1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টঙ্গীতে শুক্রবার শুরু হলো বিশ্ব ইজতেমা

১৩ জানুয়ারি ২০১২

ইজতেমার প্রথম পর্যায়ে যোগ দিতে বৃহস্পতিবার থেকেই দেশ-বিদেশের হাজার হাজার মুসল্লি জড়ো হতে শুরু করেন৷ হজ্জ-এর পর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম মহাসম্মেলন হল এই বিশ্ব ইজতেমা৷

বিশ্ব ইজতেমায় মুসল্লিদের ভিড়ছবি: Reuters

কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা৷ গতবারের মতো এবারো দুই পর্যায়ে ইজতেমা হচ্ছে৷ প্রথম পর্যায়ে যোগ দিতে বৃহস্পতিবার থেকেই দেশ-বিদেশের হাজার হাজার মুসল্লি জড়ো হতে শুরু করেন ইজতেমা ময়দানে৷ শুক্রবার ফজরের নামাজের পর পাকিস্তানের হাজী আব্দুল ওয়াহাবের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এই মহা সম্মেলন৷

ইজতেমা উপলক্ষ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ইজতেমা ময়দান পরিদর্শন করে নিরাপত্তার খবর নিয়েছেন৷ রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্যায় শেষ হবে৷ প্রথম পর্বে অংশ নিচ্ছেন ৩২টি জেলার মুসল্লিরা৷ চার দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় দফা৷ ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব তাবলিগ জামাতের বার্ষিক এই সম্মেলন৷

১৯৪৬ সাল থেকে বাংলাদেশে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে৷ শুরুতে ইজতেমা হতো ঢাকার কাকরাইল মসজিদে৷ এরপর '৪৮-এ চট্টগ্রামের হাজি ক্যাম্পে এবং '৫৮তে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজতেমা অনুষ্ঠিত হয়৷ ইজতেমায় লোক সমাগম বাড়তে থাকায় ১৯৬৬ সালে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয় বিশ্ব ইজতেমার আয়োজন৷ এরপর থেকে এখানেই ইজতেমা হচ্ছে৷

হজ্জ-এর পর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম মহাসম্মেলনছবি: Reuters

এবারের প্রথম দফা বিশ্ব ইজতেমার শুরুর দিন শুক্রবার দুপুর অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ৷ সম্পূর্ণ অনানুষ্ঠানিক ও সভাপতিত্বহীন এ বিশ্ব সম্মেলনে যোগ দিতে ট্রেন, বাস, ট্রাক, প্রাইভেটকার, ট্যাক্সি, স্কুটার, নৌকা ও পায়ে হেঁটে মুসল্লিরা ইজতেমা মাঠে পৌঁছেছেন শুক্রবার সকালে৷ গত দুই দিনে হৃদরাগে আক্রান্ত হয়ে ৫ মুসল্লির মৃত্যু হয়েছে৷

এদিকে মুসলিম জাহানের শান্তি কামনা করে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী৷ ইজতেমায় আগত দেশের ও বিদেশের মুসল্লিদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বৃহস্পতিবার তাঁর বাণীতে বলেন, এই মহামিলন ইসলামের আদর্শ এবং কোরআন ও সুন্নাহর শিক্ষাকে বিশ্ববাসীর কাছে ছড়িয়ে দিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে৷ প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, ইজতেমায় আগত বিদেশি মেহমানদের মাধ্যমে আবহমানকাল ধরে আমাদের লালিত অসাম্প্রদায়িক চেতনা, অকৃত্রিম সরলতা ও অতিথিপরায়ণতা এবং সহিষ্ণুতার আলোকবার্তা বিশ্ব দরবারে পৌঁছে যাবে৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ