টানা দ্বিতীয়বার সাফ নারী ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ
৩০ অক্টোবর ২০২৪
২-১ গোলে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা নিজেদের করে নিলো বাংলাদেশ। এ যেন ২০২২ সালেরই পুনরাবৃত্তি।
বিজ্ঞাপন
২০২২ সালে অনুষ্ঠিত গত আসরের শিরোপা নির্ধারণী ম্যাচও হয়েছিল এই দুই দলের মধ্যে, ভেন্যুও ছিল একই- কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা। তবে সে হিসাবে এবার অবশ্য গোল একটি কম হয়েছে। ২০২২ সালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ নারী ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
সেমিফাইনালে ভুটানের বিরুদ্ধে ৭-১ গোল উৎসবে জয়ের পর বিজয়ী একাদশে একটি পরিবর্তন এনেছিল বাংলাদেশ। চোটের কারণে সেমিফাইনালে না খেলা ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়রকে ফাইনালে একাদশে নেয়া হয়।
খেলা শুরুর দ্বিতীয় মিনিটেই বাংলাদেশের গোলের খাতা খোলার সুযোগ এসেছিল। নেপালের গোলরক্ষক আনজিলা তুম্বাপোর বদলে গোল-কিক নেওয়ার সময় পিছলে পড়ে যান নেপালের গিতা রানা। সামনেই থাকা বাংলাদেশের ফরোয়ার্ড তহুরা বল পেয়ে ডি-বক্সের থেকে নেন শট। সেটা ক্রসবারে বাধা পেয়ে ফিরে আসে।
কয়েক মিনিট পর ক্রসবারই অবশ্য বাংলাদেশকেও বাঁচিয়ে দিয়েছে। দশম মিনিটে মাঝমাঠ থেকে উড়ে আসা বল নিজের নিয়ন্ত্রণে নিতে পারেননি বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমা। সেই সুযোগে বল চলে যায় নেপালি ফরোয়ার্ড সাবিত্রা ভান্ডারি। তার পাসে মিডফিল্ডার আমিশার দূরপাল্লার শট ক্রসবারে লেগে ফিরে আসে।
আক্রমণ-পালটা আক্রমণে খেলা জমে উঠলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। অবশেষে দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫২ মিনিটে গোলের দেখা পায় বাংলাদেশ। নেপালের শক্ত ডিফেন্স ভেদ করে জালে বল জড়াতে সক্ষম হন মনিকা চাকমা।
কিন্তু বাংলাদেশের এই এগিয়ে থাকার আনন্দ টিকেছে মাত্র চার মিনিট। ম্যাচের ৫৬ মিনিটেই প্রীতি রাইয়ের এক পাস থেকে লক্ষ্যভেদ করেন নেপালি ফরোয়ার্ড আমিশা কারকি।
অবশেষে ম্যাচের ৮১ মিনিটে দারুণ এক আক্রমণ থেকে ঋতুপর্ণা চাকমার করা গোলে এগিয়ে যায় বাংলাদেশে। এই ব্যবধান আর কমাতে সমর্থ হয়নি নেপাল।
ম্যাচ শেষের বাঁশি বাজতেই স্বাগতিকদের উল্লাসে ফেটে পড়েন বাংলাদেশের মেয়েরা। নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব আরো দুই বছরের জন্য রইলো বাংলাদেশেরই।
বাংলাদেশে নারীদের ‘প্রথম’
প্রথম ওয়ান ডে সেঞ্চুরিতে ইতিহাস গড়েন ফারজানা হক পিঙ্কি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১৫৬ বলে শতরান করেন তিনি। ছবিঘরে থাকছে এমনই কিছু নারীর কথা যারা বাংলাদেশে বিভিন্ন অঙ্গনে ‘প্রথম’।
ছবি: Andrew Cornaga/Action Plus/IMAGO
প্রথম নারী প্রধানমন্ত্রী
খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী৷ ১৯৯১ সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে তার দল ক্ষমতায় আসে৷
ছবি: Getty Images
প্রথম শতরান
ওয়ান ডে সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন ফারজানা হক পিঙ্কি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ান ডেতে ১৫৬ বলে শতরান করলেন তিনি। ৫০ ওভারের ম্যাচে ওপেন করতে নেমে পুরো ইনিংসে একাই ব্যাট হাতে গোটা দলকে টেনে নিয়ে যান ফারজানা। ম্যাচের একেবারে শেষ বলে রান আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। ১০৭ রানে আউট হন তিনি।
ছবি: Morgan Hancock/NurPhoto/picture alliance
প্রথম নারী স্পিকার
২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথম নারী স্পিকার হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ড. শিরীন শারমিন চৌধুরী৷
ছবি: bdnews24.com
প্রথম নারী বিচারপতি
বিচার বিভাগের ইতিহাসে হাইকোর্টের প্রথম নারী বিচারক বিচারপতি নাজমুন আরা সুলতানা৷ ১৯৭৫ সালের ২০ ডিসেম্বর তিনি মুনসেফ (সহকারী জজ) হিসেবে বিচার বিভাগে যোগ দেন৷ প্রথম নারী জেলা জজ তিনি, হাইকোর্টেও প্রথম নারী বিচারপতি৷ ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি আপিল বিভাগের প্রথম নারী বিচারপতি হিসেবে শপথ নেন৷ ২০২১ সাল থেকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে আছেন৷ এই পদে নিয়োগ পাওয়া প্রথম নারীও তিনি৷
ছবি: DW/Harun Ur Rashid Swapan
প্রথম নারী নির্বাচন কমিশনার
২০১৭ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের প্রথম নারী হিসেবে নির্বাচন কমিশনারের দায়িত্ব পেয়েছিলেন কবিতা খানম৷
ছবি: bdnews24.com
ফুটবলে নারীদের প্রথম সাফ জয়
১৯ সেপ্টেম্বর স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবলের শিরোপা জেতেন বাংলাদেশের মেয়েরা৷
ছবি: Mir Farid
ক্রিকেটে নারীদের প্রথম এশিয়া কাপ জয়
২০১৮ সালে এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল৷
ছবি: Suhaimi Abdullah/Getty Images
পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য
২০১৪ সালের ২ মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান ফারজানা ইসলাম৷ তিনিই কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হওয়া প্রথম নারী৷
ছবি: bdnews24.com
বিজিএমইএ-র প্রথম নারী সভাপতি
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ-র প্রথম নির্বাচিত নারী সভাপতি হয়েছিলেন রুবানা হক৷ ২০১৯ সালের ৬ এপ্রিল নির্বাচনে বিজয়ী হন তিনি৷
ছবি: bdnews24.com
প্রথম বেসামরিক নারী বৈমানিক
১৯৭৭ সালে বাংলাদেশের প্রথম নারী বৈমানিক হিসেবে বিমান চালানোর অনুমতি পেয়েছিলেন সৈয়দা কানিজ ফাতেমা রোকসানা৷ ১৯৮৪ সালে খারাপ আবহাওয়ার মধ্যে শাহজালাল বিমানবন্দরে একটি ফকার বিমান অবতরণ করাতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান পাইলট কানিজসহ বিমানের ৪৫ জন যাত্রী ও চারজন ক্রু৷
ছবি: picture-alliance/NurPhoto/S. Ramany
প্রথম সামরিক নারী বৈমানিক
২০১৪ সালের ২০ নভেম্বর বিমানবাহিনীর পাইলট অফিসার তামান্না-ই-লূৎফী দেশের প্রথম সামরিক নারী বৈমানিক হিসেবে সফলভাবে একটি হেলিকপ্টার ওড়ান৷
ছবি: picture-alliance/NurPhoto
প্রথম নারী বৈমানিক হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে
২০১৭ সালে বাংলাদেশের প্রথম নারী বৈমানিক হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দেন বিমানবাহিনীর দুই ফ্লাইট লেফটেন্যান্ট তামান্না-ই-লুৎফী (বামে) ও নাইমা হক৷
ছবি: picture-alliance/NurPhoto
প্রথম নারী প্যারাট্রুপার
২০১৩ সালে সিলেট সেনানিবাস সংলগ্ন পানিছড়া ড্রপ জোনে এক হাজার মিটার উচ্চতা থেকে প্যারাস্যুট নিয়ে নিরাপদে মাটিতে নেমে আসার মাধ্যমে বাংলাদেশের প্রথম নারী প্যারাট্রুপারের গৌরব অর্জন করেছিলেন জান্নাতুল ফেরদৌস৷ (ছবিটি প্রতীকী)
ছবি: Gavriil Grigorov/TASS/dpa/picture alliance
প্রথম এভারেস্টজয়ী নারী
প্রথম বাংলাদেশী নারী হিসেবে ২০১২ সালের ১৯ মে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার৷
ছবি: Lakpa Sherpa/AFP/Getty Images
প্রথম বাংলাদেশি হিসেবে সাত মহাদেশের সাত সর্বোচ্চ শৃঙ্গে
প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ শৃঙ্গ জয় করেছেন ওয়াসফিয়া নাজরীন৷ ২০১১ সালে আফ্রিকার কিলিমানজারো দিয়ে শুরু করে ২০১৫ সালের ১৮ নভেম্বর ওশেনিয়ার কার্সটেসনস পিরামিড দিয়ে শেষ করেছিলেন ওয়াসফিয়া৷
ছবি: DW/M. Mamun
প্রথম নারী নাবিক
২০১৪ সালের ২০ সেপ্টেম্বর প্রথমবারের মতো বাংলাদেশের ১৩ জন নারী নাবিক কাজ শুরু করেন৷ তারা সফলভাবে প্রশিক্ষণ শেষ করে সমুদ্রগামী জাহাজে চাকরি পান৷ এই নারী মেরিন ক্যাডেটরা বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজে যোগ দিয়েছিলেন৷
ছবি: Reuters
প্রথম নারী ট্রেন চালক
২০০৪ সালে বাংলাদেশ রেলওয়েতে সহকারী চালক হিসেবে যোগদানের মাধ্যমে দেশের প্রথম নারী ট্রেন চালক হয়েছিলেন সালমা খাতুন৷
ছবি: privat
গিনেস বুকে প্রথম বাংলাদেশি নারী
১৬ বার জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন হওয়ায় প্রথম বাংলাদেশি নারী হিসেবে ২০০২ সালে জোবেরা রহমান লিনুর নাম গিনেস বুকে ওঠে৷
ছবি: Khandakar Tarek
এসএ গেমসে সোনাজয়ী প্রথম নারী
দক্ষিণ এশিয়ান গেমস এসএ গেমসে বাংলাদেশের সোনাজয়ী প্রথম নারী অ্যাথলেট কাজী শাহানা পারভীন৷ ১৯৯১ সালে কলম্বো গেমসে শুটিংয়ে সোনা জিতেছিলেন তিনি৷
ছবি: picture-alliance/dpa/V. Xhemaj
এসএ গেমসে সাঁতারে সোনাজয়ী প্রথম নারী
২০১৬ সালে ভারতের গুয়াহাটিতে অনুষ্ঠিত দক্ষিণ এশীয় গেমস এসএ গেমসে ৫০ মি: ও ১০০ মি: ব্রেস্টস্ট্রোকে দুটি স্বর্ণপদক অর্জন করেন মাহফুজা খাতুন৷
ছবি: bdnews24.com
এসএ গেমসে ভারোত্তলনে সোনাজয়ী প্রথম নারী
২০১৬ সালে ভারতের গুয়াহাটিতে অনুষ্ঠিত দক্ষিণ এশীয় গেমস এসএ গেমসে ভারোত্তলনে বাংলাদেশের ইতিহাসে মেয়েদের মধ্যে প্রথম সোনা জেতেন মাবিয়া আক্তার সীমান্ত৷
ছবি: Khandakar Tarek
আন্তর্জাতিক ম্যাচ পরিচালনায় প্রথম বাংলাদেশি নারী রেফারি
বাংলাদেশের প্রথম নারী রেফারি হিসেবে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন জয়া চাকমা৷ ২৩ জুন মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের ফিফা প্রীতি ম্যাচ পরিচালনা করেন তিনি৷