1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টাস্ক ফোর্স তৈরি করলেন বাইডেন

১০ নভেম্বর ২০২০

করোনার টাস্ক ফোর্স তৈরি করে ফেললেন জো বাইডেন। সকলকে মাস্ক পরার আবেদন জানালেন। 

ছবি: Carolyn Kaster/AP Photo/AP Images/picture alliance

রোববারই জানিয়েছিলেন করোনার জন্য বিশেষ টাস্ক ফোর্স তৈরি করবেন তিনি। সোমবারই প্যানডেমিক রুখতে ১৩ জনের বিশেষ টাস্ক ফোর্স তৈরি করলেন জো বাইডেন। যার শীর্ষে রয়েছেন তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আপাতত দুই মাসের জন্য তৈরি হয়েছে এই নতুন টাস্ক ফোর্স। ২০ জানুয়ারি শপথ গ্রহণের পরে টাস্ক ফোর্সটি স্থায়িত্ব পাবে।

সোমবার বাইডেন জানিয়েছেন, করোনা মোকাবিলায় সব রকম ব্যবস্থা করবে নতুন সরকার। এ দিন করোনা নিয়ে বৈঠকে বসেছিলেন বাইডেন এবং কমলা হ্যারিস। দেশের গুরুত্বপূর্ণ বিজ্ঞানী এবং চিকিৎসকদের সেখানে ডাকা হয়। সকলের সম্মতিতে ১৩ জনের টাস্ক ফোর্স তৈরি করা হয়। টাস্ক ফোর্সের শীর্ষে রাখা হয়েছে তিনজনকে। সাবেক ফুড অ্যান্ড ড্রাগ কমিশনার ডেভিড কেসলার, সাবেক সার্জেন জেনারেল বিবেক মূর্তি এবং অধ্যাপক মার্সেলা নুনেজ স্মিথকে। করোনা মোকাবিলায় সবরকম ব্যবস্থা করবে এই কমিটি।

পাশাপাশি দেশবাসীর কাছে মাস্ক পরার আবেদন জানিয়েছেন বাইডেন। বলেছেন, রিপাবলিকান বা ডেমোক্র্যাট নয়, মাস্ক পরতে হবে সমস্ত অ্যামেরিকানকে। মাস্কের সঙ্গে রাজনীতিকে মেলালে হবে না। নিজের স্বার্থে, প্রতিবেশীর স্বার্থে সকলের মাস্ক পরা উচিত।

নির্বাচনী প্রচারে বাইডেন বলেছিলেন, ক্ষমতায় এলে মাস্ক পরা বাধ্যতামূলক করবেন তিনি। বস্তুত, করোনা নিয়ে ট্রাম্পকে তীব্র আক্রমণ করেছিলেন বাইডেন। টাস্ক ফোর্স তৈরি করে তিনি বুঝিয়ে দিলেন, করোনার মোকাবিলাই তাঁর প্রথম কাজ।

এসজি/জিএইচ (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ