1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্ডেসলিগা

২১ অক্টোবর ২০১২

বুন্ডেসলিগায় টানা আটটি খেলায় জয় নিয়ে নতুন রেকর্ড গড়েছে বায়ার্ন মিউনিখ৷ তবে ডর্টমুন্ডের মাঠে খেলা নিয়ে সহিংসতার ফলে আটক করা হয়েছে প্রায় ২০০ জনকে৷ ফলে বায়ার্নের রেকর্ড-এর চেয়ে বেশি আলোচিত হচ্ছে ডর্টমুন্ডের ঘটনা৷

ছবি: picture-alliance/dpa

শনিবার ৫-০ গোলে ফরটুনা ড্যুসেলডর্ফ'কে পরাজিত করে বায়ার্ন মিউনিখ৷ ২৮ মিনিটে প্রথম গোল করেন ক্রোয়েশীয় তারকা মারিও মান্ডজুকিচ৷ আট মিনিট পরেই দ্বিতীয় বার প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে দেন ব্রাজিলীয় তারকা লুইস গুস্তাভো৷ এর পরের দু'টি গোল আসে যথাক্রমে ৫৫ এবং ৮৬ মিনিটে জার্মান জাতীয় দলের তারকা টমাস ম্যুলারের পা থেকে৷ আর ম্যুলারের এক মিনিট পরেই আরো একটি গোল করেন রাফিনা৷

এই টানা অষ্টম জয়ের মধ্য দিয়ে ২৪ পয়েন্ট অর্জন করে তালিকার শীর্ষে অবস্থান করছে বায়ার্ন মিউনিখ৷ এর আগে ১৯৯৫ সালে বায়ার্ন মিউনিখ, ২০১০ সালে মাইন্স এবং ২০০১ সালে কাইজার্সলাউটার্ন সাতটি করে খেলায় টানা জয় নিয়ে যৌথ রেকর্ড গড়েছিলেন৷ এছাড়া এটি কোচ ইয়ুপ হেঙ্কেজ এর নেতৃত্বে বুন্ডেসলিগার মাঠে ৩০০তম জয়৷ তাই এই জয় হেঙ্কেজ এর জন্য আরো একটু বেশি মাত্রায় আনন্দ ও উচ্ছ্বাসের ঘটনা৷ তাঁর ভাষায়, ‘‘অবশ্যই, আমি খুব আনন্দিত৷ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকার খেলেছি৷''bbig#

তবে শনিবার দিনটি ছিল রুর অঞ্চলের ফুটবলপ্রেমী মানুষের জন্য কলঙ্কের দিন৷ বোরুসিয়া ডর্টমুন্ডের সাথে শালকের খেলার সময় ঘটে ভক্তদের মধ্যে সহিংসতার ঘটনা৷ প্রায় ৮০ হাজার দর্শকের উপস্থিতি ছিল জিগনাল ইদুনা পার্ক স্টেডিয়ামে৷ বেশ হাড্ডাহাড্ডি লড়াই করে ২-১ গোলে স্বাগতিকদের হারায় শালকে৷ কিন্তু মাঠের বাইরে ডর্টমুন্ড ভক্তরা একটি রেস্তোঁরা এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে৷ এছাড়া তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে৷ ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷

এছাড়া মুখোশধারী একদল ডর্টমুন্ড সমর্থক স্টেডিয়ামে পৌঁছলে প্রায় ৬০০ শালকে সমর্থক তাদের উপর হামলা চালায়৷ পুলিশ শালকে সমর্থকদের পিছু হটাতে জলকামান ব্যবহার করে৷ এছাড়া স্টেডিয়ামে এক হাজার পুলিশ মোতায়েন করা হয়৷ তবুও সহিংসতায় আট পুলিশ কর্মকর্তা আহত হন এবং ২০০ জনকে আটক করা হয়৷

এএইচ / জেডএইচ (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ