1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টাকা পাচ্ছেন জার্মানির মানুষ

২৭ মার্চ ২০২০

অবশেষে করোনা সংকটের মাঝে আর্থিক সহায়তা পেতে চলেছে জার্মানির মানুষ ও ব্যবসা-বাণিজ্য প্রতিষ্ঠান৷ ১লা এপ্রিলের আগেই টাকা দেয়া শুরু হবার কথা৷

ছবি: imago images/teamwork/A. Duwentäster

শুক্রবার জার্মানির সংসদের উচ্চ কক্ষ সরকারের অর্থনৈতিক প্যাকেজ অনুমোদন করার পর অর্থের হস্তান্তর দ্রুত শুরু হবে বলে আশা করা হচ্ছে৷ বুধবারই নিম্নকক্ষ এই প্রস্তাব অনুমোদন করার আগে উচ্চকক্ষ সম্মতি জানিয়েছিল৷ শুক্রবার আনুষ্ঠানিকতা পূর্ণ হলো মাত্র৷

লকডাউনের ফলে অনেক মানুষের আয় বন্ধ হয়ে গেছে৷ দোকানপাট বন্ধ থাকায় বিক্রি হচ্ছে না৷ আয়ের অভাবের কারণে ভাড়া মেটানো কঠিন৷ জার্মানির সরকার সেই ঘাটতি অন্তত কিছুটা মেটাতে এগিয়ে আসছে৷ যদিও সেই উদ্যোগে গাফিলতির কারণে অনেক ভাড়াটের সমস্যা হবে বলে সমালোচনা হচ্ছে৷ অনেক বিশেষজ্ঞ সংশোধনের ডাক দিচ্ছেন৷

সরকারের প্যাকেজের আওতায় বেকারত্ব মোকাবিলারও ব্যবস্থা রয়েছে৷ করোনা সংকটের ফলে বিপর্যস্ত কোম্পানিগুলির অস্তিত্ব রক্ষা করে কর্মীদের বেতন নিশ্চিত করতে চায় সরকার৷ পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত কৃত্রিমভাবে অর্থনীতি যতটা সম্ভব চাঙ্গা করে মন্দা প্রতিরোধ করাই জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সার্বিক লক্ষ্য৷ বাস্তবে সেই প্রচেষ্টা কতটা কার্যকর হবে, সে বিষয়ে অবশ্য সংশয় রয়েছে৷ তবে ছোট কোম্পানি ও স্বনির্ভর ব্যক্তিদের জন্য সরাসরি যে ৫০০ কোটি ইউরো ধার্য করা হয়েছে, তার সুফল নিয়ে আশার আলো দেখা যাচ্ছে৷

বড় কোম্পানির জন্য অন্যরকম ব্যবস্থা করছে জার্মান সরকার৷ রাষ্ট্রীয় পুনর্গঠন ব্যাংক ৬০,০০০ কোটি ইউরো মূল্যের এক বিশেষ তহবিল সৃষ্টি করছে৷ বড় আকারের কোম্পানি সেখান থেকে সহজে ও দ্রুত ঋণ নিতে পারবে৷ প্রয়োজনে সরকার কোম্পানির আংশিক বা পূর্ণ মালিকানাও গ্রহণ করতে পারবে৷

এদিকে জার্মানিতে করোনা ভাইরাসের সংক্রমণ আরো বেড়ে চলেছে৷ শুক্রবার আক্রান্ত মানুষের সংখ্যা ৪২,০০০ ছাড়িয়ে গেছে৷ মৃতের সংখ্যা আড়াইশোর বেশি৷ রবার্ট কখ ইনস্টিটিউট করোনা পরিস্থিতি সম্পর্কে দৈনিক সংবাদ সম্মেলনের আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে৷ জার্মান স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান এখনো কড়াকড়ি শিথিল করতে প্রস্তুত নন

এসবি/এসিবি (ডিপিএ, রয়টার্স)
 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ