1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টানা দুইবার ফর্মুলা ওয়ানের বিশ্ব চ্যাম্পিয়ন ফেটেল

৯ অক্টোবর ২০১১

টানা দ্বিতীয়বারের মত ফর্মুলা ওয়ানের বিশ্ব শিরোপা জয় করে নিলেন রেড বুলের জার্মান চালক সেবাস্টিয়ান ফেটেল৷ রোববার জাপান গ্রঁ প্রিঁতে চ্যাম্পিয়নশীপ নিশ্চিত করেন তিনি৷

জার্মানির সেবাস্টিয়ান ফেটেলের (মাঝে) আনন্দ উদযাপনছবি: dapd

তবে রেসের সেরা হয়েছেন ম্যাকলারেন এর ব্রিটিশ চালক জেনসন বাটন৷

মাত্র ২৪ বছর বয়সে দুই দুই বার বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতে রেকর্ড করলেন জার্মান ফেটেল৷ এখনও চলতি মৌসুমের চারটি রেস বাকি রয়ে গেছে৷ তার আগেই নিজের বিশ্ব চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে ফেললেন তিনি৷ রোববার জাপানের গ্রঁ প্রিঁ তে তৃতীয় হন ফেটেল৷ ফলে এই মৌসুমে তাঁর পয়েন্ট গিয়ে দাড়িয়েছে ৩২৪ এ৷ তার পরে অনেক দূরে রয়েছেন ম্যাকলারেনের জেনসন বাটন, যার পয়েন্ট ২১০৷ এরপর রয়েছেন ফেরারির ফার্নান্দো আলোন্সো ২০২ পয়েন্ট নিয়ে৷ ফলে চলতি মৌসুমে আর কেউই ফেটেলকে ছাড়িয়ে যেতে পারছেন না৷

ছবি: dapd

রোববার জাপানের সুজুকাতে নামার আগেই ফেটেল জানতেন আর একটি মাত্র পয়েন্ট দরকার তাঁর৷ নয়তো তার পরে দ্বিতীয় অবস্থানে থাকা আলোন্সো যেন রেস জিততে না পারে৷ তাই হয়েছে, বাটন রেস জিতেছেন, আলোন্সো হয়েছেন দ্বিতীয় আর তার পরেই ছিলেন ফেটেল৷ অবশ্য তিনজনের মধ্যেই তীব্র প্রতিদ্বন্দ্বীতা হয়েছে৷ মাত্র দুই সেকেন্ডের ব্যবধানে রেস শেষ করেন এই তিন চালক৷ তাদের পরেই ছিলেন ফেটেলের টিমমেট মার্ক ওয়েবার, ম্যাকলারেনের লুইস হ্যামিল্টন এবং মার্সিডিজের হয়ে মিশায়েল শুমাখার৷

অবশ্য জাপানের এই সুজুকা ট্র্যাক বরাবরই প্রিয় জেনসন বাটনের৷ নিজের দ্বিতীয় হোম বলে পরিচিত এই ট্র্যাকে বাটন ছিলেন সবার আগে৷ শুরু থেকেই অবশ্য রেসের লিড ধরে রাখতে না পারলেও পরে দারুণ ভাবে ফিরে আসেন বাটন৷ এরপর শেষ ল্যাপে স্প্যানিশ আলোন্সোর সঙ্গে দারুণ লড়াই হয় তার৷ কিন্তু কিছুতেই আলোন্সোকে টপকে যেতে দেন নি তিনি৷ মাত্র এক সেকেন্ডের জন্য পেছনে পড়ে যান আলোন্সো৷ তার মাত্র এক সেকেন্ডেরও কমে রেস শেষ করেন ফেটেল৷

এদিকে জাপান গ্রঁ প্রিঁ বাটন জিতলেও দিনটি ছিল ফেটেলের৷ তাই বিশ্ব চ্যাম্পিয়নকে অভিনন্দন জানাতে ভুলেননি বাটন৷ শুরু থেকেই রেসটি ছিল দারুণ, এই সার্কিটটি আমাদের সকলের জন্যই বিশেষ, বলেন বাটন৷

এদিকে এত কম বয়সে টানা দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর দারুণ উচ্ছসিত জার্মানির সেবাস্টিয়ান ফেটেল৷ এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, গোটা বছরটাই ছিল দুর্দান্ত, তবে এখনও অনেক ভালো জিনিষ সামনে রয়ে গেছে৷ চ্যাম্পিয়নশিপ জেতাটা বরাবরই বিশেষ কিছু৷ অনেক কিছু বলতে চাইলেও এখন সব মনে পড়ছে না৷ এভাবেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন জার্মান এই ফর্মুলা ওয়ান তারকা৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ