1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টর্নেডো বিধ্বস্ত শহরের জন্য ব্র্যাঞ্জেলিনা জুটির অর্থ সাহায্য

১২ জুন ২০১১

যুক্তরাষ্ট্রের মিসৌরিতে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের জন্য পাঁচ লাখ ডলার দান করলেন হলিউডের তারকা জুটি ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি৷

জোলি পিট একসঙ্গেছবি: AP

গত ২২ মে প্রলয়ংকরী এক টর্নেডো বয়ে যায় মিসৌরির দক্ষিণ-পশ্চিমে অবস্থিত শহর জপলিনের ওপর দিয়ে৷ ওই ঝড়ে প্রাণ হারিয়েছে এখন পর্যন্ত অন্তত ১৫১ জন৷ বাড়িঘর ধ্বংস আট হাজারেরও বেশি৷ প্রায় চারশ ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে এই টর্নেডোতে৷ মিসৌরির এই দক্ষিণ পশ্চিমাঞ্চলেই শৈশবের বেশিরভাগ সময় পার করেছেন হলিউড তারকা ব্র্যাড পিট৷ টর্নেডোতে বিধ্বস্ত হওয়ার পর দেখতে পান কিভাবে তার শৈশবের স্মৃতি প্রকৃতির আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেছে৷ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের অনেককেই ছোটবেলা থেকে চেনেন পিট৷ তাদের এই দুর্দিনে তিনি বসে থাকতে পারেন নি৷ তাই সঙ্গিনী অ্যাঞ্জেলিনা জোলিকে নিয়ে এসব লোকগুলোর সহায়তায় এগিয়ে এসেছেন৷ জোলি-পিট ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঁচ লাখ ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন এই তারকা জুটি৷ জানানো হয়েছে, টর্নেডোতে ক্ষতিগ্রস্ত শহর জপলিনের জন্য স্বল্প এবং দীর্ঘমেয়াদী পর্যায়ে এই অর্থসাহায্য দেওয়া হবে৷

দুর্গতদের জন্য ব্র্যাঞ্জেলিনা জুটির সহায়তা এই প্রথম নয়৷ এর আগেও হারিকেন ক্যাটরিনার আঘাতের পর নিউ অরলিন্সের দুর্গতদের জন্য এগিয়ে এসেছিলেন এই হলিউড সেলিব্রিটি৷ এছাড়া বিশ্বের নানা প্রান্তে মানবতার ডাকে প্রায়ই ছুটে যাচ্ছেন এই দুই তারকা৷ ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলির ফাউন্ডেশন ক্রমেই হলিউড তারকাদের জন্য একটি উদাহরণ হয়ে উঠছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ