1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শীর্ষে বায়ার্ন মিউনিখ

৩০ সেপ্টেম্বর ২০১২

বুন্ডেসলিগার চলতি মৌসুমের ছয়টি খেলার ছয়টিতেই জয় ছিনিয়ে নিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখল বায়ার্ন মিউনিখ৷ ভের্ডার ব্রেমেনের বিরুদ্ধে খেলার একেবারে শেষ নয় মিনিটে দু’টি গোল করে জয়ের ধারা বজায় রাখল বাভারিয়ানরা৷

GettyImages 153030641 Bayern Munich's Brazilian midfielder Luiz Gustavo celebrates his goal (0-1) during the German first division Bundesliga football match SV Werder Bremen vs FC Bayern Munich in Bremen, northern Germany, on September 29, 2012. AFP PHOTO / JOHANNES EISELE DFL RULES TO LIMIT THE ONLINE USAGE DURING MATCH TIME TO 15 PICTURES PER MATCH. IMAGE SEQUENCES TO SIMULATE VIDEO IS NOT ALLOWED AT ANY TIME. FOR FURTHER QUERIES PLEASE CONTACT DFL DIRECTLY AT + 49 69 650050. (Photo credit should read JOHANNES EISELE/AFP/GettyImages)
ছবি: Getty Images

শনিবার ভের্ডার ব্রেমেনের মাঠে স্বাগতিকদের ২-০ গোলে হারিয়ে বায়ার্ন মিউনিখ পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের অবস্থান ধরে রেখেছে৷ খেলার শেষ পর্যায়ে ৮১ মিনিটে প্রথম গোল করে বাভারিয়ান ভক্তদের মনে জয়ের আশা জাগান লুই গুস্তাভো৷ আর গুস্তাভোর দেখানো পথ ধরে দুই মিনিট পরেই প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন মারিও মান্ডসুকিচ৷ বাভারিয়ান কোচ ইয়ুপ হেঙ্কেজ খেলার শেষে তাই বললেন, ‘‘প্রথমার্ধে আমরা খুবই ধীর গতিতে ছিলাম এবং খেলোয়াড়রা আমার ধৈর্য পরীক্ষা করছিল৷ তাই বিরতির সময় তাদেরকে আমার জরুরি কথাগুলো শোনাতে হয়েছে এবং তাতে কাজ হয়েছে৷''

ফুটবল বোদ্ধারা মনে করছেন, বাভারিয়ানদের এই জয় থেকে বোঝা যাচ্ছে যে বোরুসিয়া ডর্টমুন্ড গত দুই মৌসুমে যে শ্রেষ্ঠত্ব দেখিয়েছে তা হয়তো এবার পাল্টে যাচ্ছে৷ কারণ এখন পর্যন্ত বায়ার্ন মিউনিখের সংগ্রহ ১৮ পয়েন্ট৷ পাঁচ পয়েন্টের ব্যবধানে আইন্ট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট রয়েছে দ্বিতীয় স্থানে৷ আর ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে বোরুসিয়া ডর্টমুন্ড এবং শালকে৷

বোরুসিয়া ডর্টমুন্ড বেশ শোচনীয়ভাবে ৫-০ গোলে হারিয়েছে বোরুসিয়া ম্যোনশেনগ্লাডবাখকেছবি: Getty Images

তবে বোরুসিয়া ডর্টমুন্ডও বেশ শোচনীয়ভাবে ৫-০ গোলে হারিয়েছে বোরুসিয়া ম্যোনশেনগ্লাডবাখকে৷ খেলার ৩৫ মিনিটে ডর্টমুন্ডের পক্ষে ধারাবাহিক গোলের শুভ সূচনা করেন ম্যোনশেনগ্লাডবাখের সাবেক তারকা মারকো রয়েস৷ তিনি ৭০ মিনিটে আরো একটি গোল করেন৷ এছাড়া দলের জয় নিশ্চিত করতে ৪০ মিনিটে গোল করেন সার্বিয়ার আন্তর্জাতিক তারকা নেভেন সুবোটিচ৷ ৭৯ মিনিটে গোল করেন সম্প্রতি ফ্লু থেকে উঠে আসা তারকা ফুটবলার ইলকে গুন্ডোগান৷ আর ৮৫ মিনিটে জালে বল পাঠিয়ে গোলের খাতা বন্ধ করেন ইয়াকুব ব্লাচিকোভস্কি৷

বেশ আশ্চর্যের বিষয় হলো বায়ার্ন মিউনিখের মতো সেরা দলের খেলায় দর্শক ছিল মাত্র ৪২ হাজার৷ অথচ ডর্টমুন্ড এবং ম্যোনশেনগ্লাডবাখের মধ্যের লড়াই দেখতে মাঠে হাজির হয়েছিলেন আশি হাজারেরও বেশি ফুটবলপ্রেমী মানুষ৷

দিনের অপর খেলাগুলোতে হফেনহাইম এবং আউগসবুর্গ করেছে গোলশূন্য ড্র৷ হামবুর্গ ১-০ গোলে হারিয়েছে হানোফারকে৷ শ্টুটগার্ট ন্যুরেমব্যার্গকে হারিয়েছে ২-০ গোলে এবং একই ব্যবধানে গ্র্যোয়েথার ফ্যুর্থ হেরেছে বায়ার লেভারকুজেনের কাছে৷

এএইচ / এআই (ডিপিএ, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ