1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঝড়ে উড়ে গেলেন সাইক্লিস্ট!

২২ জানুয়ারি ২০১৮

উথাল পাথাল বাতাসে সাইকেলসহ ছিটকে গিয়ে পড়লেন রাস্তার ওপাশে৷ নেদারল্যান্ডসে এমন বেশ কিছু ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে৷

জার্মানিতেও ঝড় আঘাত হেনেছিলছবি: picture-alliance/dpa/S. Pförtner

ঘন্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ১৪০ কিলোমিটার৷ রাস্তা পার হবার সিগনালে দাঁড়াতে যাচ্ছিলেন ঐ সাইক্লিস্ট৷ কিন্তু বিধির নির্মম পরিহাস৷ অনেক চেষ্টা করেও বাগে রাখতে পারলেন না প্রিয় সাইকেলটি৷

তবে একদিক থেকে ভালোই হলো৷ সাইকেলসহ উড়িয়ে রাস্তা পার করে দিলো ‘রসিক’ বাতাস৷ সিগনালের জন্য অপেক্ষা কার ভালো লাগে?

ইউটিউব ও টুইটারে আবার এই ভিডিও পোস্টও করা হলো৷

শুধু এই সাইক্লিস্টের ভাগ্যেই যে এমন ঘটনা ঘটেছে, তা নয়৷ গেল সপ্তাহে ইউরোপজুড়ে হওয়া সাময়িক ঝোড়ো বাতাসে এমন অনেক ঘটনাই ঘটেছে৷

উত্তর ইউরোপে বাতাসের গতিবেগ একটু বেশিই ছিল৷ অবশ্য নেদারল্যান্ডসেই এমন ঘটনা বেশি চোখে পড়েছে৷

টুইটারে ছড়িয়ে পড়া আরেক ভিডিওতে দেখা যাচ্ছে, কথা নেই বার্তা নেই সাইনবোর্ডসহ এক পিলার ধ্বসে পড়ছে৷

আরেকটি ভিডিওতে দেখা গেছে, চলমান একটি লরির পেছনের কন্টেইনারটি শুয়ে পড়ে আবার ম্যাজিকের মতো উঠে পড়লো৷

ঝড়ের কারণে কিছুক্ষণের জন্য আমস্টারডামের স্কিপোল বিমানবন্দরের সব ফ্লাইট কিছুক্ষণের জন্য বন্ধও রাখতে হয়েছে৷ জার্মানিতে ঝড়ের কারণে ছয়জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে৷

জেডএ/এসিবি

ইউরোপে তীব্র ঝড়ে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত

00:50

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ