1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টানা বৃষ্টিতে দুর্ভোগে ঢাকার মানুষ

২১ অক্টোবর ২০১৭

দুই দিনের টানা বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে৷ নগরীর নিচু এলাকার অলি-গলিসহ অনেক এলাকার প্রধান সড়কেও পানি জমে গেছে৷ নিদারুন কষ্টে পড়তে হয়েছে পথে বের হওয়া মানুষকে৷

Bangladesch Überflutungen nach Regenfällen
ছবি: DW/S. Kumar

আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার দিনভর প্রায় দেড়শ' মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে৷ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সকাল থেকেই রাজপথে গণপরিবহনের উপস্থিতি ছিল কম৷ তবে শ্রমজীবী মানুষকে রাস্তায় নামতে হয়েছে৷ তারাই সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন৷ 

Rashid.mp3 - MP3-Stereo

This browser does not support the audio element.

অসময়ে হঠাৎ কেন এই বৃষ্টি? এমন প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. তৌহিদা রশীদ ডয়চে ভেলেকে বলেন, ‘‘আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল৷ ২০-৩০ বছর পরপর আবহাওয়া পরিবর্তন হয়৷ নানা কারণে এটা হতে পারে৷ জলবায়ু পরিবর্তন একটা কারণ৷ তাছাড়া সারা বিশ্বেই তাপমাত্রা বেড়ে যাচ্ছে৷ আমাদের এখানেও বাড়ছে৷''

এদিকে, রাজধানীতে অনেকের বাড়িতে পানি ঢুকে পড়েছে৷ পাড়া মহল্লার দোকানপাট প্রায় সব বন্ধই ছিল৷ রাজধানীর বেশিরভাগ এলাকা হাঁটুপানিতে ডুবে যায়৷ সড়কে যানবাহন চলাচলও থমকে গিয়ে ভোগান্তির মাত্রা বাড়িয়ে দিয়েছে৷ সকালে আকাশে কালো মেঘ ও ঝিরিঝিরি বৃষ্টি দেখেও যাঁরা বাইরে বের হয়েছিলেন, তাঁদের বৃষ্টিতে ভিজতে হয়েছে৷

Roy.mp3 - MP3-Stereo

This browser does not support the audio element.

আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা অমরেন্দ্র নাথ রায় ডয়চে ভেলেকে বলেন, ‘‘নিম্নচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় রবিবারও বৃষ্টি হবে৷ কোথাও থেমে থেমে, কোথাও টানা ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে৷ চট্টগ্রাম, মংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে শনিবারও ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে৷''

প্রসঙ্গত, কয়েক বছর আগেও রাজধানীতে বৃষ্টি হলেই পানি জমে যেত না৷ এখন ৫০ মিলিমিটার বৃষ্টি হলেও রাজধানীর সবগুলো সড়কে পানি জমে৷ কেন এই পরিস্থিতি? এমন প্রশ্নের জবাবে ঢাকা ওয়াসার ড্রেনেজ প্রকল্পের সাবেক পরিচালক ক্যা. শা. সিংহ ডয়চে ভেলেকে বলেন, ‘‘আসলে পানি নামার সব পথই বন্ধ হয়ে যাচ্ছে৷ আগে যেখানে ভেতরের পানির চেয়ে বাইরে যেখানে গিয়ে পানি পড়ে তার উচ্চতা কম ছিল৷ এখন বাইরে নদীর পানিই উপর দিয়ে প্রবাহিত হচ্ছে৷ ফলে সেচ করে পানি বাইরে পাঠাতে সময় লাগছে৷''

Shing.mp3 - MP3-Stereo

This browser does not support the audio element.

উল্লেখ্য, দুই দিনের টানা বৃষ্টির কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বড় এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে৷ এর প্রভাব পড়েছে রাজধানীতেও৷ সকালে গাবতলীতে গিয়ে দেখা গেছে, অনেক যাত্রী বাসের অপেক্ষা করছেন৷ কয়েকটি বাসের কাউন্টারে কথা বলে জানা গেছে, বৃষ্টিতে সৃষ্টি হওয়া যানজটের কারণে বাস সময়মতো কাউন্টারে এসে পৌঁছায়নি৷ বৃষ্টিতে সারা দেশের বিভিন্ন গন্তব্যে নিয়মিত চলাচলকারী বিমান চলাচল ব্যাহত হয়েছে৷ অভ্যন্তরীণ অনেকগুলো গন্তব্যে বিমান যে সময় ছাড়ার কথা, তা ছাড়েনি৷ অনেক ফ্লাইট বাতিল হওয়ার খবরও পাওয়া গেছে৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ