1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টাটুর প্রেমিক শাহরুখ, আরিয়ান, সুহানা

২৫ সেপ্টেম্বর ২০১০

টাটু৷ না, না৷ উল্কি বললেই ঠিক হবে৷ সেই উল্কির প্রেমে এবং শাহরুখ আর তাঁর ছানারা সকলেই মজে আছে ও আছেন৷ শরীরে উল্কি আঁকানোর জন্য সকলেই উন্মুখ৷ উল্কি এঁকে শাহরুখ পুত্র আরিয়ানকে নাকি ভয়ঙ্কর দেখিয়েছে৷ আর ক্যারিশমাটিক৷

টাটু ,অ্যাটিটিউড, ক্যারিশমা, উল্কি,শাহরুখ,সুপারস্টার, আরিয়ান, ভয়ঙ্কর, প্রেমিক, সুহানা, Shahrukh Khan, Aryan, Tattoo,, Charismatic, Passion, Passionate, Love, Hate
টাটু উৎসবের ভিড়েছবি: picture-alliance / dpa

ক্যারিশমা... অ্যাটিটিউড আর প্যাশন৷ ইন্জিরি ফুটিয়ে গালভারি করে কাজ নেই, কথা হল শাহরুখ খান তাঁর দুই ছেলেমেয়ে আরিয়ান আর সুহানাকে নিয়ে বাড়িতে ফোটোগ্রাফার ডাকিয়ে একখানা জবরদস্ত ফোটোশুট করেছেন৷ ফোটোর বিষয় হল টাট্টু....থুড়ি উল্কি৷ যে ছবির সবকটাই নাকি বলছে ওই ক্যারিশমা...প্যাশন ট্যাশনের কথা৷ মানে বাপ আর ছেলেমেয়ে সকলেই শরীরে উল্কি এঁকে অবিনাশ গোয়ারিকরের তোলা সেই ছবিগুলো কায়দা করে তুলে তারপরে জম্পেশ করে বাঁধিয়ে এক্কেবারে ঘরে টাঙাতে তৈরি৷

‘তৈরি উল্কিই ছিল ওগুলো', র স্বীকারোক্তি৷ ‘আসলে আমরা সকলেই খুব টাটু ভালোবাসি কিনা, তাই ওই টাটুগুলো এঁকে তারপর ছবি তুলেছি৷' পোষাক ছিল, মানে ছবিতে, কোরা শাদা রঙের ধুতি, উর্দ্ধাঙ্গ উন্মুক্ত, সেই উন্মুক্ত অঙ্গে ছিল রঙবেরঙের টাটু, ওই উল্কি আর কি, তাদের বাহার৷

বার্লিনালেতে ফ্যানেদের সঙ্গে শাহরুখছবি: AP

বাহার নাকি বেজায় খুলেছিল মাস্টার শাহরুখের৷ ছবিই বলছে সেকথা৷ আরিয়ান খান এই ফোটোশুটের পুরোটাই একটা তীব্র ক্রোধের আর ভয়ঙ্কর রসের অভিব্যক্তি ফুটিয়ে রেখেছিল তার সদ্য কৈশোরে পা দেওয়া সুকুমার মুখে৷ ‘সে ছবিগুলো বেশ এসেছে৷ ভালোই৷' একটু উদাস মুখে বলেছেন শাহরুখ৷

উদাস কেন? ছেলের দিকে তাকিয়ে তাহলে সুপারস্টারের মাথায় সেই চিন্তাই আসলে খেলছে৷ সেই যে সেই চিন্তাটা....

‘সিংহাসন সামলাতে পারবে তো আমার আরিয়ান? টাটু এঁকে অবশ্যি ওকে বেশ দেখাচ্ছিল, অনেকটা যেন, অনেকটা যেন আমারই ছায়া.....'

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ