1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টাকা আছে, খরচ করতে পারছে না পশ্চিমবঙ্গ

১৭ মার্চ ২০২৩

কেন্দ্রের টাকা খরচ করতে পারছে না রাজ্য। উত্তর নেই প্রশাসনের কাছে।

ছবি: Satyajit Shaw/DW

কেন্দ্র পাওনা টাকা দিচ্ছে না, একবার নয়, বার বার এই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পারিষদেরা। এবার উলটপূরাণ। কেন্দ্র টাকা পাঠিয়েছে, কিন্তু খরচই করে উঠতে পারছে না রাজ্য সরকার।

শৌচাগার তৈরি, বর্জ্য নিকাশি ব্যবস্থা, পানীয় জলের প্রকল্প এমন একাধিক প্রজেক্টের টাকা রাজ্য সরকারকে পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু রাজ্য এখনো পর্যন্ত সে টাকা খরচ করে উঠতে পারেনি। প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ওই টাকা খরচ করার মতো প্রকল্পই তৈরি করে উঠতে পারেনি রাজ্য।

প্রশাসনের একাংশের অবশ্য বক্তব্য, এই ধরনের আরো কিছু প্রকল্পে টাকা পাঠিয়েছে কেন্দ্র। সেখানে কাজ হচ্ছে। একই ধরনের একাধিক প্রকল্পে টাকা পাঠানোয় রাজ্য নতুন প্রজেক্ট তৈরি করে উঠতে পারছে না এবং সে কারণেই টাকা পরে থাকছে। বস্তুত, পনেরোতম অর্থ কমিশনের শর্ত হলো, বরাদ্দের ষাট ভাগ টাকা খরচ করত হবে নির্দিষ্ট খাতেই। আর সে কারণেই আটকে গেছে রাজ্য প্রশাশন।

প্রধানমন্ত্রী আবাস যোজনা, একশ দিনের কাজ থমকে আছে বলে বার বার অভিযোগ করছে রাজ্য। এনিয়ে কেন্দ্র-রাজ্য সম্পর্ক যথেষ্ট তিক্ত হয়েছে। কেন্দ্র জানিয়েছে, এই টাকা নিয়ে দুর্নীতি হয়েছে, সে কারণেই টাকা আটকে রাখা হয়েছে। এই পরিস্থিতিতে স্বয়ং মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করেছেন। অথচ রাজ্যে এসে কেন্দ্রের টাকা পড়ে আছে আর তা খরচ করা যাচ্ছে না, এ নিয়ে কারো কোনো হেলদোল নেই।

এসজি/জিএইচ (আনন্দবাজার)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ