1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টানা চতুর্থবার সংসদ নেতা শেখ হাসিনা

১০ জানুয়ারি ২০২৪

আবারো সংসদ নেতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা৷ দলীয় সংসদ সদস্যদের শপথ শেষে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় সভায় তাকে সংসদ নেতা হিসেবে নির্বাচিত করা হয়৷

শপথ নিচ্ছেন শেখ হাসিনাসহ অন্য জয়ী প্রার্থীরা
মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জয়ী প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নেনছবি: Press Information Department of Bangladesh

সভা সূত্র জানায়, সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের৷ বর্তমান চিফ হুইপ নূর- ই- আলম চৌধুরী লিটন ওই প্রস্তাবের সমর্থন জানান৷ পরে সর্বসম্মতিক্রমে তা গ্রহণ করা হয়৷ সংসদ নেতা নির্বাচনের পাশাপাশি বৈঠকে সংসদ উপনেতাও নির্বাচন করা হয়৷ একাদশে জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরীকেই দ্বাদশ জাতীয় সংসদের উপনেতা নির্বাচিত করা হয়৷  এছাড়া বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আবারও স্পিকার হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়৷ ডেপুটি স্পিকার শামসুল হক টুকুও থাকছেন একই দাযিত্বে৷ এছাড়া নুর ই আলম চৌধুরীকে দ্বাদশ জাতীয় সংসদে চিফ হুইপ হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়৷

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শপথ পাঠ করানোর পর শেখ হাসিনাকে শুভেচ্ছা জানানছবি: Press Information Department of Bangladesh

সংসদ সদস্যদের শপথ

সংসদ নেতা, উপনেতা, স্পিকার, ডেপুটি স্পিকার এবং হুইপ নির্বাচনের আগে মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জয়ী প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নেন৷ সকাল ১০টায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন৷ স্বতন্ত্র এমপিরা শপথ নেন তারপর৷ স্পিকার শিরীন শারমিন চৌধুরী সবাইকে শপথ বাক্য পাঠ করান৷ পরে সবাই শপথপত্রে সই করেন৷ বেলা ১১টায় স্বতন্ত্র সংসদ সদস্যরা এবং দুপুর ১২টায় জাতীয় পার্টি ও অন্য দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন৷ নির্বাচন কমিশনের (ইসি) গ্যাজেট অনুযায়ী, এবারের নির্বাচনে ৬২ আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন৷

এবারের নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ পেয়েছে ২২২ আসন৷ ফলে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ৷ এর আগে ১৯৯৬-২০০১ মেয়াদে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ৷ বিএনপিসহ ১৬টি রাজনৈতিক দল এবারের নির্বাচন বর্জন করেছে৷ আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান হবে৷

আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্রগুলো বলছে, ৪৫ সদস্যের মন্ত্রিসভা থেকে অন্তত ১৫ জন বাদ পড়তে পারেন৷ এর মধ্যে টানা তিন মেয়াদে মন্ত্রিসভায় আছেন এমন নেতাও বাদ পড়তে পারেন৷ এর বাইরে মন্ত্রিসভার তিনজন সদস্য নির্বাচনে পরাজিত হয়েছেন এবং তিনজন দলের মনোনয়নই পাননি৷ এবার যে তিনজন প্রতিমন্ত্রী পরাজিত হয়েছেন, তারা হলেন ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী৷

এপিবি/এসিবি (দ্য ডেইলি স্টার)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ