1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টাইগারদের কণ্ঠে ‘আমরা করব জয়'

১৩ জুন ২০১৭

সামনে প্রতিপক্ষ ভারত, তার আগে বাংলাদেশি ক্রিকেটারদের সমবেত কণ্ঠে গাওয়া ‘আমরা করব জয়' ভাইরাল হয়েছে ফেসবুকে৷

Cricket World Cup 2015 Bangladesch - England
ছবি: Getty Images/AFP/S. Khan

চ্যাম্পিয়ন্স ট্রফিতে লম্বা বিরতির পর অংশ নিয়ে বাংলাদেশের পারফর্ম্যান্স এখন অবধি বেশ আশা জাগানিয়া৷ শুরুর ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৩০৫ রান করে হার, তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে রেকর্ড গড়া জুটির মাধ্যমে হারানো৷ মাঝে অস্ট্রেলিয়ার সঙ্গে অবশ্য পয়েন্ট ভাগাভাগি হয়েছে বৃষ্টির কল্যাণে৷ সবমিলিয়ে সেমিফাইনালে টাইগাররা৷

আগামী ১৫ জুন এজবাস্টনে ভারতের মুখোমুখি হচ্ছেন মাশরাফিরা৷ ইতোমধ্যে সেই ম্যাচ নিয়ে টুইটারে শুরু হয়েছে ট্রল৷ ভারতীয় ক্রিকেট সমর্থকরা নানাভাবে খাটো করতে চাচ্ছে ক্রিকেটে উদীয়মান শক্তি বাংলাদেশকে৷ বাংলাদেশি ফ্যানরা উত্তর দিচ্ছেন, তবে সেটা ফেসবুকে বেশি৷ আর সেখানেই গত শুক্রবার এক ভিডিও প্রকাশ করেন তরুণ পেসার তাসকিন আহমেদ৷

আটত্রিশ সেকেন্ডের ভিডিওতে নিউজিল্যান্ডকে হারানোর পর ক্রিকেটারদের সমবেত কণ্ঠে ‘আমরা করব জয়' গাইতে শোনা যায়৷ একইসঙ্গে করা হয় অসাধারণ ভালো খেলা দুই খেলোয়াড়ের প্রশংসা৷ভিডিওটি শুধু ফেসবুকেই দেখা হয়েছে চল্লিশ লক্ষ বার৷

এআই/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ