প্রায় দশ মাস পর বুধবার মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল৷ সফররত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি একদিনের ও দুটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা৷ এর মধ্য দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ সুপার লিগ শুরু হচ্ছে৷
বিজ্ঞাপন
করোনার কারণে ওয়েস্ট ইন্ডিজের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার এই সফরে নেই৷ তরুণদের নিয়ে দল গঠন করেছে তারা৷
নিষেধাজ্ঞা কাটিয়ে বাংলাদেশ দলে ফিরছেন সাকিব৷ এছাড়া একদিনের ম্যাচের জন্য ঘোষণা করা স্কোয়াডে তিনজন নতুন মুখ দেখা গেছে৷ তারা হলেন, অলরাউন্ডার মেহেদী হাসান এবং দুই পেসার হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম৷ এর মধ্যে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা বাঁহাতি পেসার শরিফুল জাতীয় দলে একদমই নতুন৷ মেহেদী আর হাসান মাহমুদ ওয়ানডে না খেললেও জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন৷
মাশরাফির পর বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক হয়েছেন তামিম ইকবাল৷ প্রায় বছরখানেক আগে সেই ঘোষণা দেয়া হলেও করোনার কারণে এখনও তার নেতৃত্বে টাইগারদের মাঠে নামা হয়নি৷
তামিম ও বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন মাশরাফি৷ ফেসবুকে তিনি লিখেছেন, ‘‘বাংলাদেশের ক্রিকেট ভক্তদের দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিয় ক্রিকেট দল কাল মাঠে নামছে৷ পুরো দলের প্রতি রইলো শুভকামনা৷ ‘তামিম ইকবাল খান’ এর জন্য রইলো স্পেশাল ভালোবাসা এবং দোয়া৷ সকল চাপকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সবসময়ের মতো বিজয়ী হয়ে আসবে এই দোয়াই করছি৷ নতুন শুরুর জন্য শুভকামনা৷ আওয়াজ একটাই - (বাংলাদেশ)৷’’
বিশ্বকাপ সুপারলিগ
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিনটি একদিনের ম্যাচের সিরিজ দিয়েবিশ্বকাপ সুপার লিগ শুরু করছে বাংলাদেশ৷ এই লিগকে ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের বাছাইপর্ব ধরা হচ্ছে৷ আয়োজক হওয়ায় ভারত সরাসরি ঐ প্রতিযোগিতায় খেলবে৷ তাদের সঙ্গে যোগ দেবে সুপার লিগের প্রথম সাতটি দল৷ বাকি দুটি দল নির্ধারিত হবে আরেকটি বাছাইপর্বের মাধ্যমে৷
বিশ্বকাপ সুপার লিগে খেলবে ১৩টি দল৷ ১২টি টেস্ট খেলুড়ে দেশ ছাড়া থাকছে ওয়ানডে মর্যাদা পাওয়া নেদারল্যান্ডস৷
প্রত্যেক দেশকে মোট আটটি সিরিজ খেলতে হবে৷ এর মধ্যে চারটি হোম, চারটি অ্যাওয়ে৷ প্রত্যেক সিরিজে কমপক্ষে তিনটি ওয়ানডে থাকতে হবে৷
একটি ওয়ানডে জয়ের জন্য দলগুলো ১০ পয়েন্ট পাবে৷ হারলে শূন্য৷ টাই হলে বা ম্যাচ পণ্ড হলে দুই দলের মধ্যে ১০ পয়েন্ট সমান ভাগে ভাগ করে দেয়া হবে৷
২০২১ সালের ক্রীড়া আসর
করোনার কারণে বিদায়ী বছরে খেলাধুলার বেশিরভাগ বড় আয়োজনই বাতিল হয়েছে৷ তার অনেকগুলোই হওয়ার কথা ২০২১ সালে৷ কিন্তু সেটি কতটা সম্ভব হবে তা নির্ভর করছে করোনা পরিস্থিতির উপরেই৷
ছবি: AFP/M. Spatari
মিসরে হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ
১৩ জানুয়ারি মিসরে বসছে পুরুষদের হ্যান্ডবল বিশ্ব চ্যাম্পিয়নশিপ৷ ২০১৯ সালের জার্মানি ও ডেনমার্কের আসরের মতো ততটা দর্শক পাবে না মিসর সেটি অবধারিত বলা চলে৷ তবে আয়োজকদের আশা গ্যালারির ত্রিশভাগ অন্তত পূর্ণ হবে৷
চলতি বছর টেনিসের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেন হবে ৮ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত৷ করোনার কারণে এবার স্বাভাবিক সময়ের চেয়ে তিন সপ্তাহ পরে হচ্ছে এ আসর৷ বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ফ্রেঞ্চ ওপেন শুরু হওয়ার কথা ২৩ মে থেকে৷ ক্যালেন্ডার অনুযায়ী, উইম্বলডন ২৮ জুন আর ইউএস ওপেনের পর্দা উঠবে ৩০ আগস্টে৷
ছবি: Getty Images/Afp/P. Parks
সুপার বৌল
সুপার বৌলের ৫৫ তম আসরটি বসবে ৭ ফেব্রুয়ারি৷ বিশ্বের অন্যতম বৃহৎ ক্রীড়া আসরের এবারের আয়োজনটি হচ্ছে ফ্লোরিডাতে৷
ছবি: Getty Images/Elsa
শীতকালীন ক্রীড়া আসর
ফেব্রুয়ারি থেকে বেশ কয়েকটি শীতকালীন ক্রীড়া আসর শুরু হবে৷ ১-১৪ ফেব্রুয়ারি জার্মানির আল্টেনবার্গে চলবে স্কেলেটন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ৷ নর্ডিক স্কি ওয়ার্ল্ড চ্যাম্পয়নশিপটি হবে ওবার্স্টডর্ফে ২৩ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত৷
ছবি: picture-alliance/dpa/. Warmuth
ফর্মুলা ওয়ানে সৌদি
চলতি বছর সবচেয়ে দীর্ঘ সময়ব্যাপী ফর্মুলা ওয়ান এর আয়োজন হবে৷ মোট ২৩ রেসের এই আসরে প্রথমবারের মতো ভেন্যু হিসেবে যুক্ত হয়েছে সৌদি আরব৷ শুরুটা হবে ২১ মার্চ অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে৷
ছবি: Hamad I Mohammed/REUTERS
আইস হকির অনিশ্চয়তা
মে-জুন মাসে বেলারুশ-লাটভিয়াতে অনুষ্ঠিত হওয়ার কথা আইআইএইচএফ আইস চ্যাম্পিয়নশিপ৷ কিন্তু বেলারুশে সরকারবিরোধীদের উপর পুলিশি আক্রমণের প্রতিবাদে সহআয়োজক হতে রাজি নয় লাটভিয়া৷ তবে এরইমধ্যে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া৷
ছবি: Reuters/D.W. Cerny
১২ দেশে ইউরো
গত গ্রীষ্মে শুরুর কথা থাকলেও ইউরো ২০২০ শেষ পর্যন্ত ২০২০ সালে হয়নি৷ বর্তমান পরিকল্পনা অনুযায়ী জুন ১১ থেকে জুলাই ১২ পর্যন্ত ম্যাচগুলো অনুষ্ঠিত হবে৷ চারটি ম্যাচ হবে মিউনিখে, সেমিফাইনাল ও ফাইনাল হওয়ার কথা লন্ডনে৷
ছবি: picture-alliance/dpa/adidas
অলিম্পিক হবে?
জাপানের ভাগ্যটা খারাপই বলা চলে৷ চার বছর পরপর হওয়া বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক৷ তার সমস্ত প্রস্তুতি সারলেও বাধা দিলো করোনা৷ ২০২০ অলিম্পিক পিছিয়ে শুরু হওয়ার কথা ২০২১-এর ২৩ জুলাই থেকে ৮ আগস্টে৷ প্যারা অলিম্পিক হবে ২৪ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর৷
ছবি: Kyodo News/imago images
নারীদের রাগবি
১৮ সেপ্টেম্বর উঠবে নারীদের রাগবি বিশ্বকাপের পর্দা৷ এবার আয়োজক নিউজিল্যান্ড৷ সেখানে প্রথমবারের মতো যোগ দিচ্ছে মরক্কো৷
ছবি: Peter Dovgan/Uk Sports Pics Ltd/imago Images
টি-টোয়েন্টি বিশ্বকাপ
চলতি বছর ক্রিকেটে আছে বেশ কয়েকটি বড় আসর৷ তার মধ্যে অক্টোবর-নভেম্বরে ভারতে আয়োজিত হবে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ৷ ২০১৯-২১ এর আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ১০ জুন লন্ডনে৷ জুন থেকে শুরু হবে মেয়েদের ক্রিকেট বিশ্বকাপের বাছাই পর্ব৷
ছবি: AFP/J. Samad
টাইগারদের ব্যস্ত সূচি
দীর্ঘ বিরতির পর নতুন বছরের প্রথম মাস থেকেই ব্যস্ত সূচী শুরু হচ্ছে টাইগারদের জন্য৷ ২০ জানুয়ারি শুরু ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হোম সিরিজ৷ আছে তিন ওয়ানডে, দুই টেস্ট৷ মার্চে বাংলাদেশ যাবে নিউজিল্যান্ডে৷ খেলবে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি৷ জুনে জিম্বাবোয়ে সফর৷ জুলাইতে এশিয়া কাপের পরে ইংল্যান্ডের সঙ্গে আছে হোম সিরিজ৷ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ঘরের মাঠে খেলার কথা রয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষেও৷
ছবি: Getty Images/AFP/G. Guercia
11 ছবি1 | 11
ব্যাটিং অর্ডারে পরিবর্তনের সম্ভাবনা
সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো আসন্ন সিরিজে বাংলাদেশের ব্যাটিং অর্ডার সম্পর্কে একটি ধারণা দেন৷ বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তকে তিন নম্বরে খেলাতে চান তিনি৷ তাই সাকিবকে চারে নামতে হতে পারে৷ এরপর থাকবেন মুশফিক আর মাহমুদুল্লাহ৷
ডমিঙ্গো বলেন, ‘‘শান্ত খুব ভালো ছন্দে আছে৷ সাকিবের ফেরাটা দারুণ একটা ব্যাপার৷ তিন নম্বরে ওর অবিশ্বাস্য একটা বিশ্বকাপ কেটেছিল৷ এই মুহূর্তে আমি চার-পাঁচ-ছয়ে সাকিব-মুশফিক-রিয়াদের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের কথা ভাবছি৷ এতে আমাদের মিডল অর্ডার হবে পরিণত এবং অভিজ্ঞতায় পূর্ণ৷ আমরা জানি, উপমহাদেশে মিডল অর্ডার খুব গুরুত্বপূর্ণ৷’’
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আট ম্যাচে এক সেঞ্চুরি ও দুই ফিফটিসহ ৩০১ রান করেছিলেন শান্ত৷ এরপর নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলা দুই প্রস্তুতি ম্যাচেও রান পেয়েছেন তিনি৷ প্রথম ম্যাচে ৩৫ বলে করেন ২৭, পরেরটিতে ৫১ বলে ৬১৷
সিরিজের বিস্তারিত:
ওয়ানডে
প্রথম ওয়ানডে: ২০ জানুয়ারি, বুধবার, মিরপুর
দ্বিতীয় ওয়ানডে: ২২ জানুয়ারি, শুক্রবার, মিরপুর
তৃতীয় ওয়ানডে: ২৫ জানুয়ারি, সোমবার, চট্টগ্রাম
টেস্ট
প্রথম টেস্ট: ৩-৭ ফেব্রুয়ারি, চট্টগ্রাম
দ্বিতীয় টেস্ট: ১১-১৫ ফেব্রুয়ারি, মিরপুর
জেডএইচ/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
দ্রুততম সেঞ্চুরিতে সেরা ১০
২০১৫ সালের ১৮ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ৩১ বলে সেঞ্চুরি করেছিলেন সাউথ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স৷ ওয়ানডেতে এটি এখনো সবচেয়ে কম বলে তিন অংকে পৌঁছানোর রেকর্ড৷ ছবিঘরে এমন শীর্ষ ১০ রেকর্ডের কথা থাকছে৷
ছবি: picture-alliance/dpa/Richard Wainwright
১০. জস বাটলার
২০১৯ সালের ১১ মে পাকিস্তানের বিরুদ্ধে ৫০ বলে সেঞ্চুরি করেন ইংল্যান্ডের জস বাটলার৷
ছবি: Picture-Alliance/AP Photo/A. M. Ahad
৯. সনাথ জয়সুরিয়া
১৯৯৬ সালের ২ এপ্রিল পাকিস্তানের বিরুদ্ধে ৪৮ বলে তিন অংকে পৌঁছেছিলেন তিনি৷ সিঙ্গাপুরে অনুষ্ঠিত সিঙ্গার কাপের ঐ ম্যাচে পাকিস্তানকে (৩১৫ রানে অলআউট) ৩৪ রানে হারিয়েছিল শ্রীলঙ্কা (৯ উইকেটে ৩৪৯)৷
ছবি: AP
৮. জস বাটলার
২০১৫ সালের ২০ নভেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ৪৬ বলে শতক হাঁকিয়েছিলেন বাটলার৷
ছবি: Getty Images/G. Copley
৭. জেসি রাইডার
২০১৪ সালের প্রথম দিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪৬ বলে সেঞ্চুরি করেন নিউজিল্যান্ডের রাইডার৷ এই ম্যাচ আরেকটি দ্রুততম শতক দেখেছিল৷ সেই তথ্য থাকছে পরের দিকে৷
ছবি: Daniel L Smith/Getty Images
৬. শহীদ আফ্রিদি
২০০৫ সালের ১৫ এপ্রিল ভারতের বিরুদ্ধে ৪৫ বলে শতক হাঁকিয়েছিলেন আফ্রিদি৷ ভারত সফরে যাওয়া পাকিস্তান ম্যাচটি জিতেছিল পাঁচ উইকেটে৷ ভারতের করা ২৪৯ রান ৪৭ বল হাতে থাকতেই পেরিয়ে গিয়েছিল পাকিস্তান৷
ছবি: Dibyangshu Sarkar/AFP/Getty Images
৫. ব্রায়ান লারা
১৯৯৯ সালের ৯ অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে ৪৫ বলে শতক হাঁকিয়েছিলেন লারা৷ মোট করেছিলেন ১১৭ রান৷ তার দল করেছিল ৩১৪ রান৷ জবাবে বাংলাদেশ ২০৫ রানে অলআউট হয়ে গিয়েছিল৷ টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করেছিলেন অধিনায়ক বুলবুল৷
ছবি: Getty Images/F. Nel
৪. মার্ক বাউচার
২০০৬ সালের ২০ সেপ্টেম্বর জিম্বাবোয়ের বিরুদ্ধে ৪৪ বলে সেঞ্চুরি করেছিলেন দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার৷ ম্যাচটিতে তিনি ১৪৭ রানে অপরাজিত ছিলেন৷
ছবি: dapd
৩. শহীদ আফ্রিদি
১৯৯৬ সালের ৪ অক্টোবর নাইরোবিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৭ বলে সেঞ্চুরি করেছিলেন আফ্রিদি৷ এরপর অবশ্য আর মাত্র দুই রান যোগ করেই আউট হয়ে গিয়েছিলেন তিনি৷ পাকিস্তান করেছিল ৩৭১ রান৷ জবাবে শ্রীলঙ্কা ২৮৯ রানে অলআউট হয়ে গিয়েছিল৷
ছবি: Getty Images/AFP/D. Sarkar
২. কোরে অ্যান্ডারসন
২০১৪ সালের প্রথম দিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৬ বলে শতক হাঁকান নিউজিল্যান্ডের অ্যান্ডারসন৷ সেদিন তিনি ১৩১ রানে অপরাজিত ছিলেন৷
ছবি: Rob Jefferies/Getty Images
১. এবি ডি ভিলিয়ার্স
২০১৫ সালের ১৮ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ৩১ বলে সেঞ্চুরি করেছিলেন সাউথ আফ্রিকার ভিলিয়ার্স৷ হাফ সেঞ্চুরি করেন ১৬ বলে৷ এখন পর্যন্ত এই দুটো রেকর্ডই অক্ষুন্ন আছে৷ দ্রুততম শতক করার পথে তিনি নিউজিল্যান্ডের অ্যান্ডারসনের রেকর্ড ভাঙেন৷ আর দ্রুততম অর্ধশতক করতে ১৯৯৬ সালে জয়সুরিয়ার করা রেকর্ড ভাঙতে হয়েছে৷ জয়সুরিয়ার লেগেছিল ১৭ বল৷ রেকর্ড গড়ার ম্যাচে শেষ পর্যন্ত ১৪৯ রান করেন ভিলিয়ার্স৷