1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ব্যবসা-বাণিজ্যজার্মানি

টানা দ্বিতীয় বছর মন্দার শঙ্কায় জার্মানি

৭ অক্টোবর ২০২৪

জার্মানির অন্যতম দৈনিক স্যুড ডয়চে সাইটুং রোববার জানিয়েছে, ২০২৪ সালে টানা দ্বিতীয় বছরের মতো মন্দার আশঙ্কা করছে জার্মান সরকার৷ দেশটির অর্থনীতি বিষয়ক মন্ত্রণালয় বুধবার পূর্বাভাস কমানোর ঘোষণা দেবে বলেও জানিয়েছে পত্রিকাটি৷

রাতে হামবুর্গ বন্দরের জেটিতে কার্গো
রপ্তানি ও কারখানার আদেশ কমে যাওয়ায় মন্দা থেকে বের হতে পারছে না জার্মানিছবি: Gregor Fischer/Getty Images

২০২৪ সালে ০.৩ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির আশা করেছিল জার্মানি৷ তবে এর পরিবর্তে অর্থনীতি ০.২ শতাংশ সংকুচিত হবে বলে এখন মনে করছে সরকার৷ বুধবার এই তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে স্যুড ডয়চে সাইটুং পত্রিকা৷

রপ্তানি ও কারখানা আদেশ কমে যাওয়া এবং জ্বালানির উচ্চমূল্য এর কারণ বলে মনে করা হচ্ছে৷

জার্মানির পরিসংখ্যান অফিস ডেস্টাটিস সোমবার জানিয়েছে, আগস্ট মাসে ফ্যাক্টরি অর্ডার বা কারখানা আদেশ কমেছে ৫.৮ শতাংশ৷

তবে জার্মান সরকার ২০২৫ সালে ১.১ শতাংশ ও ২০২৬ সালে ১.৬ শতাংশ প্রবৃদ্ধি আশা করছে বলে জানিয়েছে পত্রিকাটি৷ সরকারের প্রস্তাব করা ‘প্রবৃদ্ধি উদ্যোগ' কর্মসূচি এক্ষেত্রে ভূমিকা রাখবে বলে স্যুড ডয়চে সাইটুংকে জানিয়েছেন অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী রব্যার্ট হাবেক৷ এসব কর্মসূচির মধ্যে আছে কর ছাড়, শিল্পখাতের জন্য জ্বালানি মূল্যে ছাড়, লাল ফিতার দৌরাত্ম কমানো, বয়স্ক ব্যক্তিদের কাজ চালিয়ে যেতে প্রণোদনা দেওয়া, বিদেশি কর্মী আকর্ষণ করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ইত্যাদি৷

২০২৩ সালে বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে একমাত্র জার্মানির অর্থনীতি সংকুচিত হয়েছিল৷ কারখানা ও রপ্তানি আদেশ কমে যাওয়া এবং ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানির মূল্যবৃদ্ধি এর কারণ ছিল সেই সময় মন্তব্য করেছিলেন বিশ্লেষকেরা৷

তবে মূল্যস্ফীতি কমায় এবং ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমানোয় চলতি বছর অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারে বলে আশা করা হয়েছিল৷

অর্থনৈতিক দুরবস্থা ছাড়াও জার্মানি আরও কিছু চ্যালেঞ্জের মুখে পড়ছে৷ যেমন চীনের সঙ্গে প্রতিযোগিতা, দক্ষ কর্মীর অভাব এবং জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের লক্ষ্যমাত্রায় পৌঁছানোর পথের নানান সমস্যা ইত্যাদি৷

জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স)

জার্মানির ১৭ শতাংশ মানুষ বাস করছেন দারিদ্র্যে

02:59

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ