1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
বিচার ব্যবস্থাভারত

টাকা দিলে শিক্ষক, রাতে জেলে জেরা সাবেক পর্ষদকর্তাকে

২৬ জুলাই ২০২৩

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নতুন মোড়। টাকা ফেললেই শিক্ষক পদ তৈরি করে নিয়োগ করা হতো বলে অভিযোগ।

বিচারপতির নির্দেশ, রাতে জেলে গিয়ে মানিক ভট্টাচার্যকে জেরা সিবিআইয়ের।
বিচারপতির নির্দেশ, রাতে জেলে গিয়ে মানিক ভট্টাচার্যকে জেরা সিবিআইয়ের। ছবি: Subrata Goswami/DW

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সিবিআই মঙ্গলবার রাতে জেলে গিয়ে জেরা করলো মানিক ভট্টাচার্যকে। কারণ, তৃণমূল নেতা এবং সাবেক পর্ষদকর্তা মানিকের বিরুদ্ধে নতুন সব অভিযোগ সামনে এসেছে।

কী সেই অভিযোগ? অভিযোগ হলো, জেলায় কোনো শূন্যপদ নেই। কিন্তু টাকা দিলেই শূন্য পদ তৈরি হয়ে যেত। তারপর নিয়োগও হয়ে যেত. সবকিছু করতে ২৩ দিন সময় লাগত।

বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছেন, এটা হলো ডিজাইনড কোরাপশন, মানে আগে থেকে ছক করে দুর্নীতি। বাঁকুড়া, বীরভূম, হুগলি, মুর্শিদাবাদ এই চার জেলায় এই দুর্নীতি হয়েছে। তাই তিনি বিন্দুমাত্র দেরি না করে রাতেই মানিককে জেরা করার নির্দেশ দেন সিবিআইকে। বিচারপতি বলেন, এই কৌশল মানিকের মাথা থেকেই এসেছে বলে তিনি মনে করছেন।

শুধু নিয়োগ নয়, বদলি এবং পছন্দসই জায়গায় পোস্টিং পাওয়ার জন্যও টাকা নেয়া হত বলে অভিযোগ এসেছে। কেউ হয়ত বাঁকুড়ায় পোস্টিং চান। কিন্তু সেখানে কোনো খালি পদ নেই। পয়সা দিলেই তৈরি হয়ে যেত খালি পদ। মানিকের বিরুদ্ধে এই অভিযোগও এসেছে।

বিচারপতির নির্দেশের পরই প্রেসিডেন্সি জেলে বন্দি মানিককে আড়াই ঘণ্টা ধরে জেরা করে সিবিআইয়ের আধিকারিকরা। সিবিআইয়ের এসপি কল্যাণ ভট্টাচার্যের নেতৃত্বে চারজন অফিসারের দল গিয়ে এই বিষয়ে যাবতীয় তথ্য মানিকের কাছ থেকে জানতে চান। তার আগে বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, জেল সুপারকে সবরকম সহযোগিতা করতে হবে। না হলে আদালত তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। 

মঙ্গলবার রাতের পর বুধবারও মানিককে জেরা করা হচ্ছে।

বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআইকেও বলেছেন, তারা যদি ঠিকভাবে তদন্ত না করে, তাহলে তিনি প্রধানমন্ত্রীকে বলবেন।

জিএইচ/এসজি(টিভি৯, হিন্দুস্তান টাইমস)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ