কার্ডিফে আসরে নিজেদের তৃতীয় ম্যাচে ইংলিশদের মুখোমুখি টাইগাররা৷ দলে কোনো পরিবর্তন আনেনি টিম ম্যানেজমেন্ট৷
বিজ্ঞাপন
অন্যদিকে, ইংলিশ দলে এসেছে একটি পরিবর্তন৷ অলরাউন্ডার মঈন আলি খেলছেন না আজ৷ তাঁর বদলে খেলছেন ডানহাতি পেসার লিয়াম প্লাঙ্কেট৷
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ওয়ান ডে .ব্যাংকিংয়ে ইংলিশদের অবস্থান এক নম্বরে৷ আর তালিকার সাত নম্বরে আছে বাংলাদেশ৷ কিন্তু এসব কাগুজে হিসেব দিয়ে ম্যাশ বাহিনীকে বিচার করার সময়টা এখন আর নেই৷ নিজেদের দিনে যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে টাইগাররা৷ পরিসংখ্যান বলছে, সবশেষ পাঁচ ম্যাচে বাংলাদেশ হেরেছে কেবল নিউজিল্যান্ডের বিপক্ষে৷ অবশ্য ইংল্যান্ডের পরিসংখ্যান একই কথা বলছে৷ পাকিস্তানের সঙ্গে হার বাদ দিলে, জয় পেয়েছে বাকি চারটি ম্যাচে৷
বিশ্বকাপে বাংলাদেশের যত জয়
১৯৯৯ সাল থেকে বাংলাদেশ এখন পর্যন্ত মোট পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়েছে৷ তার মধ্যে ১২টি ম্যাচে জিতেছে টাইগাররা৷ হেরেছে ২১টি৷
ছবি: Getty Images/AFP/I. Kington
নিরানব্বইর চমক
১৯৯৯ সালে প্রথম বারের মতো বাংলাদেশ অংশ নেয় ক্রিকেট বিশ্বকাপে৷ নিউজিল্যান্ডের বিপক্ষে যাত্রাটি শুরু হয় ছয় উইকেটের হার দিয়ে৷ বাংলাদেশ প্রথম জয় তুলে নেয় তৃতীয় ম্যাচে, স্কটল্যান্ডের বিপক্ষে৷ তবে টাইগাররা চমক দেখায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে৷ ১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের ৬২ রানে হারিয়ে দেন আকরাম খানরা৷ এটি এখনো বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সুখস্মৃতি৷
ছবি: Getty Images/Graham Chadwick/ALLSPORT
২০০৩-এর হতাশা
টেস্ট মর্যাদা পাওয়ার পর ২০০৩ সালের বিশ্বকাপটি ভালো যায়নি বাংলাদেশের জন্যে৷ গ্রুপ পর্বের ৫ টি ম্যাচের হার আর ১ টি পরিত্যক্ত হওয়ার মধ্য দিয়ে গ্রুপের তলানিতে জায়গা হয়েছিল সেবার খালেদ মাসুদদের৷ আফ্রিকায় সেবার নবীন ক্যানাডার কাছে হেরে যাওয়ার মতো হতাশাজনক ঘটনাও ঘটেছে৷
ছবি: Getty Images/Touchline Photo
প্রোটিয়া ও ভারতবধ
আগের বিশ্বকাপের দুঃস্বপ্নকে পেছনে রেখে অভিজ্ঞ আর নবীনদের সমন্বয়ে গড়া ভারসাম্যপূর্ণ দল নিয়ে বাংলাদেশ যায় ওয়েস্ট ইন্ডিজে৷ ২০০৭ বিশ্বকাপের প্রথম ম্যাচেই ভারতকে ধরাশায়ী করেন মাশরাফি, রফিক, রাজ্জাকরা৷ শ্রীলংকার কাছে হারলেও বারমুডাকে হারিয়ে বাংলাদেশ জায়গা করে নেয় শেষ আটে৷ সেখানে প্রথম ম্যাচেই প্রোটিয়াদের বধ করে টাইগাররা৷
ছবি: Getty Images/Gallo Images/D. du Toit
ধরাশায়ী ইংলিশরা
২০১১-র বিশ্বকাপে বাংলাদেশের কাছে হারতে হয়েছে ইংল্যান্ডকে৷ চট্টগ্রামে আগে ব্যাট করতে নেমে ২২৫ রানে অল আউট হয়ে যায় স্ট্রসদের দল৷ জবাবে ১৬৯ রানে টাইগারদের আট উইকেট পড়ে গেলেও শাসরুদ্ধকর সেই ম্যাচে জয় ছিনিয়ে আনেন মাহমুদুল্লাহ ও সাইফুল ইসলাম৷ পরের ম্যাচে সহজ জয় আসে নেদারল্যান্ডসের বিপক্ষে৷
ছবি: Getty Images/AFP/I. Mukherjee
আবারও ইংল্যান্ড
সবশেষ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল নবীন আফগানিস্তানের বিপক্ষে ১০৫ রানের বিশাল জয় দিয়ে৷ স্কটল্যান্ডের ৩১৮ রান তাড়া করেও জিতেছিল সেবার মাশরাফি-বাহিনী৷ আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাহমুদুল্লাহর সেঞ্চুরির বদৌলতে আবারও ধরাশায়ী হয় ইংলিশরা৷ প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপে টাইগাররা জায়গা করে নেয় কোয়ার্টার ফাইনালে৷
ছবি: Getty Images/AFP/S. Khan
আবারো প্রোটিয়া বধ
সাউথ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ৷ শুরুতে ব্যাট করে, টপ অর্ডারের দৃঢ়তায় ৩৩০ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ৷ জবাবে ব্যাট করতে নেমে ৫০ ওভারে আট উইকেট হারিয়ে সাউথ আফ্রিকা করে ৩০৯ রান৷ দেখার পালা, কতদূর যেতে পারে টাইগাররা!
ছবি: Getty Images/AFP/I. Kington
6 ছবি1 | 6
স্বাগতিকেরা নিজেদের মাঠের সুবিধা নিতেই চাওয়াটা অস্বাভাবিক কিছু নয়৷ আর সঙ্গে আছে তাদের লম্বা ব্যাটিং লাইন আপ৷ তার বিপরীতে বাংলাদেশও প্রস্তুত৷ টপ অর্ডার আছেন ফর্মে৷ মিডল অর্ডারও রান পাচ্ছেন নিয়মিতভাবে৷ আর লোয়ার অর্ডারে সাইফুদ্দীন বুঝিয়ে দিয়েছেন তার প্রয়োজনীয়তা৷
বোলিংয়ে পেস বিভাগটা আরেকটু শাণিত হওয়ার কথা বরাবরই উঠে আসছে৷ কিন্তু সাইফুদ্দীন ফর্মে থাকায়, রুবেলের অন্তর্ভূক্তি কঠিন হয়ে গেছে৷ ইংল্যান্ডের বিপক্ষে টিম কম্বিনেশনে কোনো পরিবর্তন আসছে কিনা, সে বিষয়ে টাইগারদের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি৷ তবে ইঙ্গিত মিলেছে কোনো পরিবর্তন না রাখার৷
কার্ডিফকে বরাবরই বাংলাদেশের জন্য সৌভাগ্যময় মাঠ হিসেবে দেখা হয়৷ যদিও চলতি বিশ্বকাপে এই মাঠে এখন পর্যন্ত দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে৷ আফগানিস্তান বনাম শ্রলীঙ্কার এবং নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা-- ম্যাচ দুটি ছিল লো স্কোরিং৷ এই বিশ্বকাপে কার্ডিফে এ পর্যন্ত সর্বোচ্চ রান ২০১৷
এতো বিশ্লেষণের পর, আশঙ্কার কথা হচ্ছে বৃষ্টি৷ ইংল্যান্ডের সরকারি আবহাওয়া সংস্থা মেট অফিস জানিয়েছে, আগামী চার-পাঁচ দিন দেশটির দক্ষিণে বজ্রপাতসহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে৷ ফলে ভেসে যেতে পারে কার্ডিফ!
তবে, স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামছে বলে, দর্শক সমর্থনে ভুগবে বাংলাদেশ-এমন আশঙ্কা কিন্তু নেই৷ দেশটি ইংল্যান্ড বলে, এ ম্যাচেও দেখা যাবে লাল সবুজের প্রতিনিধিত্বকারীরা মাঠে গিয়ে উৎসাহ যোগাবে টাইগারদের৷ মাঠের যুদ্ধে নিশ্চয় ঝাঁপিয়ে পড়বে সাকিব-তামিম-মুশফিকরা৷