1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আডেলের রেকর্ড

৫ জানুয়ারি ২০১৩

ব্রিটিশ সংগীত তারকা আডেল’এর গ্র্যামি জয়ী ‘২১’ টানা দু’বছর ধরে মার্কিন বিক্রি তালিকায় শীর্ষে রয়েছে৷ ২০১২ সালে মার্কিন তারকা টেইলর সুইফট’এর ‘রেড’ অ্যালবামের চেয়েও বেশি বিকিয়েছে ‘২১’৷ নিলসেন সাউন্ডস্ক্যান জানিয়েছে এই তথ্য৷

ছবি: AP

১৯৯১ সাল থেকে গানের অ্যালবাম বিক্রির রেকর্ড সংগ্রহ করছে নেলসেন৷ সেই সময় থেকে এখন অবধি অন্য কোন অ্যালবাম টানা দু'বছর বিক্রি তালিকায় শীর্ষে থাকেনি, যা ঘটেছে ‘২১' এর ক্ষেত্রে৷ ‘স্কাইফল' তারকা আডেলের এই অ্যালবামটির ৪.৪১ মিলিয়ন কপি যুক্তরাষ্ট্রে বিক্রি হয়েছে গত বছর৷ ‘রেড' এর ক্ষেত্রে বিক্রির পরিমাণ ৩.১১ মিলিয়ন কপি৷

সামগ্রিকভাবে অবশ্য যুক্তরাষ্ট্রে অ্যালবাম বিক্রির পরিমাণ কমেছে৷ ২০১১ সালে আগের বছরের তুলনায় বিক্রি নাটকীয়ভাবে তিন শতাংশ বাড়লেও পরের বছর আবারো কমেছে চার শতাংশ৷ গত বছর মোট বিক্রির পরিমাণ ছিল ৩১৫.৯৬ মিলিয়ন কপি৷

বন্ড মুভি স্কাইফলের গান গেয়েছেন আডেলেছবি: Twitter/OfficialAdele

আডেলের ‘২১' অ্যালবামে ‘রোলিং ইন দ্য ডিপ' এবং ‘সামওয়ান লাইক ইউ' গানগুলো রয়েছে৷ ২০১২ সালের শুরুতে এসব গানের জন্য ছয়টি গ্র্যামি অ্যাওয়ার্ড জয় করেন আডেল৷

বিলবোর্ড চার্টের সহযোগী পরিচালক কেইথ কাউলফিল্ড এই বিষয়ে বলেন, ‘‘এধরনের অ্যালবাম অনেকটা ‘জীবনে একবার পাওয়া যায়' ধরনের৷ ইতিহাসে এধরনের অ্যালবাম খুব বেশি নেই''৷

প্রসঙ্গত, সংগীত শিল্পী আডেলের জন্ম ১৯৮৮ সালের ৫ মে৷ ২০০৬ সালে মাইস্পেসে আডেলের একটি গানের ডেমো প্রকাশ করেছিলেন তাঁর এক বন্ধু৷ এরপরই এক্সএল রেকর্ডিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি৷ তাঁর প্রথম অ্যালবাম ‘১৯' বাজারে আসে ২০০৮ সালে৷ বাণিজ্যিকভাবে সফল হয় এটি৷ ২০০৯ সালে সেরা নতুন শিল্পী এবং সেরা নারী পপ ভোকাল পারফর্মেন্সের জন্য গ্র্যামি অ্যাওয়ার্ড জয় করেন তিনি৷ এই শিল্পী জার্মানিতেও ব্যাপক জনপ্রিয়৷

এআই / জেডএইচ (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ