1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফর্মুলা ওয়ান

২৯ অক্টোবর ২০১২

রেড বুল টিম’এর জার্মান চালক সেবাস্টিয়ান ফেটেল সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়ার পর ভারতেও জয়ের মুখ দেখলেন৷ রবিবার দিল্লির উপকণ্ঠে গ্রেটার নয়ডায় বুদ্ধ সার্কিটে তিনি পিছনে ফেলে দিলেন আলোনসো ও ভেবার’কে৷

Red Bull Formula One driver Sebastian Vettel of Germany waves after taking pole position in the qualifying session of the Indian F1 Grand Prix at the Buddh International Circuit in Greater Noida, on the outskirts of New Delhi, October 27, 2012. Vettel took pole position ahead of team mate Mark Webber of Australia and McLaren's Lewis Hamilton of Britain who will start third. REUTERS/Vivek Prakash (INDIA - Tags: SPORT MOTORSPORT F1 TPX IMAGES OF THE DAY)
ছবি: Reuters

প্রথম বারের মতো রুদ্ধশ্বাস উত্তেজনা না থাকলেও ভারতে ফর্মুলা ওয়ানের দ্বিতীয় আসরকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা কম ছিল না৷ রবিবার দিল্লির উপকণ্ঠে গ্রেটার নয়ডায় বুদ্ধ সার্কিট ছিল জমজমাট৷ শুধু মোটর রেসিং প্রতিযোগিতা বা তার অংশগ্রহণকারীরাই নয়, দর্শকদের মধ্যে তারকারাও যথেষ্ট নজর কেড়েছিলেন৷ গ্ল্যামার জগত ছাড়া এফ ওয়ান – তাও আবার ভারতে? কল্পনাই করা যায় না৷

জার্মানির সেবাস্টিয়ান ফেটেল ভারতের গ্রঁ প্রি'তে জয়ী হয়েছেন৷ রেড বুল টিম'এর এই তারকা এই নিয়ে পর পর ৪টি প্রতিযোগিতায় জয়লাভ করলেন৷ সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়ার পর ভারতেও সৌভাগ্য তাঁর পিছু ছাড়ে নি৷ তবে প্রথম বারের মতো ফেরারি টিমের ফ্যার্নান্দো আলোনসো ও রেড বুল টিমের আরেক তারকা মার্ক ভেবার'কে হারাবার মজাটাই ছিল আলাদা৷ রেসের শুরুতে অবশ্য ৩৯ পয়েন্টে এগিয়ে ছিলেন আলোনসো'ই৷ কিন্তু কথায় বলে, ওস্তাদের মার শেষ রাতে৷ ফেটেল সেই ব্যবধান কমিয়ে এনে ১৩ পয়েন্টে এগিয়ে যান৷

Red Bull Formel 1 Indien Neu Delhiছবি: AFP/Getty Images

ভারতে প্রতিযোগিতার শেষে ফর্মুলা ওয়ান সার্কিটে বর্তমান চিত্র দাঁড়ালো এ রকম৷ ২৪০ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষে রয়েছেন ফেটেল৷ আলোনসো'র পয়েন্ট ২২৭, লোটাস টিমের কিমি রাইকোনেন'এর ১৭৩ এবং মার্ক এর ১৬৭৷ আনুষ্ঠানিকভাবে দৌড়ের বাইরে ছিটকে গেছেন ম্যাকলারেন'এর লুইস হ্যামিলটন এবং জেনসন বাটন৷ তাঁদের হাতে পয়েন্ট যথাক্রমে ১৬৫ ও ১৪১৷

গ্রেটার নয়ডায় জয়ের স্বাদ ফেটেল'এর জন্য বিশেষ তাৎপর্য রাখে৷ তিনি বলেন, ‘‘এই গ্রঁ প্রি একেবারে স্পেশাল৷ এই সার্কিটের মধ্যে যেন বিশেষ একটা ব্যাপার আছে, যদিও সেটা যে কী তা জানি না৷ তবে এর ‘ফ্লো' আমার খুব ভালো লাগে৷ উল্লেখ্য, গত বছরও বুদ্ধ সার্কিটের প্রথম রেসে তিনিই জিতেছিলেন৷

ফেটেল'এর কাছে হেরে গিয়েও দমবার পাত্র নন আলোনসো৷ তিনি বলেন, ‘‘এই মুহূর্তে রেড বুল'এর বিরুদ্ধে লড়াই করা মোটেই সহজ নয়৷ তবে আমরা কখনোই হাল ছাড়বো না৷'' রেড বুল ও সেবাস্টিয়ান ফেটেল'কে অভিনন্দন জানিয়ে আলোনসো ব্রাজিল গ্রঁ প্রি'র জন্য আগাম চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছেন৷

এসবি/ডিজি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ