1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘টাইম’ এর বর্ষসেরা ব্যক্তিত্ব ফেসবুক প্রতিষ্ঠাতা

১৬ ডিসেম্বর ২০১০

২৬ বছর বয়েসি মার্ক জুকারবার্গ আর ৩৯ বছরের জুলিয়ান আসাঞ্জ৷ প্রথমজন বানিয়েছেন ফেসবুক আর দ্বিতীয়জন হালের আলোচিত সমালোচিত উইকিলিক্স৷

মার্ক জুকারবার্গছবি: AP

কিন্তু দুজনের মধ্যে কে বেশি জনপ্রিয়? উত্তরটা সহজ নয়৷ বিখ্যাত মার্কিন সাময়িকী ‘টাইম' এর পাঠকরা ‘পারসন অব দ্য ইয়ার' বা বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে ভোট দিয়েছেন আসাঞ্জকে৷ কিন্তু টাইম কর্তৃপক্ষ অ্যাওয়ার্ডটি দিয়েছে জুকারবার্গকে৷ ফলে এই অ্যাওয়ার্ড যতজন পেয়েছেন তার মধ্যে জুকারবার্গ হলেন দ্বিতীয় কনিষ্ঠ ব্যক্তি৷ অনেক আগে, সেই ১৯২৭ সালে জুকারবার্গের চেয়ে এক বছর কম বয়সি আরেক মার্কিনী পেয়েছিলেন এই অ্যাওয়ার্ড৷

জুকারবার্গকে কেন বেছে নেয়া হলো সে ব্যাপারে টাইম-এর সম্পাদক রিচার্ড স্টেনগেল বলছেন ‘‘আমরা প্রতিদিন যেভাবে জীবন যাপন করতাম সেটা প্রতিনিয়ত বদলে দিচ্ছে ফেসবুক''৷ তিনি জুকারবার্গকে ‘টি-শার্ট পড়া রাষ্ট্রপ্রধান' বলে আখ্যায়িত করেছেন৷

বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে থাকা অবস্থায় ফেসবুক বানিয়েছিলেন জুকারবার্গ৷

আর্থিক লাভের জন্য ফেসবুক ব্যবহারকারীদের গোপন তথ্য কাজে লাগায়, এরকম সমালোচনার মুখে জুকারবার্গের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হওয়ার ঘটনা ফেসবুকের জন্য সুখের বিষয়৷ জুকারবার্গ বলেছেন, এ পুরস্কার সত্যিকারের সম্মান৷ ফেসবুক তৈরি এবং এর বিস্তারে তাঁর ছোট দল যে পরিশ্রম করেছে এটি তারই স্বীকৃতি৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: ফাহমিদা সুলতানা

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ