1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টগবগ ফুঁসছে খাঁচায় বন্দী কাশ্মীর

১০ আগস্ট ২০১৯

পুরো বিশ্ব থেকে এখনও যোগাযোগ বিচ্ছিন্ন কাশ্মীর৷ এমনকি এক এলাকার লোকজন অন্য এলাকার খবরও পাচ্ছেন না৷  বিভিন্ন গণমাধ্যমে এসেছে সেনা-পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ছবি৷ ডয়চে ভেলে কথা বলেছে কয়েকজন কাশ্মীরির সঙ্গে৷

বেশিরভাগ রাস্তায় কিছুদূর পরপরই ইস্পাত ও কাঁটাতারের বেড়া দিয়ে চেকপয়েন্ট তৈরি করা হয়েছেছবি: Reuters/M. Gupta

বাতিল করা হয়েছে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা, নতুন দিল্লীর এমন ঘোষণার পর থেকে কাশ্মীরজুড়ে এক ধরনের থমথমে নীরবতা৷ এরই মধ্যে ১৪৪ ধারা ভেঙে মিছিলের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ছয়জন৷ আহত হয়েছেন শতাধিক।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার এই সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়ে জানিয়েছেন বিচ্ছিন্নতাবাদ ও জঙ্গিবাদ মোকাবেলায় এমন কঠোর সিদ্ধান্তের প্রয়োজন ছিল৷

বিশেষ মর্যাদা বাতিলের ঘোষণার পর থেকে নজিরবিহীন নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে অঞ্চলটিকে৷ বিক্ষোভ ঠেকাতে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়া হয়েছে, জারি করা হয়েছে কারফিউ৷ কাশ্মীরকে এমনিতেই বিশ্বের সবচেয়ে বেশি সামরিকীকরণ করা এলাকা হিসেবে বিবেচনা করা হয়৷ ঘোষণার আগে-পরে তার সঙ্গে যোগ করা হয়েছে অতিরিক্ত সেনা৷

গণগ্রেপ্তারের খবর

কড়া নিরাপত্তার কারণে বেশিরভাগ মানুষই ঘরের মধ্যে থাকতে বাধ্য হচ্ছেন৷ স্কুল-কলেজ, দোকানপাট এমনকি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোও বন্ধ রয়েছে৷ ইন্টারনেট ও টেলিফোন সেবা বন্ধ থাকায় কাশ্মীরের কোনো তথ্যও বাইরে আসছে না৷

কিন্তু এর মধ্যেও গত কয়েকদিনে শ্রীনগরে বসবাসরত বেশ কয়েকজন কাশ্মীরির সঙ্গে কথা বলতে পেরেছে ডয়চে ভেলে৷  কঠোর বিধিনিষেধের মধ্যে তাদের পরিস্থিতি কেমন, জানতে চাওয়া হয়েছে তাদের কাছে৷

ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে সবাই বলেছেন, বর্তমান পরিস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন৷ এমনকি তারা যে ভালো আছেন, যোগাযোগ বন্ধ করে দেয়ায় অন্য এলাকার স্বজনদের সে খবরও পৌঁছে দিতে পারছেন না অনেকে৷

গত কয়েকদিনে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়েছে স্বাস্থ্যসেবা নিয়ে৷ খুব অল্প সংখ্যক হাসপাতাল ও অ্যাম্বুলেন্স খোলা রয়েছে৷ এক দোকানদার রশীদ আহমেদ বলছেন, ‘‘সবচেয়ে ক্ষতিকর প্রভাব পড়েছে জরুরি সেবার ওপর৷ আমার চাচাকে ডায়ালাইসিসের জন্য হাসপাতাল নিতে হবে, নিরাপত্তাকর্মীদের এটা বোঝাতেই আমার দুই দিন লেগেছে৷ তার অবস্থা খুব খারাপ ছিল৷''

আহমেদ জানান, চিকিৎসক ও নার্সরাও নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে হাসপাতান পৌছাতে পারছেন না৷ বেশিরভাগ রাস্তায় কিছুদূর পরপরই ইস্পাত ও কাঁটাতারের বেড়া দিয়ে চেকপয়েন্ট তৈরি করা হয়েছে৷

এর আগেও কাশ্মীরে নিরাপত্তা অভিযান চলেছে৷ ২০০৮, ২০১০ এবং ২০১৬ সালে ভারতীয় শাসনের বিরুদ্ধে আন্দোলনের পরপর কড়া নজরদারি চালানো হয় কাশ্মীরে৷ কিন্তু কখনও ল্যান্ডফোনের যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়নি৷

দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার৷ এলাকাটিকে একসময় ‘জঙ্গিদের অভয়ারণ্য' হিসেবে বিবেচনা করা হতো৷ জেলাটির কাচদোরা গ্রামের ফায়াজ বুখারি ডয়চে ভেলেকে জানান, এই পরিস্থিতিতে কাশ্মীরিরা কী ভাবছে, তা জানারও কোনো উপায় নেই৷

বুখারি বলেন, ‘‘আমরা কিভাবে যোগাযোগ করবো? আমরা নরকে বাস করছি৷ আমরা শুধু শুনতে পাই নিরাপত্তা বাহিনী লাউডস্পিকারে ঘোষণা দিচ্ছে সবাইকে ঘরের ভেতরেই থাকার জন্য৷ এটা অবিশ্বাস্য৷''

অস্পষ্ট ভবিষ্যত

কড়া নিরাপত্তার মধ্যে বাতিল হয়েছে অনেক বিয়ের আয়োজন৷ গোলাম রসুল নামের এক সরকারি কর্মকর্তা বলেন, ‘‘এই পরিস্থিতিতে বিয়ের কথা চিন্তা করা কিভাবে সম্ভব?''

ফার্মাসিস্ট পাশারাত মানজার বলেন, ‘‘কারফিউয়ের মধ্যে খাবার কেনাকাটার জন্য কিছু সময় আমাদের দেয়া হয়েছিল৷ তখন আমরা রাস্তায় পাথর ও ইটের টুকরা পড়ে থাকতে দেখেছি ৷ এ থেকে আমরা কা বুঝবো? অবশ্যই কোনো ধরনের সংঘর্ষ হয়েছে৷ কিন্তু আমরা এ ব্যাপারে কিছুই জানিনা৷''

তিনি বলেন, ‘‘কাল শুনেছি, একদল ছেলেকে নিরাপত্তাবাহিনী তাড়া দিয়েছিল৷ তাদের একজন পালাতে গিয়ে ঝিলম নদীতে ঝাঁপ দিয়ে মারা গেছে৷''

ভারতের বিভিন্ন স্থান থেকে শ্রীনগর বিমানবন্দরে আসা যাত্রীরাও শহরে পৌঁছাতে পারছেন না৷  আলতাফ হোসেন নামের এক ব্যবসায়ী বলেন, ‘‘কারফিউ পাস পাওয়ার প্রক্রিয়া এক অভিজ্ঞতা৷ এছাড়া কাশ্মীর উপত্যকার মূল অংশ ছেড়ে বাইরে যাওয়াও আমাদের মানা৷''

কাশ্মীর অঞ্চলের পুলিশ প্রধান দিলবাগ সিং জানিয়েছেন ধীরে ধীরে এই নিরাপত্তা শিথিল করে দেয়া হবে৷ কিন্তু সেটা কতোদিন পর, তা জানাতে পারেননি কেউ৷

তবে সবচেয়ে বড় প্রশ্ন, কাশ্মীরের কী হবে? সহিংসতার আশঙ্কা বেড়েই চেলেছে৷ সানা ভাট নামের এক কাশ্মীরি ছাত্র ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা এরই মধ্যে সম্পূর্ণ আত্মত্যাগ করেছি৷ আমাদের আর কী বাকি আছে!''

মুরালি কৃষ্ণন/এডিকে

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ