1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্ডেসলিগা

২২ এপ্রিল ২০১২

জার্মান বুন্ডেসলিগায় সময় এখন বোরুসিয়া ডর্টমুন্ডের৷ টানা দ্বিতীয়বারের মত লিগ টাইটেল নিশ্চিত করলো হলুদ জার্সিরা৷ একই সঙ্গে এক মৌসুমে টানা অপরাজিত থাকার রেকর্ডও নিজেদের দখলে নিলো ডর্টমুন্ড৷

ছবি: picture-alliance/dpa

কোচ ইয়র্গেন ক্লপের দলকে যেন দেখলে মনে হয় একটি পরিবারের মতই৷ কোচ, খেলোয়াড় আর কর্মকর্তাদের মধ্যে এমন সমঝোতা খুব কম সময় দেখা গেছে বুন্ডেসলিগার ইতিহাসে৷ শনিবার লিগ টেবিলের চার নম্বরে থাকা বোরুসিয়া ম্যোনশেনগ্লাডবাখকে তাদের মাঠে ২-০তে হারিয়ে শিরোপা নিশ্চিত করে ক্লপের দল৷ খেলার দুই অর্ধে গোল করেন ডর্টমুন্ডের ইভান পেরিসিক এবং শিনজি কাগাওয়া৷ খেলা শেষ হতেই উল্লাসে ফেটে পড়েন হলুদ জার্সিরা৷ অথচ বুন্ডেসলিগার এখনও দুটি ম্যাচ বাকি রয়েছে৷ কিন্তু দ্বিতীয় অবস্থানে থাকা বায়ার্ন মিউনিখ পিছিয়ে আট পয়েন্টে৷ তাই আগামী দুটি ম্যাচ ডর্টমুন্ড হারলেও তাদের শিরোপা কেউ কেড়ে নিতে পারবে না৷

সমর্থকদের উল্লাসছবি: picture-alliance/dpa

শুধু শিরোপা নয়, চলতি বুন্ডেসলিগা মৌসুমে টানা ২৬টি ম্যাচ অপরাজিত রয়েছে জার্মানির রুর অঞ্চলের এই দলটি৷ বিশেষ করে মৌসুমের দ্বিতীয়ার্ধে যেন ডর্টমুন্ড ছিলো অপ্রতিরোধ্য৷ ১৫টি ম্যাচের মধ্যে ১৩টিতেই বিজয় ছিনিয়ে এনেছে তারা৷ তাই যোগ্যতর দল হিসেবেই গতবারের শিরোপা ধরে রাখলো তারা৷ তাদের এই পারফরমেন্সে বুন্ডেসলিগার বাকি দলগুলোও মুগ্ধ হয়েছে৷ কেবল মাঠের খেলা নয়, মাঠের বাইরে দলের একতাও সকলের নজর কেড়েছে৷ যেমন জাতীয় দলের কোচ ইওয়াখিম ল্যোভ তো বলেই ফেললেন, ‘‘ওদের কোচ, খেলোয়াড়, কর্মকর্তা আর সমর্থকদের মধ্যে দারুণ সমঝোতা৷ দলটি পুরো মৌসুমে বিশেষ করে দ্বিতীয় পর্বে ভীষণ ধারাবাহিকভাবে খেলেছে৷''

অবশ্য বুন্ডেসলিগার চ্যাম্পিয়ন হলেও জাতীয় দলে ডর্টমুন্ড ক্লাবের তেমন উপস্থিতি নেই৷ তবে জাতীয় দলের কোচ ল্যোভ নিশ্চিত করলেন, আসন্ন ইউরো চ্যাম্পিয়ন কাপে জাতীয় দলে হলুদ জার্সিওয়ালাদের থেকে নতুন মুখ আসবে৷ এমনকি মূল একাদশেও ডর্টমুন্ডের ফুটবলাররা সুযোগ পেতে পারেন বলে ইঙ্গিত দিলেন ইওয়াখিম ল্যোভ৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম (রয়টার্স)

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ