1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টাইব্রেকারে জাপানকে হারিয়ে শেষ আটে ক্রোয়েশিয়া

৫ ডিসেম্বর ২০২২

জাপানের কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর স্বপ্ন রুখে দিল গত বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়া৷

টাইব্রেকারে জাপানের তিনটি শট ঠেকিয়ে ক্রোয়েশিয়ার জয়ের নায়ক ডমিনিক লিভাকোভিচ
টাইব্রেকারে জাপানের তিনটি শট ঠেকিয়ে ক্রোয়েশিয়ার জয়ের নায়ক ডমিনিক লিভাকোভিচ ছবি: Thanassis Stavrakis/AP/picture alliance

সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন জামার্নি ও স্পেনকে হারিয়ে ই গ্রুপ থেকে শীর্ষ দল হিসেবে নক আউট পর্বে পা রাখে জাপান৷ ২০০২ সাল থেকে শুরু করে এর আগে তিন বিশ্বকাপে শেষ ষোলোতে পৌঁছালেও কোয়ার্টার ফাইনালে যেতে পারেনি তারা৷ স্বপ্ন পূরণ হলো না এবারও৷ টাইব্রেকারে তাদেরকে ৩-১ গোলে হারিয়ে শেষ আটে চলে গেল গতবারের রানার্স আপরা৷ 

ম্যাচের শুরু থেকেই ক্রোয়েশিয়ার রক্ষণভাগকে ব্যতিব্যস্ত রাখে জাপান৷ গোলের বেশ কয়েকটি সম্ভাবনা তৈরি করলেও প্রথম দিকে কোনটিই লক্ষ্যভেদ করতে পারেনি৷ ২৫ মিনিট থেকে ২৭ মিনিটে ক্রোয়েশিয়াও দুইবার জাপানি রক্ষণভাগ ভাঙতে সক্ষম হয়ে বল জালে গড়াতে ব্যর্থ হয়৷ শেষ পর্যন্ত ৪২ মিনিটে ডাইজেন মায়েদার গোলে এগিয়ে বিরতিতে যায় ব্লু সামুরাইরা৷

চলতি বিশ্বকাপে প্রথবারের মতো প্রতিপক্ষের আগে গোল দেয়া জাপান ফিরে এসে কিছুটা রক্ষণাত্মক কৌশলে খেলতে শুরু করে৷ এই সুযোগে ক্রোয়েশিয়া আক্রমণের ধার বাড়ায়৷ ৫৪ মিনিটে ইভান পেরিশিচের গোলে সমতায় ফেরে তারা৷ 

গোল পুনরুদ্ধারে মরিয়া লড়াই শুরু করে জাপান৷ ওয়াতারু এন্ডোর দূর পাল্লার জোরালো শট ক্রোয়েশিয়ার গোলকিপার ঠেকিয়ে না দিলে ৫৬ মিনিটেই আবারো এগিয়ে যেতে পারত তারা৷ ৬২ মিনিটে ডি বক্সের বাইরে থেকে লুকা মদ্রিচের নেয়া জোরালো শট ব্যর্থ করে দেন জাপানি গোলকিপারও৷  

নির্ধারিত সময়ে আর গোল পায়নি দুই দলেরই কেউই৷ ম্যাচ গড়ায়  বাড়তি ৩০ মিনিটে৷ এই সময়ে দুই দল সতর্কভাবে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করে৷ ১০৪ মিনিটে জাপান জোরালো একটি আক্রমণ চালালেও সফলতা পায়নি৷

১২০ মিনিটের খেলাতেও ফলাফল না আসায় টাইব্রেকারে যায় দুই দুল৷ মিনআমিনো, মিতোমা আর ইয়োশিদার শট ঠেকিয়ে জাপানিজদের হৃদয় ভাঙেন ক্রোয়েশিয়ার গোলকিপার ডমিনিক লিভাকোভিচ৷

প্রথমার্ধে ডাইজেন মায়েদার গোলে এগিয়ে যায় জাপানছবি: Thanassis Stavrakis/AP Photo/picture alliance
ইভান পেরিশিচের গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়াছবি: Frank Augstein/AP Photo/picture alliance

শুক্রবার কোয়ার্টার ফাইনালে ব্রাজিল-দ. কোরিয়া ম্যাচে জয়ী দলের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া।

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ