1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টাকা নিয়ে বানরের ছেলেখেলা

১৯ ফেব্রুয়ারি ২০১৮

একটি বানর এক পর্যটকের মানিব্যাগ ছিনিয়ে নিলো৷ সেই টাকা নিয়ে এরপর করলো যাচ্ছেতাই৷ দেখুন ভিডিওতে৷

ছবি: DW/Kai Dambach

অর্থই অনর্থের মূল৷ এটা মানুষ ছাড়া আর কোনো প্রাণী বোঝে? বোঝে৷ বানর বোঝে৷ না হলে কি এমন কাণ্ড হয়!

এরই মধ্যে ভাইরাল হয়ে যাওয়া চীনের এক ভিডিওতে দেখা যায়, এক বানর একটি রেলিংয়ের ওপর বসে আছে৷ তার হাতে একটি ওয়ালেট৷

সে ওয়ালেট থেকে সব টাকা বের করে ছুড়ে ছুড়ে রেলিংয়ের ওপারে খাদের মধ্যে ফেলে দিচ্ছে৷

বানরের এই বাঁদরামি দেখে চিৎকার করে উঠছেন দর্শনার্থীরা৷

দেখেই বোঝা যায়, এটি একটি পর্যটনকেন্দ্র৷ ঘটনাটি চীনের সিচুয়ান প্রদেশের আমনেই পর্বতে ঘটেছে বলে শোনা যাচ্ছে৷ কারণ, দুষ্ট বানরদের জন্য জায়গাটি বিখ্যাত৷ ভিডিওটি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক গণমাধ্যমে৷৷

জেডএ/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ