ভূমধ্যসাগরের টিউনিশিয়ার উপকূলীয় এলাকায় অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী এক নৌকাডুবির ঘটনায় ছয়জন নিহত হয়েছেন৷ এখনও ৩০ জন নিখোঁজ রয়েছেন৷
বিজ্ঞাপন
নৌকাটিতে মোট ৭০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর৷ এদের মধ্যে ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে৷ নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চলছে বলে জানায় ইউএনএইচসিআর৷
উদ্ধারকৃতদের বরাত দিয়ে সংস্থাটি জানায়, অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে নৌকাটি লিবিয়ার সমুদ্র উপকূল থেকে বুধবার ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করে৷ যাত্রাপথে এক পর্যায়ে বৃহস্পতিবার টিউনিশিয়ার সমুদ্রউপকূলীয় এলাকায় নৌকাটি ডুবে গেলে হতাহতের এই ঘটনা ঘটে৷ অভিবাসনপ্রত্যাশীরা সবাই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক বলে জানা গেছে৷
উল্লেখ্য, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে থেকে অভিবাসনপ্রত্যাশীরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছার চেষ্টা করে থাকেন৷ বেশিরভাগ সময় আফ্রিকার দেশ টিউনিশিয়া এবং লিবিয়ার উপকূল থেকে ঝুঁকিপূর্ণ নৌকায় এসকল যাত্রায় প্রায়ই হতাহতের ঘটনা ঘটে৷
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছার চেষ্টা কালে নৌকাডুবিতে গত বছর অন্তত ১৬শ’ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন৷
অভিবাসী বিষয়ক সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টস তিনটি প্রধান ইউরোপীয় সংবাদমাধ্যমের নেতৃত্বে একটি যৌথ প্লাটফর্ম৷ প্লাটফর্মটিতে রয়েছে জার্মানির আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলে, ফ্রান্স মিডিয়া মোন্দ, এবং ইটালিয়ান সংবাদ সংস্থা আনসা৷ এই প্রকল্পের সহ-অর্থায়নে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷
অভিবাসীদের ইংলিশ চ্যানেল পাড়ি
বিশ্বজুড়ে অভিবাসন সমস্যা অব্যাহত৷ এ দেশ থেকে ও দেশ, এপার থেকে ওপারে অপার হয়ে অস্থায়ী আশ্রয়ে কোনোমতে বেঁচে থাকার লড়াই চলছে অভিবাসীদের৷