1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টাকা চেয়ে জার্মান সরকারের কাছে রেকর্ড আবেদন

১ মে ২০২০

করোনার কারণে সংকটে পড়া ছোট-বড় প্রায় সাড়ে সাত লাখ কোম্পানি কর্মীদের জন্য জার্মান সরকারের কাছে টাকা চেয়ে আবেদন করেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় কর্মসংস্থান সংস্থা, বিএ৷ 

ছবি: picture-alliance/VisualEyze

এসব কোম্পানি তাদের প্রায় এক কোটি এক লাখ কর্মীর জন্য এই টাকা চেয়েছে৷

বিশেষ পরিস্থিতিতে সংকটে পড়া কোম্পানিকে সহায়তা করতে ‘কুরৎসআরবাইট' নামে জার্মান সরকারের একটি প্রকল্প চালু আছে৷ ২০০৯ সালে বৈশ্বিক মন্দার সময় বিভিন্ন প্রতিষ্ঠান ও তাদের কর্মীদের রক্ষায় এটি শুরু করা হয়েছিল৷ 

জার্মান কুরৎসআরবাইট শব্দের অর্থ ‘শর্ট টাইম ওয়ার্ক'৷ অর্থাৎ সংকটের সময় একটি কোম্পানি চাইলে তার কর্মীদের কাজের সময় (কর্মঘণ্টা) কমিয়ে দিতে পারে, এবং সেই অনুযায়ী বেতন দিতে পারে৷ সেক্ষেত্রে কর্মীদের স্বাভাবিক বেতনের বাকি অংশটুকু দেয় সরকার৷ এর ফলে একটি কোম্পানি তার দক্ষ কর্মীদের ছাঁটাই না করে ধরে রাখতে পারে৷ ফলে সংকট কেটে যাওয়ার পর খুব দ্রুতই আবার স্বাভাবিক কাজে ফিরে যেতে পারে কোম্পানিগুলো৷ 

এছাড়া জার্মান অর্থনীতি রক্ষায়ও এটি সহায়ক বলে মন্তব্য করেছেন জার্মান ইকোনমিক ইনস্টিটিউটের অর্থনীতিবিদ হল্গার শ্যাফার৷ তিনি বলেন, যখন কেউ ভয়ে থাকে যে, কিছুদিনের মধ্যে তার চাকরি চলে যাবে, তখন সে কেনাকাটা কমিয়ে দেয়, খরচ কম করে- যা সামষ্টিক অর্থনীতির জন্য খারাপ

জার্মানির এই ‘কুরৎসআরবাইট' বিষয়টি এখন ইউরোপের কয়েকটি দেশও অনুসরণ করছে৷

২০০৯ সালে জার্মানির প্রায় ৩৩ লাখ কর্মীর জন্য এই প্রকল্প থেকে সহায়তা চাওয়া হয়েছিল৷ এবার এখন পর্যন্ত এক কোটি এক লাখ কর্মীর জন্য সহায়তা চাওয়া হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে জার্মানির কেন্দ্রীয় কর্মসংস্থান সংস্থা, বিএ৷

এছাড়া এপ্রিল মাসে বেকার ভাতার জন্য আবেদনের সংখ্যা মার্চ মাসের তুলনায় তিন লাখ আট হাজার বেড়েছে বলেও জানিয়েছে বিএ৷ সবমিলিয়ে পুরো সংখ্যাটি এখন ২৬ লাখ ৪৪ হাজারে দাঁড়িয়েছে৷

জেডএইচ/এসিবি (এপি, এএফপি, ডিপিএ)

দেখুন জানুয়ারির ছবিঘর...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ