1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টাইগার বনাম আফগান: কিছু তথ্য

২৪ জুন ২০১৯

টাইটানিকের স্মৃতি বিজড়িত ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দরের মাঠে সোমবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। এবার অষ্টমবারের মতো দুই দলের মধ্যে খেলা হচ্ছে।

ছবি: Getty Images/AFP/S. Khan

গত সাত ম্যাচের কিছু তথ্য:

  • দুই দলের মধ্যে প্রথম একদিনের ম্যাচ হয় ২০১৪ সালে ফতুল্লার। ঐ ম্যাচ আফগানরা ৩২ রানে জিতেছিল
  • আগের সাত ম্যাচের চারটি জিতেছে বাংলাদেশ
  • সর্বোচ্চ রানের ব্যবধানে (১৪১ রান) বাংলাদেশের জয় ২০১৬ সালে, আফগানিস্তানের সবচেয়ে বড় জয় এসেছে ২০১৮ সালে (১৩৬ রান)
  • বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ সর্বোচ্চ ৬ ম্যাচে ২৪৩ রান করেছে
  • বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি উইকেট সাকিবের (৬ ম্যাচে ১৩টি)
  • ব্যক্তিগত সর্বোচ্চ রান তামিমের (২০১৬ সালে ১১৮ রান)
  • বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ আট উইকেটে ২৭৯ রান

ভেন্যু সম্পর্কে কয়েকটি তথ্য:

  • সাউদাম্পটনের মাঠে বাংলাদেশ একটিমাত্র একদিনের ম্যাচ খেলেছে। সে ম্যাচে বিশাল ব্যবধানে হেরেছিল টাইগাররা। ২০০৪ সালে অনুষ্ঠীত আইসিসি চ্যাম্পিযন্স ট্রফির ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমেছিল টাইগাররা। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ করেছিল তিন উইকেটে ২৬৯ রান। জবাবে বাংলাদেশ ১৩১ রানে অলআউট হয়।
  • আবহাওয়ার পূর্বাভাস বলছে, খেলা চলাকালীন হয়ত বৃষ্টি পড়বে না।
  • এই মাঠে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ইংল্যান্ডের। চলতি বছরই পাকিস্তানের বিরুদ্ধে তিন উইকেটে ৩৭৩ রান করেছিল ইংলিশরা।
  • সর্বনিম্ন রান যুক্তরাষ্ট্রের। ২০০৪ সালে অসিদের বিরুদ্ধে ৬৫ রানে অলআউট হয়েছিল তাঁরা।

জেডএইচ/কেএম (ইএসপিএনক্রিকইনফো)

 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ