1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বর্ষসেরা ফুটবলার মেসি

৮ জানুয়ারি ২০১৩

আবারও ফিফা বর্ষসেরা ফুটবলার হয়েছেন লিওনেল মেসি৷ টানা চতুর্থবারের মতো এ পুরস্কার জিতলেন বার্সেলোনা ও আর্জেন্টিনার এই ‘ফরোয়ার্ড’৷ ফুটবল ইতিহাসে এমনটি আর কেউ পারেননি৷

Lionel Messi of Argentina, FIFA World Player of the Year 2012 smiles as he holds his FIFA Ballon d'Or trophy during the FIFA Ballon d'Or 2012 soccer awards ceremony at the Kongresshaus in Zurich January 7, 2013. REUTERS/Michael Buholzer (SWITZERLAND - Tags: SPORT SOCCER TPX IMAGES OF THE DAY)
ছবি: Reuters

সোমবার রাতে সুইজারল্যান্ডের জুরিখে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়৷ তাঁর বার্সেলোনা সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা ও রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে তিনি যে এবারও বিশ্বসেরা হবেন, তা বেশ বোঝা যাচ্ছিল৷ ২০১২ সালটা দারুণ কেটেছে তাঁর৷ বার্সেলোনা স্প্যানিশ লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারলেও, মেসি কিন্তু ঠিকই তাঁর জাত চিনিয়েছেন৷ এক পঞ্জিকাবর্ষে জার্মানির সাবেক স্ট্রাইকার জার্ড মুল্যারের গড়া সবচেয়ে বেশি (৮৫) গোলের রেকর্ড ভেঙেছেন৷ সব মিলিয়ে গোল করেছেন ৯১টি৷ এর মধ্যে ৭৯টি বার্সেলোনার হয়ে আর ১২টি আর্জেন্টিনার হয়ে৷

ফুটবল ইতিহাসে এমনটি আর কেউ পারেননিছবি: picture-alliance/dpa

মেসির আগে আর মাত্র দু'জন ফুটবলারই পেরেছেন সর্বোচ্চ তিনবার ফিফা বর্ষসেরার পুরস্কার জিততে, তাঁরা হলেন ব্রাজিলের রোনালদো এবং ফ্রান্সের জিনেদিন জিদান ৷ তবে এই দুই সাবেক ফুটবলারের কেউই অবশ্য টানা তিনবার বর্ষসেরা হননি৷

ফিফা বিশ্বের সেরা ফুটবলারকে পুরস্কৃত করা অবশ্য খুব বেশি আগে শুরু করেনি৷ প্রথমবার এ পু্রস্কার দেয়া হয় ১৯৯১ সালে৷ তার আগে এর প্রচলন হলে পেলে, ম্যারাডোনা তো বটেই, এর বাইরেও অনেক কিংবদন্তির নামই যে এ তালিকায় শোভা পেতো তাতে কোনো সন্দেহ নেই৷

যা হোক, এবার মেয়েদের বর্ষসেরা ফুটবলার হয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যাবি ওয়ামবাখ৷ জুরিখের জমকালো অনুষ্ঠানে এর বাইরেও বেশ কিছু পুরস্কার দেয়া হয়৷ এর মধ্যে একটির কথা তো না বললেই নয়৷ পুরুষদের ফুটবলে স্পেনের ভিসেন্তে দেল বস্ক আর মেয়েদের মাঝে সুইডেনের পিয়া স্যান্ডহেজ পেয়েছেন সেরা কোচের স্বীকৃতি৷

এছাড়া গত বছরের সেরা একাদশও বেছে নিয়েছে ফিফা৷ সেখানেও স্প্যানিশ এবং স্প্যানিশ লিগে খেলছেন এমন বিদেশিদেরই জয়জয়কার৷ কে কে আছেন জানেন? ইকার ক্যাসিয়াস (গোলরক্ষক), সার্জিও র‌্যামোস, জেরার্ড পিকে, মার্সেলো, দানিয়েল আলভেস, আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি, জাবি আলনসো, ক্রিস্টিয়ানো রোনালদো, রাদামেল ফ্যালকাও ও লিওনেল মেসি৷

এসিবি/ডিজি (ডিপিএ. এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ