1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টাকা দিতেই হলো গ্রিন লাইনকে

১০ এপ্রিল ২০১৯

নানা টালবাহানা ও সময়ক্ষেপণের পরও ক্ষতিপূরণ দেয়া থেকে নিষ্কৃতি পেলো না গ্রিন লাইন পরিবহন৷ দুর্ঘটনায় পা হারানো রাসেল সরকারকে ৫ লাখ টাকা দিতে হয়েছে পরিবহন কর্তৃপক্ষকে৷

Bangladesh Dhaka Straßenunfall
ছবি: bdnews24

হাইকোর্টের দুই বিচারক বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের উপস্থিতিতে রাসেলের হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেয় গ্রিন লাইন কর্তৃপক্ষ৷

এর আগে বুধবার সকালে গ্রিন লাইন কর্তৃপক্ষ ক্ষতিপূরণ পরিশোধে এক মাস সময় চাইলে আদালত তা নাকচ করে বিকেল ৩টার মধ্যে ‘কিছু' অংশ হলেও পরিশোধের নির্দেশ দেন৷

এরপর বিকেলে ‘মাত্র' ৫ লাখ টাকা দেয়ায় ‘উষ্মা' প্রকাশ করলেও ক্ষতিপূরণের বাকি ৪৫ লাখ টাকা আগামী এক মাসের মধ্যে রাসেলকে দেয়ার নির্দেশ দিয়েছে আদালত৷ এ আদেশের সময় পা হারানো রাসেল ও গ্রিন লাইন পরিবহনের মালিক হাজী মো. আলাউদ্দিন আদালতে উপস্থিত ছিলেন৷

রাসেলের ক্ষতিগ্রস্ত ডান পায়ের চিকিৎসা সাভারের সিআরপিতে করানোর ও বাঁ পায়ে সর্বাধুনিক প্রযুক্তির কৃত্রিম পা লাগানোর আদেশও দেন আদালত৷

রাসেল সরকার এক সময় ছিলেন প্রাইভেট কারের চালক৷ গত বছর ২৮ এপ্রিল যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারে গ্রিন লাইন পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়৷ তাঁর জীবন রক্ষায় একটি পা কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসকরা৷

ক্ষতিপূরণ চেয়ে সাবেক সাংসদ উম্মে কুলসুমের করা এক রিট আবেদনে রাসেলকে ৫০ লাখ টাকা দিতে নির্দেশ দিয়েছিল হাই কোর্ট৷ পরে আপিল বিভাগেও ওই আদেশ বহাল থাকে৷

আদালতে গ্রিন লাইন মালিকের পক্ষে শুনানি করেন আইনজীবী ওয়াজি উল্লাহ, রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন শামসুল হক রেজা৷

তবে গ্রিন লাইন কর্তৃপক্ষ আদালতের নির্দেশ সত্ত্বেও ক্ষতিপূরণ দিতে গড়িমসি করে৷

৪ এপ্রিল গ্রিন লাইনের মহাব্যবস্থাপক আবদুস সাত্তার আদালতকে জানান, প্রতিষ্ঠানের মালিক চিকিৎসার জন্য ভারতে গেছেন, ফিরবেন ৯ এপ্রিল৷

এরপর রাসেলকে ৫০ লাখ টাকা পরিশোধে গ্রিন লাইলকে ১০ এপ্রিল পর্যন্ত সময় দেয় হাই কোর্ট৷ এর পর আদালতে হলফনামা দাখিলেরও নির্দেশ দেয়া হয় পরিবহনটির কর্তৃপক্ষকে৷ এবার নির্দেশ না মানলে গ্রিন লাইনের সব বাস জব্দ করে নিলামে তুলে ক্ষতিপূরণের টাকা পরিশোধ করা হবে বলেও হুঁশিয়ার করে আদালত৷

এদিকে, এ মামলায় পক্ষভুক্ত হতে আপিল বিভাগে আবেদন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি৷

এডিকে/জেডএইচ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ