।
এসজি/জিএইচ (আনন্দবাজার)