প্রত্যাশার পারদ উপরের দিকেই ছিল৷ প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয়, দ্বিতীয় ম্যাচে যদিও রানের পাহাড় গড়েছিল শ্রীলঙ্কা, তবুও জেতার আশা ছিল৷ কিন্তু সেই ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়৷ শেষ ম্যাচে টপ অর্ডারের ব্যর্থতায় হেরে গেল তারা৷
বিজ্ঞাপন
টাইগারদের উদ্ভোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের ভাগ্য বোধহয় একেবারেই সহায় ছিল না৷ মাঠে নেমেই জীবন পেলেন, কিন্তু তাতেও শেষরক্ষা হলো না, চার রানেই বিদায় নিলেন তিনি৷ তবে তাঁর তুলনায়ও দুর্ভাগা সাব্বির, মুশফিক৷ রানের খাতা খোলার আগেই বিদায় দু'জনের৷ তাই দ্রুত তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ৷
এমন নয় যে, সেখান থেকেও ম্যাচ বাঁচানো সম্ভব ছিল না৷ তবে শ্রীলঙ্কার বোলারদের মাপা বোলিংয়ে বেশি দূর এগোনো যায়নি৷ সৌম্য সরকার আর সাকিব আল-হাসান জুটি গড়লেও, তা টেকেনি বেশিক্ষণ৷ এরপরও অবশ্য ৭০ বলে ৭৭ রানের জুটি জয়ের স্বপ্ন টিকিয়ে রেখেছিল৷ কিন্তু ব্যক্তিগত অর্ধশতকের পরই তাড়াহুড়োয় ক্যাচ তুলে দিলেন সাকিব আল-হাসান৷ আর সোম্য ঝড়ে গেলেন তাঁরও আগে, মাত্র ৩৮ রানে৷ শেষের দিকে মেহেদী হাসান মিরাজ খেলেছেন ধৈর্য নিয়ে, করেছেন অর্ধশতক৷ তবে তাতে শুধু পরাজয়ের ব্যবধান কমেছে৷ ফল ২১০ রানে অলআউট বাংলাদেশ৷
একদিনের ক্রিকেটে বাংলাদেশের সেরা একাদশ
ডয়চে ভেলের অনুরোধে এপ্রিল, ২০১৬ সালে এই একাদশ নির্বাচন করেন আকরাম খান৷ তাঁর দেয়া ব্যাটিং অর্ডার অনুযায়ী নামগুলো থাকছে ছবিঘরে৷
ছবি: BDnews24/M. Rahman
তামিম ইকবাল
ডয়চে ভেলের অনুরোধে ২০১৬ সালের এপ্রিলে এই একাদশ নির্বাচন করেন আকরাম খান৷ তিনি সেরা একাদশ নির্বাচন করায় উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে নিজের ভাতিজা তামিমকে নিয়েছেন বলে যাঁরা ভাবছেন তাঁরা একবার তামিমের পরিসংখ্যানের দিকে নজর দিন৷ বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে একদিনের ক্রিকেটে ব্যক্তিগত মোট রানের সংখ্যা ৫,০০০ রান পেরিয়েছেন তিনি৷ এ জন্য তাঁকে ১৫৯টি ম্যাচ খেলতে হয়েছে৷
ছবি: Getty Images/AFP/M. Kiran
শাহরিয়ার হোসেন বিদ্যুৎ
টেস্ট খেলুড়ে কোনো দেশের বিরুদ্ধে একদিনের ম্যাচে বাংলাদেশের প্রথম জয়টি আসে ১৯৯৯ বিশ্বকাপে, পাকিস্তানের বিরুদ্ধে৷ সেই ম্যাচে ওয়াকার, ওয়াসিম, শোয়ের আখতারের মতো বোলারদের বিপক্ষে প্রথম ব্যাট করতে নেমে ৩৯ রান করেছিলেন বিদ্যুৎ৷ দলের দ্বিতীয় সর্বোচ্চ এই রান টাইগারদের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল৷
ছবি: Mir Farid
সাকিব
অনেকে হয়ত তাঁকে বাংলাদেশের ইতিহাসের সেরা খেলোয়াড় বলবেন৷ বিশ্ব ব়্যাংকিংয়ে কয়েকবার শীর্ষে উঠে বাংলাদেশের ক্রিকেটের সেরা বিজ্ঞাপন হিসেবে আবির্ভূত হয়েছেন এই অলরাউন্ডার৷ ২৩ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত ১৬৩টি একদিনের ম্যাচ খেলে রান করেছেন ৪,৫৬৬, উইকেট নিয়েছেন ২১৫টি, সেঞ্চুরি আছে ৬টি৷ সাকিবের চেয়ে উইকেট বেশি আছে শুধু মাশরাফির৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
মুশফিকুর রহিম
এই উইকেট-রক্ষক কাম ব্যাটসম্যানের ওডিআই ডেব্যু হয়েছিল ২০০৬ সালে৷ সেই থেকে ১৬৪টি ম্যাচ খেলে রান করেছেন ৪,০৭৬টি, আছে ৪ সেঞ্চুরি (২৩ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত)৷ প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করার রেকর্ডটিও তাঁর৷
ছবি: Getty Images/R. Pierse
মিনহাজুল আবেদীন নান্নু
বাংলাদেশের প্রথম একদিনের ম্যাচ খেলেছিলেন নান্নু৷ সেই সময় তাঁর বয়স ছিল মাত্র ২০৷ সেটি ১৯৮৬ সালের কথা৷ এরপর মোট ২৭টি ওয়ানডে খেলেছেন৷ ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের জয়ে নান্নুর করা সাত ওভার (২৯ রান দিয়েছিলেন) গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল৷
ছবি: Mir Farid
পাইলট
শুধু ভালো উইকেট-রক্ষকও ছিলেন না, শেষদিকে ব্যাট করতে নেমে দলকে জেতাতে না পারলেও বেশ কয়েকবারই একটা সম্মানজনক পর্যায়ে নিয়ে যেতে পেরেছিলেন৷ ১৯৯৫ সালে ওডিআই খেলা শুরু করার পর ১২৬ ম্যাচে ১,৮১৮ রান করেছিলেন৷
ছবি: Mir Farid
রফিকুল আলম
আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত ছিলেন এই অলরাউন্ডার৷ ১৯৮৬ সালে বাংলাদেশের হয়ে দু’টি একদিনের ম্যাচ খেলেছেন৷ তবে বাংলাদেশের হয়ে প্রথম খেলেন ১৯৮০ সালে৷ ১৯৮২ ও ১৯৮৬-র আইসিসি ট্রফিতেও খেলেছেন রফিকুল আলম৷
ছবি: Mir Farid
রফিক
প্রধান পরিচয় বাঁ-হাতি স্পিনার হলেও মারকুটে ব্যাটসম্যান হিসেবেও পরিচিত ছিলেন৷ ১৯৯৫ সালে শারজায় অনুষ্ঠিত এশিয়া কাপে ভারতের বিপক্ষে তাঁর ওডিআই অভিষেক হয়েছিল৷ প্রথম উইকেটটাই পেয়েছিলেন টেন্ডুলকারকে আউট করে৷ বোলিং ফিগার ছিল ৫-০-১৫-১৷ এরপর ১২৫টি একদিনের ম্যাচ খেলে সমান সংখ্যক উইকেট পেয়েছিলেন৷
ছবি: Mir Farid
মাশরাফি (অধিনায়ক)
সেরা একাদশের অধিনায়ক হিসেবে মাশরাফিকে বেছে নেয়ার সিদ্ধান্তটি আকরামের জন্য সহজই ছিল বলা যায়৷ দলের জন্য গুরুত্বপূর্ণ বোলার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি অন্যদের কাছ থেকে সেরাটা বের করে নিতে বেশ কয়েকবারই পারদর্শিতা দেখিয়েছেন তিনি৷
ছবি: BDnews24/M. Rahman
মুস্তাফিজুর রহমান
আইসিসি ২০১৫ সালে ওয়ানডে একাদশের যে নাম ঘোষণা করেছিল তাতে প্রথম বাংলাদেশি হিসাবে স্থান পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান৷ ঐ বছর জুনে ভারতের বিরুদ্ধে তাঁর অভিষেক ঘটে৷ প্রথম দুই ওয়ানডেতে তিনি ১১ উইকেট নিয়ে ক্রিকেট বিশ্বে সাড়া ফেলে দিয়েছিলেন৷
ছবি: Getty Images/AFP/D. Sarkar
রুবেল হোসেন
ডানহাতি এই ফাস্ট বোলারের ওয়ানডে অভিষেকটা স্মরণীয় হয়েছিল৷ ২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঐ ম্যাচে ৩৩ রানে ৪ উইকেট নিয়ে টাইগারদের জয়ে ভূমিকা রেখেছিলেন৷
ছবি: Getty Images/Dibyangshu Sarkar
মাহমুদউল্লাহ রিয়াদ (দ্বাদশ খেলোয়াড়)
সাকিব-তামিম-মুশিফক-মাশরাফিদের ভিড়ে তাঁর নাম চাপা পড়ে গেলেও দলের প্রয়োজনে মাঝেমধ্যেই তাঁকে ত্রাতা হিসেবে আবির্ভূত হতে দেখা যায়৷ ২০১৫ বিশ্বকাপের পরপর দুই ম্যাচে তিনি সেঞ্চুরি করেছিলেন৷ তাঁর অফস্পিনও সময় সময় বেশ কাজে লাগে৷
ছবি: Getty Images/R. Pierse
অমায়িক আকরাম
সেরা একাদশে নিজের নাম না রাখা প্রসঙ্গে আকরাম খান বলেন, ‘‘তালিকা আমি করেছি, সেখানে তো আমার নাম রাখতে পারি না৷’’ তবে ইএসপিএনক্রিকইনফো ডটকম ওয়েবসাইটে আকরামকে বাংলাদেশ ক্রিকেটের ‘প্রথম আসল নায়ক’ হিসেবে অভিহিত করা হয়েছে৷
ছবি: picture-alliance/AP Photo/Bernama
13 ছবি1 | 13
অন্যদিকে, শুরুতে ব্যাট করতে নেমে লঙ্কানরা ২৮০ রানের সংগ্রহ গড়ে৷ সেদলের ধানুষ্কা গুনতিলকা এবং উপুল থারাঙ্গার উদ্বোধনী জুটি দলকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়ে দেয়৷ পরবর্তীতে কুশল মেন্ডিস এবং থিসারা পেরেরার অর্ধশত রানে শ্রীলঙ্কা পৌঁছে যায় বড় লড়াইয়ের মতো স্কোরে৷ অবশ্য কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে এমন স্কোর করার পরও হারার রেকর্ড আছে৷ সেই ১৯৯৮ সালে জিম্বাবোয়ের বিপক্ষে ২৮১ রান তাড়া করে ২৮৬ করে জিতেছিল শ্রীলঙ্কা৷ তাই টাইগারদের জয়ের আশা কোনো অলিক স্বপ্ন ছিল না৷
ওয়ানডে সিরিজে শেষ ম্যাচটি হারায় সিরিজ জয় হলো না বাংলাদেশের৷ তা সত্ত্বেও প্রাপ্তি একেবারে কম নয়৷ কারণ টেস্টের মতো ওয়ানডেতেও সমতা এনেছে টাইগাররা৷ বিদেশের মাটিতে এটাও কম কিসের? সবচেয়ে বড় কথা হচ্ছে, বাংলাদেশ দলে বিশ্বসেরা প্রবীণদের পাশাপাশি যে সম্ভাবনাময় নবীনদের দেখা যাচ্ছে, তাতে এ দলের ভবিষ্যৎ যে উজ্জ্বল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই৷