1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নিহত ২

২২ ডিসেম্বর ২০২২

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রেললাইনে সাগর ও সজিব নামের দুই যুবক হাঁটাহাঁটি করার সময় ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেসের ধাক্কায় নিহত হন৷

ছবি: DW/M. Rahman

বৃহস্পতিবার ভোরে উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই ফজলুল হক৷

নিহতরা হলেন-পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের চঞ্চল সিকদারের ছেলে ৩৫ বছর বয়সি মো. সাগর ও একই জেলার আমিনপুর উপজেলার আহাম্মেদপুর গ্রামের মো. লিয়াকতের ছেলে ৩৩ বছর বয়সি মো. সজিব ৷

এসআই ফজলুল হক বলেন, সাগর ও সজিব প্রাইভেটকারে করে ঢাকা থেকে পাবনা যাচ্ছিলেন৷ পথে প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় পৌঁছালে অন্য একটি প্রাইভেটকার পাশ কাটানোর চেষ্টা করে৷ এ সময় সাগর ও সজিবদের গাড়িটি মহাসড়কের পাশে নেমে যায়৷

পরে চালক প্রাইভেটকারটি উপরে উঠানোর সময় সাগর ও সজিব গাড়ি থেকে নেমে রেললাইনে হাঁটাহাঁটি করছিলেন৷ এ সময় ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুজনই নিহত হন৷

আইনী প্রক্রিয়া শেষে দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ফজলুল হক৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ