1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টাইগার টিমকে অভিনন্দন!

১৮ জুন ২০১৯

‘বাঘের গর্জন আবারো দেখলো ক্রিকেট প্রেমিক দর্শক'  ‘সাকিব আসলেই নাম্বার ওয়ান' কিংবা ‘আগুন টিম টাইগার'৷ হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ বিজয়ের পর হাজারো পাঠক এরকম মন্তব্যই করেছেন ডয়চে ভেলের ফেসবুক পাতায়৷ 

ICC Cricket World Cup 2019 Westindische Inseln - Bangladesch
ছবি: Getty Images/A. Davidson

 বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখার পর বাংলাদেশ, ভারত,  সৌদি আরব, সিংগাপুর, মালয়েশিয়া, কাতারসহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে প্রায় তিন হাজার পাঠক যোগ দিয়েছিলেন ডয়চে ভেলের ফেসবুক লাইভে৷ ফেসবুকে নানা মন্তব্যের মধ্যে দিয়ে তারা প্রকাশ করেছেন টাইগারদের নিয়ে তাদের অনুভূতি, গর্ব, আনন্দ আর উত্তেজনা৷ 

মালয়েশিয়া থেকে আশিকুর জামান মিঠু লিখেছেন,  বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের খেলায়  দারুণ উপভোগ করলাম সাকিব এবং লিটনের পারফরমেন্স৷ আর ডয়চে ভেলে টনটন থেকে সরাসরি ফেসবুক লাইভ করায় ধন্যবাদ দিয়েছেন তিনি ৷ 

দর্শক হাবিবুল খায়েরও ধন্যবাদ দিয়েছেন ডয়চে ভেলেকে ফেসবুক লাইভের জন্য৷

‘সাকিব আল হাসান আসলেই নাম্বার ওয়ান' - এই মন্তব্য সেলিম ভুইয়ার৷  কাজি মোহাম্মদ নকিবের এই একই মত৷ তিনিও চমৎকার সেঞ্চুরির জন্য সাকিব আল হাসানকে ধন্যবাদ দিয়েছেন৷

টাইগার লিটনের পারফরমেন্সে ভীষণ খুশি  সুমন খান৷

‘হ্যাঁ , দেখো আমি তো আগেই বলেছিলাম যে টাইগাররা জিতবে৷  তাই সবাইকে জানাই আলাদা আলাদাভাবে অভিনন্দন! '' এই মন্তব্য পাঠক আবদুল মিয়ার৷

টাইগার টিমকে ধন্যবাদ৷ আমার মনে হয় আস্তে আস্তে আমরা বিজয়ী হবো ৷ তবে ভালো খেলার জন্য দরকার ভালো কিছু কৌশল৷ এমনটাই মনে করেন ডয়চে ভেলের ভক্ত এবং ক্রিকেট প্রেমিক আবদুল খালেক ৷

খেলা দেখে খুব খুশি সাদাত হোসেন৷  তাছাড়া অনেক পাঠক পরের খেলাগুলোতে লিটনকে মাঠে দেখতে চান৷

সেলিম রেজা, ওমর ফারুক বাবু, মোহাম্মদ কাইয়ুম, রবিউল ইসলাম, দিদার উদ্দিন, জগদিশ সরকার, আবদুর রহমান, গোলাম রব্বানি, জাহেদুল ইসলাম, রুবেল আহমেদ, জেইজি আহমেদ, সেলিম খান, সুমন দেব, আশরাফ মির্জাসহ হাজারো বন্ধু অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট টিমকে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: খালেদ মুহিউদ্দীন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ