1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঝড়ে জার্মানিতে ৭ জনের মৃত্যু

৬ অক্টোবর ২০১৭

উত্তর জার্মানিতে ভয়াবহ ঝড় জেভিয়ারের আঘাতে অন্তত ৭ জন মারা গেছে৷ তীব্র বাতাস আর বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা৷ জার্মানির আবহাওয়া সংস্থা জানাচ্ছে, ঝড়ে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০৫ থেকে ১১৫ কিলোমিটার৷

ঝড়ের তাণ্ডবছবি: picture-alliance/dpa/M. Gambarini

বার্লিনের রেলযোগাযোগ বন্ধ থাকায় আটকে পড়েছেন অনেকে৷ ব্রেমেন ও হানোফার এয়ারপোর্টে বাতিল করা হয়েছে ইন্টারন্যাশনাল ফ্লাইট৷ এরই মধ্যে বার্লিনে ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে৷ হামবুর্গেও দুর্ঘটনা এড়াতে জনসাধারণকে বাসায় থাকার পরামর্শ দেয়া হয়েছে৷ জার্মানির পূর্ব ও উত্তর অঞ্চলে ক্যাটাগরি ৩ মাত্রার ঝড়ের পূর্বাভাস দেয়া হয়েছে৷ রাতের মধ্যে এ ঝড় উত্তর দিকে অগ্রসর হয়ে পোল্যান্ডের দিকে সরে যাবে বলে ধারণা করা হচ্ছে৷

অন্যদিকে, গ্রীষ্মমণ্ডলীয় ঝড় নাটে'র আঘাতে বৃহস্পতিবার মধ্য অ্যামেরিকায় মারা গেছে অন্তত ২২ জন৷ এর মধ্যে নিকারাগুয়ায় ১১ জন, কোস্টারিকায় দু'জন শিশুসহ ৮জন এবং হন্ডুরাস ও এল সালভাদরে মারা গেছে ৩ জন৷ এছাড়াও নিঁখোজ রয়েছে অন্তত ১৭ জন৷ ঝড়ের প্রভাবে তুমুল বৃষ্টিতে প্লাবিত হয়েছে এসব অঞ্চল৷ ঝড়টি ক্রমশ শক্তি সঞ্চয় করে যুক্তরাষ্ট্রের গল্ফ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে৷ যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা লুসিয়ানা থেকে আলাবামা পর্যন্ত জনগণকে ঝড়ের প্রস্তুতি নিতে বলেছেন৷ শুক্রবার নাগাদ ঝড়টি মেক্সিকোর ইউকাতান পেনিনসুলায় আঘাত হানতে পারে৷

আরএন/এসিবি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ